শুরু থেকে একটানা ৮ ম্যাচে হারের পরে অবশেষে স্বস্তি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার পরে হাঁফ ছেড়ে বাঁচলেন মুম্বই ইন্ডিয়ান্স দলনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে এতদিন ম্যাচের শেষে ক্রমাগত হারের কারণ ব্যাখ্যা করে গিয়েছেন। তবে এই প্রথমবার কোন কোন গেমপ্ল্যান কার্যকরী হয়ে দাঁড়িয়েছে, তার বর্ণনা দিলেন হিটম্যান।
প্রথম জয় তুলে নেওয়ার পরে সঠিক কম্বিনেশের কথা শোনা গেল রোহিতের মুখে। দলের প্রত্যেককেই কৃতিত্ব দিলেন রাজস্থানকে হারানোর জন্য। তবে বোলারদের কথা আলাদা করে উল্লেখ করতে ভোলেননি তিনি। বিশেষ করে হৃত্বিক শোকিনের জন্যই যে রাজস্থান রয়্যালস আরও ১০-১৫ রান যোগ করেত পারেনি তাদের ইনিংসে, সেটা আলাদা করে চিহ্নিত করেন মুম্বই ক্যাপ্টেন।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘ বাটলার যখন পুরোপুরি সেট, তখন শোকিনকে বল করতে পাঠানো সাহসী সিদ্ধান্ত ছিল। ও হয়ত কয়েকটা ছক্কা হজম করেছে। তবে শেষেমেশ বাটলারের উইকেটটিও তুলে নেয় ও। সেকারণেই রাজস্থানকে আরও ১০-১৫ রান কমে আটকে রাখা গিয়েছে।’
উল্লেখ্য, হৃত্বিক শোকিন নিজের প্রথম ২ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। পরে ইনিংসের ১৬তম ওভারে তাঁকে পুনরায় বল করতে পাঠান রোহিত। বাটলার তখন ৪৩ রানে অপরাজিত ছিলেন। ওভারের প্রথম চারটি বলে হৃত্বিককে পরপর ৪টি ছক্কা মারেন বাটলার। শেষ বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন রাজস্থান ওপেনার। শোকিন শেষমেশ ৩ ওভারে ৪৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।