শিমরন হেতমায়েরের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি, রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে-বলে অনবদ্য অবদান, যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিং, শেষ ওভারে কুলদীপ সেনের অবিশ্বাস্য লড়াই, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য এমন একাধিক কারণ উল্লেখ করা যায়। তবে সুবিধাজনক পরিস্থিতি থেকে লখনউয়ের ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে ক্রুণাল পান্ডিয়ার একটি ভুলকে।
কৃষ্ণাপ্পা গৌতমের বলে হেতমায়েরের অতি সহজ একটি ক্যাচ মিস করেন পান্ডিয়া। তা নাহলে রাজস্থানের পক্ষে ১৫০ রানের গণ্ডি টপকানো সম্ভব হতো কিনা, তা নিয়ে সংশয় থেকেই যায়।
১০ ওভারে রাজস্থানের স্কোর ছিল ৪ উইকেটে ৬৭ রান। ১৩ ওভারে স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময় রাজস্থান তুলেছিল ৪ উইকেটে ৮৪ রান। ১৩.২ ওভারে গৌতমকে তুলে মারার চেষ্টা করেন হেতমায়ের। বাউন্ডারি লাইনে অতি সহজ ক্যাচ ছাড়েন ক্রুণাল। হেতমায়ের তখন দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত ১৪ রানে।
এমন জীবনদান পাওয়ার পরে শিমরন ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি শেষমেশ ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান তারকার এমন অসামান্য ইনিংসের সুবাদেই রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়। রান তাড়া করতে নেমে লখনউ আটকে যায় ৮ উইকেটে ১৬২ রানে।