বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs RCB IPL Match LIVE: ৫৯ রানেই শেষ রাজস্থানের ইনিংস, ১১২ রানে জিতল RCB
সঞ্জু স্যামসনকে আউট করার পরে RCB- সেলিব্রেশন (AP)

RR vs RCB IPL Match LIVE: ৫৯ রানেই শেষ রাজস্থানের ইনিংস, ১১২ রানে জিতল RCB

প্লে অফ রেসে থাকার জন্য, আইপিএল ২০২৩ এর ৬০ তম ম্যাচটি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল। রাজস্থানকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছিল আরসিবি। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল। এর জাবাবে ৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস।

এই ম্যাচে বড় জয় পায় RCB. এই জয়ের ফলে পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে ব্যাঙ্গালোর। এদিনের হারের ফলে RR এর প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেল।

14 May 2023, 06:32:27 PM IST

১১২ রানে জিতল RCB

প্লে অফ রেসে থাকার জন্য, আইপিএল ২০২৩ এর ৬০ তম ম্যাচটি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল। রাজস্থানকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছিল আরসিবি। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল। এর জাবাবে ৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস।

14 May 2023, 06:23:34 PM IST

আউট কেএম আসিফ

করণ শর্মার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কেএম আসিফ। এর ফলে ৫৯ রানেই শেষ RR ইনিংস। মোট ১১২ রানে জিতল RCB.

14 May 2023, 06:20:48 PM IST

বোল্ড জাম্পা

করণ শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অ্যাডাম জাম্পা। ৬ বলে ২ রান করলেন অজি বোলার।

14 May 2023, 06:19:55 PM IST

৯ ওভার শেষে RR স্কোর ৫৯/৮

RCB জয় শুধু এখন সময়ের অপেক্ষা। ১০ ওভারে ৫৯ রানে ৮ উইেকট হারিয়েছে RR.

14 May 2023, 06:19:02 PM IST

আউট হেতমায়ের

১৯ বলে ৩৫ রান করে আউট হলেন শিমরন হেতমায়ের। রাজস্থান একেবারে খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে। 

14 May 2023, 06:13:47 PM IST

৯ ওভার শেষে RR স্কোর ৫৬/৭

ব্রেসওয়েল এই ওভার দিলেন ৬ রান। এই মুহূর্তে ম্যাচের রাশ সম্পূর্ণ নিজেদের হাতে রেখেছে RCB.

14 May 2023, 06:10:09 PM IST

৮ ওভার শেষে RR স্কোর ৫০/৭

ফাইট ব্যাক করার চেষ্টা করল রাজস্থান রয়্যালস। করণ শর্মার ওভারে ১৯ রান নিল, তবে ওভারের শেষ বলে রান আউট হয়ে যান অশ্বিন।  

14 May 2023, 06:04:15 PM IST

আউট ধ্রুব জুরেল

সাত বলে এক রান করে ব্রেসওয়েলের বলে লোমরোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ধ্রুব জুরেল। ৩১ রানে ৬ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।

14 May 2023, 06:00:52 PM IST

৬ ওভার শেষে RR স্কোর ২৮/৫

শেষ হল পাওয়ার প্লে, ৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২৮ রান। তবে তারা পাঁচটা উইকেট হারিয়েছে। ফলে বলা যেতে পারে বিরাট কোহলিরা এখন ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছে।

14 May 2023, 05:58:12 PM IST

আউট হলেন রুট

ফের সাফল্য পেলেন ওয়েন পার্নেল। এবার তিনি রুটের শিকার করলেন। ১৫ বলে ১০ রান করে LBW হলেন রুট। ২৮ রানের মধ্যে পাঁচ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।

14 May 2023, 05:53:24 PM IST

৫ ওভার শেষে RR স্কোর ২৬/৪

পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে চাপে রাজস্থান রয়্যালস। মাঠে এখন হেতমায়ের ও রুট ব্য়াট করছেন।

