বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs MI: রোহিত ব্যর্থ, পোলার্ডের অবদান নাম মাত্র, তবু শাপমুক্তি মুম্বইয়ের, কোন পথে এল প্রথম জয়, চোখ রাখুন ৫টি কারণে
RR vs MI: রোহিত ব্যর্থ, পোলার্ডের অবদান নাম মাত্র, তবু শাপমুক্তি মুম্বইয়ের, কোন পথে এল প্রথম জয়, চোখ রাখুন ৫টি কারণে
ব্যাট হাতে ডাহা ফেল রোহিত শর্মা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক। তবু রাজস্থানকে হারিয়ে শাপমুক্তি ঘটে মুম্বই ইন্ডিয়ান্সের। টানা ৮ ম্যাচে হারের পরে অবশেষে IPL 2022-এ প্রথম জয় তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। দেখে নেওয়া যাক মুম্বইয়ের প্রথম জয়ের পিছনে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
1/5রোহিত শর্মা যথারীতি ব্যাট হাতে ব্যর্থ হন। যদিও ক্যাপ্টেন্সির ক্ষেত্রে দৃঢ়তা দেখান হিটম্যান। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাপ্টেনের কিছু সিদ্ধান্ত ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলে। তবে রাজস্থানকে মুম্বই ইন্ডিয়ান্সের হারানোর পিছনে সব থেকে বড় কারণ রোহিতদের চাপমুক্ত হয়ে মাঠে নামা। প্লে-অফের আশা শেষ। তাই হারানোর কিছু নেই। কিছুটা খোলা মনেই মাঠে নামে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যার ফল মেলে ম্যাচে। তাছাড়া ক্যাপ্টেনের জন্মদিন জয় দিয়ে স্মরণীয় করে রাখার তাগিদও এক্ষেত্রে উদ্দীপ্ত করতে পারে মুম্বই তারকাদের।
2/5মুম্বইকে চলতি আইপিএলে প্রথম জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন সূর্যকুমার যাদব। তিনি ব্যাট হাতে যথারীতি ধারাবাহিকতা বজায় রাখেন। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে সূর্যকুমারই রোহিতদের জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫১ রান করেন তিনি।
3/5পরিবর্ত ক্রিকেটার হিসেবে মুম্বই স্কোয়াডে ঢোকা কুমার কার্তিকেয়াও মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুেল নেন তিনি। রাজস্থানকে নাগালের মধ্যে বেঁধে রেখে বোলাররাই মুম্বইয়ের জয়ের সম্ভাবনা তৈরি করেন। মুম্বইয়ের হয়ে অভিযেক ম্যাচে কার্তিকেয়া দলের হয়ে সব থেকে কৃপণ বোলিং করেন। দুর্দান্ত বোলিং করেন রিলি মেরেডিথ। তিনি ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। হৃত্বিক শোকিন তুলনায় রান খরচ করলেও ২টি মূল্যবান উইকেট তুলে নেন। বুমরাহ উইকেট পাননি বটে, তবে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৭ রান।
4/5ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখেন তিলক বর্মাও। তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ গড়েন। শেষমেশ ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন তিলক। মুম্বইয়ের জয়ে তৃতীয় উইকেটের জুটিতে এই পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
5/5তাও রান তাড়া করতে নেমে শেষের দিকে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। শেষবেলায় ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে অপরাজিত ২০ রান করে টিম ডেভিডই মুম্বইকে জয়ের পথে এগিয়ে দেন। নাহলে কায়রন পোলার্ডকেও তেমন আত্মবিশ্বাসী দেখায়নি। পোলার্ড ১৪ বলে ১০ রান করে আউট হন।