বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs KKR: রাসেলকে থামানোর সেরা অস্ত্র রয়েছে রাজস্থানে হাতে, তারকা বোলারের বিরুদ্ধে কখনও সফল হননি দ্রে রাস

RR vs KKR: রাসেলকে থামানোর সেরা অস্ত্র রয়েছে রাজস্থানে হাতে, তারকা বোলারের বিরুদ্ধে কখনও সফল হননি দ্রে রাস

আগ্রাসী রাসেল। ছবি- আইপিএল।

ক্যারিবিয়ান অল-রাউন্ডারের বিরুদ্ধে রাজস্থানের এই বোলারের টি-২০ ক্রিকেটে মুখোমুখি রেকর্ড সত্যিই দারুণ।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যেরকম ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করেছেন, তাতে আন্দ্রে রাসেল প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। সন্দেহ নেই রাজস্থান রয়্যালও চাইবে রাসেলকে আটকে রাখতে। তাঁকে থামানোর জন্য নিশ্চিতভাবেই আলাদা পরিকল্পনা থাকবে সঞ্জু স্যামসনদের। যদিও কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে পরাস্ত করার মতো সেরা হাতিয়ার রয়েছে রাজস্থান শিবিরেই। পরিসংখ্যান অন্তত তাই বলছে।

রেকর্ড বলছে, টি-২০ ক্রিকেটে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে বরাবর সফল হন ক্রিস মরিস। সুতরাং, দ্রে রাস ব্যাট করতে আসা পর্যন্ত মরিসের ওভার বাঁচিয়ে রাখতে চাইবে রয়্যালস।

রাসেলের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে মরিসের রেকর্ড অত্যন্ত ভালো। টি-২০ ক্রিকেটে রাসেলকে মোট ২৩টি বল করেছেন মরিস। খরচ করেছেন ৩৪ রান। এই ২৩টি বলে মরিস দ্রে রাসের উইকেট নিয়েছেন ৩ বার। ক্যারিবিয়ার তারকার বিরুদ্ধে ওভার পিছু কম-বেশি ৮ রান খরচ করাকে কৃপণ বোলিং বললে মোটেও ভুল হবে না।

মরিসের বিরুদ্ধে রাসেলের খারাপ রেকর্ড যদি কেকেআর শবিরকে দুশ্চিন্তায় রাখে, তবে নাইটদের আশ্বস্ত করতে পারে রাজস্থানের বিরুদ্ধে মর্গ্যানে রেকর্ড। রয়্যালসের বিরুদ্ধে ৫টি ইনিংসে মর্গ্যান ৮১ গড়ে ২৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৭.৭৯। আইপিএলের বাকি দলগুলির থেকে রাজস্থানের বিরুদ্ধেই নাইট অধিনায়কের রেকর্ড সবথেকে ভালো।

বন্ধ করুন