বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs KKR: হ্যাটট্রিক-সহ চার উইকেট, চাহালের এক ওভারেই কাত কলকাতা
হ্যাটট্রিক-সহ এক ওভারে ৪ উইকেট চাহালের। ছবি- আইপিএল।

RR vs KKR: হ্যাটট্রিক-সহ চার উইকেট, চাহালের এক ওভারেই কাত কলকাতা

ব্যর্থ হয় ফিঞ্চ-শ্রেয়সের ব্যাট হাতে দুর্দান্ত লড়াই।

২০০৮ সালের ১৮ এপ্রিল, অর্থাৎ ঠিক এই দিনটিতেই শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের যাত্রা। আরসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের অতিমানবিক ইনিংসের কথা কেই বা ভুলতে পারে! আইপিএলের ১৫তম সংস্করণে সেই একই দিনে ফের লড়াইয়ে নামে কেকেআর। এবার তাদের প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। কাকতলীয়ভাবে এবারও কেকেআরের ডাগ-আউটে উপস্থিত ছিলেন ম্যাকালাম। সেবার ছিলেন ক্রিকেটার, এবার তিনি কোচ। হেড কোচের কেরিয়ারের অন্যতম স্মরণীয় দিনটির স্মৃতি নাইট রাইডার্স মারকাটারি ক্রিকেটে ফিরিয়ে আনতে পারল না। দুরন্ত লড়াই চালিয়েও রাজস্থানের কাছে কলকাতা হার মানে শেষমেশ।

18 Apr 2022, 11:53:06 PM IST

ম্যাচের সেরা চাহাল

চাহালের ১ ওভারেই ম্যাচ জয় কার্যত নিশ্চিত করে ফেলে রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ৪০ রানে ৫ উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহালই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। শতরান করেও ম্যান অফ দ্য ম্যাচ হওয়া হল না বাটলারের।

18 Apr 2022, 11:50:47 PM IST

কলকাতা ৭ রানে হার মানে

রাজস্থানের ৫ উইকেটে ২১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ২১০ রানে অল-আউট হয়ে যায়। ৭ রানের সংক্ষপ্তি ব্যাবধানে হার মানে কেকেআর।

18 Apr 2022, 11:37:29 PM IST

উমেশ আউট

১৯.৪ ওভারে ম্যাকয়ের বলে বোল্ড হন উমেশ যাদব। কলকাতা ২১০ রানে অল-আউট হয়ে যায়। উমেশ ১টি চার ও ২টি ছক্কার সাহায়্যে ৯ বলে ২১ রান করে মাঠ ছাডেন। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন বরুণ।

18 Apr 2022, 11:35:29 PM IST

জ্যাকসনকে ফেরালেন ম্যাকয়

১৯.২ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে প্রসিধ কৃষ্ণার হাতে ধরা পড়েন শেলডন জ্যাকসন। ৮ বলে ৮ রান করেন জ্যাকসন। ক্রিজে শেষ ব্যাটসম্যান বরুণ চক্রবর্তী। কলকাতা ২০৯ রানে ৯ উইকেট হারায়।

18 Apr 2022, 11:33:15 PM IST

শেষ ওভারে কলকাতার দরকার ১১ রান

জয়ের জন্য শেষ ওভারে কলকাতার দরকার ১১ রান। ১৯তম ওভারে প্রসিধ কৃষ্ণা ৭ রান খরচ করেন। ১৯ ওভার শেষে কেকেআরের স্কোর ২০৭/৮। উমেশ ২১ ও জ্যাকসন ৬ রানে ব্যাট করছেন।

18 Apr 2022, 11:26:18 PM IST

২ ওভারে দরকার ১৮ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান দরকার কলকাতার। বোল্টের ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন উমেশ যাদব। ওভারে মোট ২০ রান ওঠে। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ২০০/৮। উমেশ ৫ বলে ১৯ ও জ্যাকসন ৩ বলে ২ রান করে অপরাজিত রয়েছেন।