14 May 2023, 05:51:28 PM IST

আউট দেবদূত পাডিক্কাল

চর বলে চার রান করে সাজঘরে ফিরলেন পাডিক্কাল। এবারউইকেট পেলেন মাইকেল ব্রেসওয়েল। সিরাজ ক্যাচ নিয়ে পাডিক্কালকে আউট করলেন।

14 May 2023, 05:47:16 PM IST

৪ ওভার শেষে RR স্কোর ১৯/৩

ওয়েন পার্নেলের এই ওভারে তিন রান নিল রাজস্থান। রুট ও পাডিক্কাল কী করেন সেটাই দেখার।

14 May 2023, 05:43:01 PM IST

৩ ওভার শেষে RR স্কোর ১৬/৩

জো রুট সাত বলে ৬ রান করে খেলছেন। বড় পরীক্ষার সামনে দেবদূত পাডিক্কালরা। এই ওভারে পাঁচ রান নিল রাজস্থান।

14 May 2023, 05:38:31 PM IST

২ ওভার শেষে RR স্কোর ১১/৩

সঞ্জু আউট হতে মাঠে নামেন দেবদূত পাডিক্কাল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামেন তিনি। এই ওভারে দু উইকেট হারিয়ে ছয় রান নেয় রাজস্থান।

14 May 2023, 05:36:04 PM IST

আউট হলেন সঞ্জু

ওয়েন পার্নেলের বলে আউট হলেন সঞ্জু স্যামসন। সাত রামের মধ্যে তিন উইকেট হারাল রাজস্থান। পার্নেলের বলে রাওয়াতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সঞ্জু।

14 May 2023, 05:32:43 PM IST

আউট বাটলার

যশস্বীর পরে আউট বাটলার। জোস বাটলারও রানেক খাতা না খুলেই সাজঘরে ফিরলেন। ওয়েন পার্নেলের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। 

14 May 2023, 05:29:39 PM IST

প্রথম ওভার শেষে RR স্কোর ৫/১

দারুণ একটা ওভার করলেন মহম্মদ সিরাজ। মাত্র পাঁচ রান দিয়ে নিলেন একটি উইকেট। এই ওভারের শেষ বলে একটি ছক্কা মারেন সঞ্জু স্যামসন।

14 May 2023, 05:25:27 PM IST

আউট যশস্বী

২ বল খেলে শূন্য রান করে আউট হলেন যশস্বী জসওয়াল। সিরাজের বলে কোহলির হাতে ক্যাচ দিলেন যশস্বী।

14 May 2023, 05:23:30 PM IST

দীনেশের জায়গায় মাঠে শাহবাজ

দীনেশ কার্তিকের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে এলেন শাহবাজ আহমেদ। ফলে অনুজ রাওয়াত কিপিং করছেন।

14 May 2023, 05:11:21 PM IST

রাজস্থান রয়্যালসের লক্ষ্য ১৭২ রান

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ওভারে শেষ তিন বলে অনুজ রাওয়াত যেভাবে ৬,৬,৪ মারলেন তাতে ম্যাচের ছবিটা বদলে গেল। এবার লড়াইটা জমে গেল। 

14 May 2023, 05:08:08 PM IST

২০ ওভার শেষে RCB স্কোর ১৭১/৫

কেএম আসিফ ইনিংসের শেষ ওভারটি করলেন। তবে শেষ ওভারে ১৮ রান করল RCB. অনুজ রাওয়াত ১১ বলে ২৯ রানের ইনিংস খেললেন। রাজস্থানের সামনে এবার ১৭২ রানের লক্ষ্য। এই ওভারে আসিফ খরচ করলেন ১৮ রান।

14 May 2023, 05:02:34 PM IST

১৯ ওভার শেষে RCB স্কোর ১৫৩/৫

এই ওভারের শেষে ১৫০ টপকাল RCB. এই ওভারে বল করে যুজবেন্দ্র চাহাল দিলেন ১০ রান। নিজের চার ওভারের স্পেল শেষ করলেন চাহাল। ৩৭ রান দিলেও এদিন তিনি একটিও উইকেট পেলেন না।

