বল হাতে তেমন দাগ কাটতে পারেননি। তবে শেষবেলায় দুর্দান্ত ফিল্ডিং করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্যাট কামিন্স। সঙ্গে দেন শিবম মাভি। দু'জনের যুগলবন্দিতে আউট হয়ে ড্রেসিংরুমের রাস্তা ধরতে হয় রিয়ান পরাগকে।
(RR vs KKR Live: সহজে থামানো গেল না বাটলারকে, কলকাতার বিরুদ্ধে রানের পাহাড়ে রাজস্থান রয়্যালস)
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। প্রথম বলেই নারিনের মাথার উপর মারেন রিয়ান। তবে ব্যাটে ও বলে ঠিকমতো সংযোগ হয়নি। লং-অফ থেকে নিজের ডানদিকে দৌড়ে আসতে থাকেন কামিন্স। মাথার উপর দিয়ে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। কিন্তু ভারসাম্য সামলাতে পারেননি। বাউন্ডারি পেরিয়ে যাবেন বলে মাভির দিকে বল ছুড়ে দেন কামিন্স। শূন্যে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরেন মাভি।
রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR):
ব্যাটিং: সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। কেকেআর বোলারদের ছারখার করে দেন জোস বাটলার। বিধ্বংসী ইনিংস খেলেন ইংরেজ তারকা। শেষপর্যন্ত ৬১ বলে ১০৩ রান করেন। ১৯ বলে ৩৮ রান করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। সেইসব ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২১৭ রান তুলেছে রাজস্থান।
কেকেআরের বোলিং: চার ওভারে চার ওভারে ৪৪ রান দেন উমেশ যাদব। কোনও উইকেট পাননি। চার ওভারে ৫০ রান দিয়ে এক উইকেট পান প্যাট কামিন্স। জঘন্য বোলিং করেন বরুণ চক্রবর্তী। দু'ওভারে ৩০ রান দেন কেকেআরের রহস্য স্পিনার। শিবম মাভি কিছুটা ভালো করেছেন। চার ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট পেয়েছেন। কেকেআরের হয়ে নিজের ১৫০তম ম্যাচে চার ওভারে দু'উইকেটে নেন সুনীল নারিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।