RR vs LSG: আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদার তালিকায় প্রথম পাঁচে ঢুকলেন অশ্বিন, টপকালেন চাওলাকে
Updated: 19 Apr 2023, 10:25 PM ISTRajasthan Royals vs Lucknow Super Giants IPL 2023: জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একজোড়া উইকেট নেওয়ার সুবাদে পীযূষ চাওলাকে পিছনে ফেলে দেন রবিচন্দ্রন অশ্বিন।
পরবর্তী ফটো গ্যালারি