শুক্রবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত বল করেন রশিদ খান। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে রাজস্থানের ইনিংসে ধস নামান গুজরাট টাইটানসের আফগান স্পিনার।
হোম টিমের সমর্থকরা রশিদের এমন চমকপ্রদ পারফর্ম্যান্সে আপ্লুত হবেন কিনা বলা মুশকিল, তবে রশিদের বিশেষ একটি আচরণ হোম-অ্যাওয়ে সব দলের সমর্থকদেরই মন জিতে নেয় এদিন।
প্রথম ইনিংসের ১৫.৩ ওভারে নূর আহমেদের বলে লেগ-সাইডে ছক্কা হাঁকান রাজস্থানের কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট। বল অনেকটা উঁচুতে উঠে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, সেই ছক্কায় বল গিয়ে লাগে কর্তব্যরত ক্যামেরাম্যানের গায়ে। আহত হন তিনি।
ক্যামেরাম্যানের চোট পাওয়ার ঘটনা রশিদ খানের চোখ এড়ায়নি। তিনি খেলার মাঝেই মাঠ ছেড়ে দৌড়ে যান আহত ক্যামেরাম্যানের কাছে। তাঁর কুশল সংবাদ নিয়ে পুনরায় মাঠে ফেরেন রশিদ।
রশিদ খান শুধু ক্রিকেটপ্রেমীদের মন জেতেন এমন নয়, বরং তাঁর পারফর্ম্যান্সে ভর করে তাঁর দল গুজরাট টাইটানস ম্যাচও জেতে। জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা রয়্যালস ১৭.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়।
ক্যাপ্টেন সঞ্জু স্যামসন দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। এছাড়া যশস্বী জসওয়াল ১৪, জোস বাটলার ৮, দেবদূত পাডিক্কাল ১২, রবিচন্দ্রন অশ্বিন ২, রিয়ান পরাগ ৪, শিমরন হেতমায়ের ৭, ধ্রুব জুরেল ৯, ট্রেন্ট বোল্ট ১৫, অ্যাডাম জাম্পা ৭ ও সন্দীপ শর্মা অপরাজিত ২ রান করেন। রশিদের ৩ উইকেট ছাড়া গুজরাটের হয়ে ২টি উইকেট নেন নূর আহমেদ। ১টি করে উইকেট দখল করেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও জোশ লিটল।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৩.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে গুজরাট লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। শুভমন গিল ৩৬ রান করে আউট হন। ঋদ্ধিমান সাহা অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪১ রানে। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নট-আউট থাকেন ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রশিদ খান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।