সচরাচর দীর্ঘদিন পরে পরিচিত কারও সঙ্গে দেখা হলে করমর্দন বা অলিঙ্গন করতে দেখাই দস্তুর। বড়দের পা ছুঁয়ে প্রণাম করা ভারতীয় সংস্কারের মধ্যে পড়ে। তবে অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে সৌজন্য বিনিময়ের ধরন কত রকম হতে পারে, তার হিসাব রাখা মুশকিল। তার উপর তেমন কোনও বন্ধুর নাম যদি যুজবেন্দ্র চাহাল হয়, তবে রীতি-নীতির বাইরের কিছু দেখতে পাওয়া অতি স্বাভাবিক বিষয়। জয়পুরে দেখা গেল তেমনই শুদ্ধভাষায় বর্ণনার অতীত এক মজাদার ছবি।
বুধবার সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ২৬তম লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের লড়াই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। ম্যাচের আগে অনুশীলনের সময় দু'দলের ক্রিকেটারদের আড্ডা দিতে দেখা যায় প্রায়শই। লখনউয়ের প্রোটিয়া তারকা কুইন্টন ডি'কক তেমনই মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন অন্যদের সঙ্গে।
এমন সময় পিছন দিয়ে চাহালকে এগিয়ে যেতে দেখা যায় ডি'ককের দিকে। যুজি প্রেটিয়া তারকার পিছনে দাঁড়িয়ে নিজের ডান পা দিয়ে কুইন্টনের দু'পায়ের ফাঁকে আলতো করে লাথি কষান। স্বাভাবিকভাবেই ডি'কক চমকে যান। পরে দু'জনকে আলিঙ্গন করতে দেখা যায়। রাজস্থান রয়্যালস মজাদার এই ঘটনাটির ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তারা ক্যাপশনে লেখে, ‘যুজি ভাইয়ের মতো কেউ নেই।’
যুজবেন্দ্র চাহাল চলতি আইপিএলে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত মার্ক উড ও রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ১১টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের বেগুনি টুপি জয়ের অন্যতম দাবিদার যুজি।
অন্যদিকে ডি'কক এখনও পর্যন্ত চলতি আইপিএলের একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। জাতীয় দলের হয়ে ব্যস্ত ছিলেন বলে আইপিএলের শুরু থেকে লখনউ শিবিরে যোগ দিতে পারেননি প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার। তাঁর পরিবর্তে লোকেশের সঙ্গে ওপেন করতে দেখা যায় কাইল মায়ের্সকে এবং উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলান নিকোলাস পুরান। ওপেনে মায়ের্স যেমন চূড়ান্ত সফল, ঠিক তেমনই বাদ দেওয়ার উপায় নেই পুরানকেও। তাই সুযোগের অপেক্ষায় কুইন্টনের বসে থাকা ছাড়া উপায় নেই।
উল্লেখ্য, রাজস্থান রয়্যালস তাদের প্রথম ৫ ম্যাচের চারটিতে জিতে লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে। লখনউ সুপার জায়ান্টস তাদের প্রথম ৫ ম্যাচের ৩টিতে জিতেছে। সম্মুখসমরের আগে লখনউ রয়েছে রাজস্থানের ঠিক পিছনে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। সুতরাং, জয়পুরে লিগ টেবিলের এক বনাম দু'নম্বর দলের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটমহল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।