বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs GT: ঋদ্ধিকে নিয়ে জয়ের ইমারত গড়লেন হার্দিক, স্যামসনদের দুরমুশ করে প্লে-অফের দোরগোড়ায় গুজরাট

RR vs GT: ঋদ্ধিকে নিয়ে জয়ের ইমারত গড়লেন হার্দিক, স্যামসনদের দুরমুশ করে প্লে-অফের দোরগোড়ায় গুজরাট

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন হার্দিক ও ঋদ্ধি। ছবি- বিসিসিআই।

Rajasthan Royals vs Gujarat Titans IPL 2023: জয়পুরে চ্যাম্পিয়নের মতো খেলেই গতবারের রানার্সদের হারালেন হার্দিকরা।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দলের হার দেখতে হয় হার্দিক পান্ডিয়াকে। ম্যাচের শেষে তিনি নিজের দোষ স্বীকার করে নিয়ে বলেন যে, ‘ম্যাচ শেষ করতে না পারার দায় আমার নিজের। আমারই ম্যাচ ফিনিশ করে আসা উচিত ছিল।’

সেই ভুল থেকে শিক্ষা নিয়েই হার্দিক পান্ডিয়া রাজস্থান ম্যাচে ব্যাট করতে নামেন। ধীরে সুস্থে ব্যাট করলেই ম্যাচ জিতত গুজরাট। তবে হার্দিক কোনও ঝুঁকি নেননি। তিনি অযথা ম্যাচ ডেথ ওভারে টেনে নিয়ে যেতে রাজি ছিলেন না। তাই ক্রিজে এসেই ব্যাট চালাতে শুরু করেন হার্দিক এবং তড়িঘড়ি ম্যাচ নিজেদের পকেটে পুরে নেন। প্রথম লেগের ম্যাচে আমদাবাদে গিয়ে গুজরাট টাইটানসকে হারিয়ে আসে রাজস্থান। এবার রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় টাইটানস।

জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। যদিও রয়্যালস দলনায়ক সঞ্জু স্যামসনের এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা বোঝা যায় ম্যাচের শেষে। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকা রাজস্থান ১৭.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়।

সঞ্জু স্যামসন দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। এছাড়া যশস্বী জসওয়াল ১৪, জোস বাটলার ৮, দেবদূত পাডিক্কাল ১২, রবিচন্দ্রন অশ্বিন ২, রিয়ান পরাগ ৪, শিমরন হেতমায়ের ৭, ধ্রুব জুরেল ৯, ট্রেন্ট বোল্ট ১৫, অ্যাডাম জাম্পা ৭ ও সন্দীপ শর্মা অপরাজিত ২ রান করেন।

আরও পড়ুন:- RR vs GT: বোল্টের ছক্কায় আহত ক্যামেরাম্য়ানকে দেখতে ম্যাচ ছেড়ে দৌড়ে গেলেন রশিদ, মন জিতল আফগান তারকার আচরণ- ভিডিয়ো

গুজরাটের হয়ে রশিদ খান ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন নূর আহমেদ। ১টি করে উইকেট দখল করেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও জোশ লিটল।

আরও পড়ুন:- RR vs GT: সেরা ব্যাটসম্যান রান-আউট হতেই বিপদে রাজস্থান, কার ভুলে মাঠ ছাড়তে হয় যশস্বীকে?- ভিডিয়ো

পালটা ব্যাট করতে নেমে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটি গুজরাটকে জয়ের ভিতে বসিয়ে দেয়। ব্যক্তিগত ৩৬ রানে গিল আউট হওয়ার পরে ঋদ্ধির সঙ্গে জুটি বেঁধে গুজরাটের জয় নিশ্চিত করেন ক্যাপ্টেন পান্ডিয়া। টাইটানস ১৩.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ঋদ্ধি ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন হার্দিক।

৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে গুজরাট লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। সেই সঙ্গে তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখে। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রশিদ খান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন ভাবে হারল! লজ্জার নজির গড়ল পাকিস্তান ‘সারা পৃথিবী ওঁর অভাবটা বুঝবে’, রতন টাটাকে নিয়ে সহজ ভাষায় বলেই দিলেন বিল গেটস কলকাতায় আসছেন IMA সভাপতি, আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন চিকিৎসকরা পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায় পাকিস্তানের বিরুদ্ধে জয়, WTC 2023-25 Points Table-এ কত স্থানে উঠে এল ইংল্যান্ড? তেরঙায় মুড়ে দেওয়া হল রতন টাটার মরদেহের কফিন, শেষশ্রদ্ধা জানালেন সচিন-রোহিতরা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রতন টাটার এই ১০ উক্তি লাল টুকটুকে শাড়ি পরে ' দেবী', কুমারী পুজো বেলুড় মঠে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.