বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs MI: টানা ৮ ম্যাচে হারের পরে প্রথম জয়, বাবরের করাচি কিংসের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে রোহিতদের IPL 2022 অভিযান

RR vs MI: টানা ৮ ম্যাচে হারের পরে প্রথম জয়, বাবরের করাচি কিংসের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে রোহিতদের IPL 2022 অভিযান

রোহিত শর্মা ও বাবার আজম। ছবি- আইপিএল/পিসিবি।

কাকতলীয়ভাবে করাচি কিংসকে অনুসরণ করার প্রবণতা যদি বজায় থাকে, তবে মুম্বই শিবিরের স্বস্তির রেশ কাটতে পারে ঠিক পরের ম্যাচেই। রোহিতরা ছবিটা বদলাতে পারেন কিনা, সেটাই হবে দেখার।

হুবহু একই পথে হাঁটছে মুম্বই ইন্ডিয়ান্স। গত পাকিস্তান সুপার লিগে পাক দলনায়ক বাবর আজমের করাচি কিংসের যেরকম দুরবস্থা দেখা গিয়েছিল, চলতি আইপিএলে অবিকল সেরকমই ছবি ধরা পড়েছে মুম্বই শিবিরে। টানা ৮ ম্যাচে হারের পরে বাবরের করাচি যেমন প্রথম জয়ের মুখ দেখে, ঠিক তেমনই রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সও টানা ৮ ম্যাচে পরাজিত হওয়ার পরে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিতে সক্ষম হয়।

এমন প্রবণতা যদি বজায় থাকে, তবে রাজস্থানকে হারিয়ে মুম্বই শিবিরের স্বস্তির হাওয়া কতদিন স্থায়ী হবে সন্দেহ। কেননা নবম ম্যাচে প্রথম জয়ের মুখ দেখার পরে পুনরায় পরাজয়ের আঙিনায় ফেরেন বাবররা। এক্ষেত্রে করাচির মতোই মুম্বই ইন্ডিয়ান্সও ফের হারের রাস্তায় ফেরে কিনা, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

আরও পড়ুন:- MI vs RR: রোহিতের জন্মদিনে অবশেষে জয়ের মুখ দেখল মুম্বই, তবে বড় দেরী করে

তাছাড়া করাচির মতোই লিগ টেবিলের একেবারে শেষ থাকার ছবিটাও হুবহু মিলে যাচ্ছে মুম্বইয়ের। টুর্নামেন্টের ১০টি লিগ ম্যাচের মধ্যে একটি মাত্র জয় নিয়েই পিএসএল অভিযান শেষ করতে হয় বাবরদের। রোহিতদের হাতে রয়েছে আরও ৫টি লিগ ম্যাচ। রাজস্থানকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে মুম্বই নিজেদের অবস্থান তুলনায় ভালো করতে পারে কিনা, সেটাই হবে দেখার।

আরও পড়ুন:- RR vs MI: রোহিত ব্যর্থ, পোলার্ডের অবদান নাম মাত্র, তবু শাপমুক্তি মুম্বইয়ের, কোন পথে এল প্রথম জয়, চোখ রাখুন ৫টি কারণে

উল্লেখ্য, শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে রাজস্থান ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে মুম্বই ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন