যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিক-সহ ৪ উইকেটের ওভারটাই রাজস্থান রয়্যালসকে ম্যাচ জেতায়, এবিষয়ে সন্দেহ প্রকাশ করবেন না কেউই। তবে তার আগে কেকেআর শিবিরে মোক্ষম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। বিধ্বংসী আন্দ্রে রাসেলকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে নাইট রাইডার্স শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন অশ্বিনই। সেই ধাক্কা শেষমেশ সামলে উঠতে পারেনি কেকেআর।
রাসেল কিছুক্ষণ ক্রিজে টিকে থাকলে ম্যাচের ফল যে অন্যরকম হতো, এটা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। বড় রান তাড়া করতে নেমে ডেথ ওভারে রাসেলই ভরসা কলকাতার। তাই দ্রে রাস আউট হওয়ার পড়েই প্রবল চাপে পড়ে যায় নাইট রাইডার্স। তাঁদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে তখনই।
এক্ষেত্রে দ্রে রাসকে অত্যন্ত চালাকির সঙ্গে ক্যারম বলে আউট করেন অশ্বিন। রবিচন্দ্রন শুরুতেই বল অন্যদিকে টার্ন করাবেন, সেটা আন্দাজ করা সম্ভব ছিল না রাসেলের পক্ষে। এমনটা নয় যে, ব্যাট চালাতে গিয়ে উইকেট দিয়েছেন রাসেল। বরং ডিফেন্স করে অশ্বিনের ওভার কাটিয়ে দিতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটসম্যানকে সম্পূর্ণ পরাস্ত করেন অশ্বিন। নিখুঁত লাইন-লেনথে করা অশ্বিনের ডেলিভারিটিকে তাই চলতি আইপিএলের সেরা বল বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।