14 May 2023, 04:58:55 PM IST

১৮ ওভার শেষে RCB স্কোর ১৪৩/৫

এই ওভারে একটি উইকেট শিকার করে ৮ রান দিলেন সন্দীপ শর্মা। নিজের চার ওভারের স্পেল শেষ করলেন সন্দীপ। ৩৪ রান দিয়ে একটি উইকেট শিকার করলেন সন্দীপ শর্মা। 

14 May 2023, 04:56:29 PM IST

আউট ম্যাক্সওয়েল

সন্দীপ শর্মার বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিনের ইনিংসে তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।

14 May 2023, 04:54:04 PM IST

১৭ ওভার শেষে RCB স্কোর ১৩৫/৪

চাহালের এই ওভারে ১২ রান নিল RCB. ম্যাক্সওয়েল ৩১ বলে ৫৩ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েল চার বলে ৩ রান করে খেলছেন।

14 May 2023, 04:52:44 PM IST

ম্যাক্সওয়েলের পঞ্চাশ 

৩১ বলে নিজের পঞ্চাশ রান করলেন ম্যাক্সওয়েল। তিনটি ছক্কা ও পাঁচটি চার মারলেন তিনি। 

14 May 2023, 04:49:11 PM IST

১৬ ওভার শেষে RCB স্কোর ১২৩/৪

দারুণ একটা ওভার বল করলেন অ্যাডাম জাম্পা। দুটি উইকেট শিকার করার পাশাপাশি মাত্র তিন রান দিলেন তিনি। এর ফলে নিজের চার ওভারের স্পেল শেষ করলেন তিনি। ২ উইকেট নিয়ে দিলেন মাত্র ২৫ রান।

14 May 2023, 04:47:05 PM IST

আউট দীনেশ কার্তিক

রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন দীনেশ কার্তিক। জাম্পার বলে LBW আউট হন তিনি। প্রথমে আম্পায়ার তাঁকে আউট দেননি, তবে এরপরে DRS নিলে সফল হন জাম্পা ও সঞ্জু।

14 May 2023, 04:43:58 PM IST

ফের আউট

ফ্যাফ আউট হওয়ার কিছুক্ষণের পরেই আউট হলেন মহিপাল লোমরোর। এবার উইকেট শিকার করলেন অ্যাডাম জাম্পা। দারুণ একটা ক্যাচ নিলেন ধ্রুব জুরেল। ১৫.১ ওভারে RCB স্কোর ১২০/৩ রান।

14 May 2023, 04:41:50 PM IST

১৫ ওভার শেষে RCB স্কোর ১২০/২

কেএম আসিফের এই ওভারে আউট হলেন ফ্যাফ ডু প্লেসি। তবে এই ওভারে তিনি ১৩ রান খরচ করলেন। 

14 May 2023, 04:40:04 PM IST

আউট ফ্যাফ

ফের সফল কেএম আসিফ। বিরাট কোহলির পরে এবার ফ্যাফ ডুপ্লেসিকে আউট করলেন আসিফ। এবারও ক্যাচ নিলেন যশস্বী। ৪৪ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরলেন RCB ক্যাপ্টেন।

14 May 2023, 04:37:44 PM IST

ফ্যাফের অর্ধশতরান

৪১ বলে ৫১ রান করলেন ফ্যাফ ডু প্লেসি। কেএম আসিফের এই ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে এমনটা করেন তিনি। 

14 May 2023, 04:32:56 PM IST

১৪ ওভার শেষে RCB স্কোর ১০৭/১

অশ্বিনের এই ওভারে ৯ রান নিল ম্যাক্সওয়েল ও ফ্যাফ ডু প্লেসি। নিজের চার ওভারের স্পেল শেষ করলেন অশ্বিন। নির্ধারিত চার ওভার ৩৩ রান দিলেন অশ্বিন। 

14 May 2023, 04:30:22 PM IST

ফ্যাফ-ম্যাক্সওয়েলের ৫০ রানের জুটি

৩৯ বলে ৫০ রানের পার্টনারশিপ করল ফ্যাফ ও ম্যাক্সওয়েল। বিরাট কোহলি আউট হতেই ইনিংসের হাল ধরেছেন দুই তারকা।