18 Apr 2022, 11:22:52 PM IST

চাহালের হ্যাটট্রিক

১৬.৬ ওভারে চাহালের বলে স্যামসনের দস্তানায় ধরা পড়েন কামিন্স। হ্যাটট্রিক পূর্ণ হয় চাহালের। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় কামিন্সকে। কলকাতা ১৮০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। চাহালের ওভারে ২ রান ওঠে। ৪টি উইকেট পড়ে। চাহাল ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

18 Apr 2022, 11:18:56 PM IST

শিবম মাভি আউট

ক্রিজে এসে প্রথম বলেই আউট শিবম মাভি। ১৪.৫ ওভারে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন মাভি। ১৮০ রানে ৭ উইকেট হারায় কলকাতা। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্যাট কামিন্স।

18 Apr 2022, 11:16:20 PM IST

শ্রেয়স আউট

১৬.৪ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হন শ্রেয়স। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৮৫ রান করে মাঠ ছাড়েন নাইট দলনায়ক। ১৮০ রানে ৬ উইকেট হারায় কলকাতা। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম মাভি।

18 Apr 2022, 11:11:02 PM IST

বেঙ্কটেশ আউট

১৬.১ ওভারে চাহালের বলে বেঙ্কটেশকে স্টাম্প আউট করেন স্যামসন। ৭ বলে ৬ রান করেন বেঙ্কটেশ। কলকাতা ১৭৮ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেলডন জ্যাকসন।

18 Apr 2022, 11:03:52 PM IST

৫ ওভারে কলকাতার দরকার ৫১ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ৫১ রান। কেকেআর ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। ৭৭ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার।

18 Apr 2022, 10:54:31 PM IST

রাসেল আউট

১৩.৪ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সদ্য ক্রিজে আসা আন্দ্রে রাসেল। ১ বল খেলে খাতা খুলতে পারেননি দ্রে রাস। কলকাতা ১৪৯ রানে ৪ উইকেট হারায়। অবশেষে ব্যাট হাতে ক্রিজে আসেন বেঙ্কটেশ আইয়ার। ১৪ ওভারের কলকাতার স্কোর ১৫২/৪। ৪৩ বলে ৬৬ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। অশ্বিন ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১ উইকেট নেন।

18 Apr 2022, 10:51:09 PM IST

নীতিশ রানা আউট

১২.৬ ওভারে চাহালের বলে বাটলারের হাতে ধরা পড়েন নীতিশ রানা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন রানা। কলকাতা ১৪৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

18 Apr 2022, 10:43:08 PM IST

১২ ওভারে কলকাতা ১৩৪/২

১২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করেছে। ৩৮ বলে ৬২ রান করেছেন শ্রেয়স। ৬ বলে ৫ রন করেছেন নীতিশ রানা।

18 Apr 2022, 10:36:08 PM IST

হাফ-সেঞ্চুরি শ্রেয়সের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ১০ ওভার শেষে কলকাতার সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান। আইয়ার ৫০ রানে ব্যাট করছেন।

18 Apr 2022, 10:31:24 PM IST

ফিঞ্চ আউট

৮.৬ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন অ্যারন ফিঞ্চ। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন তিনি। কলকাতা ১০৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।

18 Apr 2022, 10:26:19 PM IST

হাফ-সেঞ্চুরি ফিঞ্চের

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যারন ফিঞ্চ। ৮.২ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে তার মেরে অর্ধশতরান পূর্ণ করেন অজি তারকা।

18 Apr 2022, 10:18:43 PM IST

কোহলি-গেইলের মাইলস্টোন ছুঁলেন বাটলার

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ বলে শতরান করেন বাটলার। সেই সঙ্গে তিনি স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি এবং ক্রিস গেইলের মাইলস্টোন। বিস্তারিত পড়ুন:- KKR vs RR: এ বার IPL-এ দ্বিতীয় সেঞ্চুরি বাটলারের, ছুলেন কোহলি, গেইলের মাইলস্টোন

18 Apr 2022, 10:15:33 PM IST

৭ ওভারে কলকাতা ৭৪/১

৭ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। ২০ বলে ৩৬ রান করেছেন ফিঞ্চ। তিনি সপ্তম ওভারে চাহালের বলে ৩টি চার মারেন। শ্রেস করেছেন ২২ বলে ৩৫ রান।

18 Apr 2022, 10:08:13 PM IST

৫০ টপকাল কলকাতা

পাওয়ার প্লে-র ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নাইট রাইডার্স।  ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৫৭/১। ষষ্ঠ ওভারে অশ্বিনের বলে ১টি চার মারেন শ্রেয়স। ১টি ছক্কা হাঁকান ফিঞ্চ। শ্রেয়স ২০ বলে ৩৩ রান করেছেন। ১৬ বলে ২৩ রান করেছেন ফিঞ্চ।

18 Apr 2022, 09:57:19 PM IST

৩ ওভারে কলকাতা ২৭/১

৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেটের বিনিময়ে ২৭ রান তুলেছে। ৯ বলে ১৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৪টি চার মেরেছেন। ৯ বলে ৯ রান করেছেন অ্যারন ফিঞ্চ। তিনি ২টি চার মেরেছেন।

18 Apr 2022, 09:44:06 PM IST

রান-আউট নারিন

ফিঞ্চের সঙ্গে কলকাতার হয়ে ওপেন করতে নামেন সুনীল নারিন। তবে প্রথম বলেই রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ক্যারিবিয়ান তারকাকে। বোল্টের প্রথম বলের মোকাবিলা করেন ফিঞ্চ। আউট হন নন-স্ট্রাইকার নারিন। খাতা খোলার আগেই ১ উইকেট হারায় কেকেআর। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তিনি মাঠে নেমেই পরপর ২টি চার মারেন। ১ ওভার শেষে কেকেআরের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।

18 Apr 2022, 09:27:02 PM IST

রাজস্থান ২০ ওভারে ২১৭/৫

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৫ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে। সুতরাং, জয়ের জন্য কলকাতার দরকার ২১৮ রান। শেষ ওভারে রাসেলের বলে হেতমায়ের ২টি ছক্কা ও ১টি চার মারেন। শেষ ওভারে ১৮ রান ওঠে। হেতমায়ের ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করেন অশ্বিন।

18 Apr 2022, 09:21:35 PM IST

করুণ নায়ার আউট

কেকেআরের প্রাক্তন তারকারা চলতি আইপিএলে কলকাতার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। সেই পথে হাঁটতে পারলেন নি করু নায়ার। ১৮.৫ ওভারে শিবম মাভির বলে কামিন্সার হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ৩ রান করেন নায়ার। রাজস্থান ১৯৮ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ১৯ ওভারে রাজস্থানের স্কোর ১৯৯/৫। ১০ রানে ব্যাট করছেন হেতমায়ের। মাভি ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

18 Apr 2022, 09:11:21 PM IST

রিয়ান পরাগ আউট

১৭.১ ওভারে সুনীল নারিনের বলে শিবম মাভির হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৫ রান করেন তিনি। রাজস্থান ১৮৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান করুণ নায়ার। ১৮ ওভারে রাজস্থানের স্কোর ৪ উইকেটে ১৯৪। নারিন ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। কামিন্স ৪ ওভারে ৫০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

18 Apr 2022, 09:05:40 PM IST

বাটলার আউট

১৬.৪ ওভারে কামিন্সের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন বাটলার। ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১০৩ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৮৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ। ১৭ ওভারে রাজস্থানের স্কোর ১৮৯/৩।

18 Apr 2022, 09:03:21 PM IST

সেঞ্চুরি বাটলারের

১৬.১ ওভারে কামিন্সকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন জোস বাটলার। ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৯ বলে তিন অঙ্কে পৌঁছে যান তিনি।

18 Apr 2022, 08:54:41 PM IST

সঞ্জু স্যামসন আউট

১৫.২ ওভারে আন্দ্রে রাসেলের বলে শিবম মাভির হাতে ধরা পড়েন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৮ রান করেন তিনি। রাজস্থান ১৬৪ রানে ২ উইকেট হারায়। রাসেল ১৬তম ওভারেই প্রথমবার বল করতে আসেন। দ্বিতীয় বলেই উইকেট পান তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিমরন হেতমায়ের। ১৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ১৭৪। বাটলার ৯৬ ও হেতমায়ের ৫ রানে ব্যাট করছেন।

18 Apr 2022, 08:48:08 PM IST

১৫০ টপকাল রাজস্থান

১৫তম ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৬৩ রান। জোস বাটলার ৫৫ বলে ৯০ রান করেছেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। সঞ্জু স্যামসন ব্যাট করছেন ১৮ বলে ৩৮ রান করে। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

18 Apr 2022, 08:39:55 PM IST

১৩ ওভারে রাজস্থান ১৩৩/১

ঝড়ের গতিতে রান তুলছে রাজস্থান। ১৩ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে। বাটলার ৮৫ ও স্যামসন ১৪ রানে ব্যাট করছেন।

18 Apr 2022, 08:28:53 PM IST

১০০ টপকাল রাজস্থান

১১তম ওভারে ১ উইকেট হারিয়ে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। ১১ ওভারে রাজস্থানের স্কোর ১১২/১। বাটলার ৪৬ বলে ৭৩ রান করেছেন।

18 Apr 2022, 08:24:59 PM IST

পাডিক্কালকে ফেরালেন নারিন

কেকেআরেরে জার্সিতে ১৫০তম ম্যাচ খেলতে নামা সুনীল নারিন দলকে প্রথম সাফল্য এনে দেন। ৯.৪ ওভারে তিনি বোল্ড করেন দেবদূত পাডিক্কালকে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন পাডিক্কাল। রাজস্থান ৯৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৯৯ রান। বাটলার ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৮ রান করেছেন।

18 Apr 2022, 08:21:45 PM IST

রাজস্থান ৯ ওভারে ৯০/০

শক্ত ভিতে রাজস্থান রয়্যালস। তারা ৯ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৯০ রান তুলেছে। ৪০ বলে ৬৬ রান করেছেন বাটলার। ১৫ বলে ১৮ রান করেছেন পাডিক্কাল। নবম ওভারে উমেশ যাদবের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। 

18 Apr 2022, 08:11:44 PM IST

হাফ-সেঞ্চুরি বাটলারের

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। কামিন্সের ওভারে ১৪ রান ওঠে। ২টি চার মারেন পাডিক্কাল। তিনি ১৭ রানে ব্যাট করছেন। ১টি বাউন্ডারি মারেন বাটলার। তিনি ৫১ রানে অপরাজিত রয়েছেন। ৭ ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৭৪ রান।

18 Apr 2022, 08:03:39 PM IST

৫০ টপকাল রাজস্থান

পাওয়ার প্লে-তেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল রাজস্থান। ৬ ওভার শেষে রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৬০ রান। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৬ রান করেছেন জোস বাটলার। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করেছেন দেবদূত পাডিক্কাল। ষষ্ঠ ওভারে শিবম মাভির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। মাভি ২ ওভারে ১৬ রান খরচ করেছেন। কামিন্স ১ ওভারে ৮ রান দিয়েছেন। বরুণ চক্রবর্তী ১ ওভারে ১৫ রান খচর করেছেন। উমেশ যাদব ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

18 Apr 2022, 07:49:52 PM IST

রাজস্থান ৩ ওভারে ২৫/০

৩ ওভার শেষে রাজস্থান রয়্যালস কোনও উইকেট না হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে। তৃতীয় ওভারে উমেশ যাদবের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন জোস বাটলার। শেষ বলে দৌড়ে চার রান সংগ্রহ করেন বাটলার ও পাডিক্কাল। বাটলার ১৫ বলে ১৭ রান করেছেন। ৪ বলে ৪ রান করেছেন পাডিক্কাল।

18 Apr 2022, 07:31:51 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার ও দেবদূত পাডিক্কাল। কলকাতার হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে ২ রান ওঠে।

18 Apr 2022, 07:23:16 PM IST

মাইলস্টোন ম্যাচের আগে নারিনের মুখে খেলা ছাড়ার প্রসঙ্গ

যতদিন আইপিএল খেলবেন, কলকাতার হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করলেন ক্যারিবিয়ান স্পিনার। আর কী বললেন, বিস্তারিত জেনে নিন:- মাইলস্টোন ম্যাচের আগে খেলা ছাড়ার প্রসঙ্গ নারিনের মুখে, KKR-এ নিজের ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত ক্যারিবিয়ান তারকার

18 Apr 2022, 07:18:46 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল ও ওবেদ ম্যাককয়।

18 Apr 2022, 07:12:45 PM IST

কলকাতার প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি।

18 Apr 2022, 07:11:56 PM IST

বাদ পড়লেন আমন

১টি মাত্র ম্যাচ খেলেই বাদ পড়লেন আমন খান। কলকাতা নাইট রাইডার্স তাঁর পরিবর্তে দলে ফেরায় শিবম মাভিকে। প্রথম একাদশে এই একটি মাত্র রদবদল করে কেকেআর। প্রথম ম্যাচে ফিঞ্চ ব্যাট হাতে ব্যর্থ হলেও দলে ফেরা হল না রাহানের।

18 Apr 2022, 07:04:07 PM IST

টস জিতল কলকাতা

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কলকাতা। টস জিতে কেকেআর দলনায়র শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান সঞ্জু স্যামসনদের। সুতরাং, ব্র্যাবোর্নে রান তাড়া করবে কেকেআর।

18 Apr 2022, 06:59:24 PM IST

মুখোমুখি লড়াইয়ের ইতিহাস

মুখোমুখি লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ১৩ বার হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। অন্যদিকে রাজস্থান মোট ১১টি ম্যাচে পরাজিত করেছে কলকাতাকে। সুতরাং, এই নিরিখে একটু হলেও এগিয়ে রয়েছে কেকেআর।

18 Apr 2022, 06:51:44 PM IST

মাইলস্টোন ম্যাচ নারিনের

প্রথম একাদশে সুযোগ পেলে এটিই হবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সুনীল নারিনের ১৫০তম ম্যাচ। নারিনের মাঠে নামা অবশ্য নিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কলকাতা। বিস্তারিত পড়ুন:- RR vs KKR: প্রথম নাইট হিসাবে ১৫০তম ম্যাচে নামছেন নারিন, রয়েছে আরেক নজির গড়ার হাতছানি

18 Apr 2022, 06:41:48 PM IST

রাজস্থানের এপযর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬১ রানে পরাজিত করে।
২. দ্বিতীয় ম্যাচে মুমন্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে হারিয়ে দেয়।
৩. তৃতীয় ম্যাচে আরসিবির কাছে ৪ উইকেটে হেরে যায়।
৪. লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে হারিয়ে দেয়।
৫. গুজরাট টাইটানসের কাছে ৩৭ রানে হার মানে।

18 Apr 2022, 06:39:23 PM IST

কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।

18 Apr 2022, 06:36:42 PM IST

ঐতিহাসিক ম্যাচের স্মৃতি ফেরাতে পারবে নাইট রাইডার্স?

২০০৮ সালের ১৮ এপ্রিল শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের যাত্রা। টুর্নামেন্টের ইতিহাসের একেবারে প্রথম ম্যাচে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে আরসিবিকে ১৪০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে কেকেআর। প্রথমে ব্যাট করে কলকাতা ৩ উইকেটে ২২২ রান তোলে। ব্রেন্ডন ম্যাকালাম ১০টি চার ১৩টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ১৫৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ৮২ রানে অল-আউট হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, এবার সেই একই দিনে কেকেআর আইপিএলে মাঠে নামছে রাজস্থানের বিরুদ্ধে। কলকাতা কি পারবে বর্তমান হেড কোচ ম্যাকালামের দুর্দান্ত সেই ইনিংস থেকে অনুপ্রেরণা নিয়ে দারুণ কিছু করে দেখাতে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.