14 May 2023, 04:29:19 PM IST

১৩ ওভার শেষে RCB স্কোর ৯৮/১

রানের গতিতে গিয়ার বদলাচ্ছে RCB. সন্দীপ শর্মার এই ওভারে ম্যাক্সওয়েল ২টি চার মারেন এবং মোট ১২ রান নেয় ব্যাঙ্গালোর।

14 May 2023, 04:23:35 PM IST

১২ ওভার শেষে RCB স্কোর ৮৬/১

রানে যেন ব্রেক কষে দিয়েছে রাজস্থানের বোলাররা। অশ্বিনের এই ওভারে মাত্র পাঁচ রান নিল RCB 

14 May 2023, 04:19:58 PM IST

১১ ওভার শেষে RCB স্কোর ৮১/১

কেএম আসিফের এই ওভারে মাত্র ৩ রান নিল ব্যাঙ্গালোর। সাবধানে খেলছেন ফ্যাফ-ম্যাক্সওয়েল।

14 May 2023, 04:15:14 PM IST

১০ ওভার শেষে RCB স্কোর ৭৮/১

আক্রমণে ফিরলেন অ্যাডাম জাম্পা। এই ওভারে একটি চার হজম করলেও মাত্র সাত রান দিলেন এই অজি বোলার।  

14 May 2023, 04:09:47 PM IST

৯ ওভার শেষে RCB স্কোর ৭১/১

আবার বল হাতে যুজবেন্দ্র চাহাল। ওভারের শেষ বলে চার মারেন ম্যাক্সওয়েল। ফলে এই ওভারে ১০ রান দেন চাহাল। ২৮ বলে ৩৫ করে খেলছেন ফ্যাফ এবং ম্যাক্সওয়েল ৭ বলে ১৫ রান করে খেলছেন।

14 May 2023, 04:05:34 PM IST

৮ ওভার শেষে RCB স্কোর ৬১/১

ফের অশ্বিনকে ফিরিয়ে আনা হয়। তবে এই ওভারে অশ্বিনকে ছক্কা মারেন ম্যাক্সওয়েল। ফলে এই ওভারে ১১ রান দেন অশ্বিন। 

14 May 2023, 04:04:11 PM IST

আউট বিরাট কোহলি

ফ্যাফ ডু প্লেসি আইপিএল চার হাজার রান পূর্ণ করার পরের বলেই আউট হলেন বিরাট কোহলি। জসওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান বিরাট। কোহলি আউট হওয়ার সময়ে RCB স্কোর ছিল ৫০ রান। 

14 May 2023, 04:01:14 PM IST

৭ ওভার শেষে RCB স্কোর ৫০/১

কেএম আসিফের এই ওভারে ফ্যাফকে রান আউট করার সহজ সুযোগ হারালেন যশস্বী জসওয়াল। তবে এই ওভারে বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে দেন আসিফ। জসওয়ালের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৮ রান করে আউট হন বিরাট কোহলি। আট রান দিয়ে ১ উইকেট নেন আসিফ।

14 May 2023, 03:55:23 PM IST

৬ ওভার শেষে RCB স্কোর ৪২/০

পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এলেন রবিচন্দ্রন অশ্বিন। চাহাল যেটা পারেননি সেটাই কি করে দেখাবেন অশ্বিন। এই ভাবনা থেকে বল করতে আসেন অশ্বিন। তবে উইকেট না পেলেও ওভারে মাত্র ৮ রান দিলেন অশ্বিন। এর ফলে পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম ছ ওভারে RCB তুলল ৪২ রান।

14 May 2023, 03:51:33 PM IST

৫ ওভার শেষে RCB স্কোর ৩৪/০

এবার বল হাতে বিরাটের সামনে দাঁড়ালেন যুজবেন্দ্র চাহাল। ফ্যাফ-কোহলির জুটি ভাঙার দায়িত্বে ছিলেন ডান হাতি লেগ ব্রেক বোলার। এই ওভারে তিনি দিলেন মাত্র পাঁচ রান।

14 May 2023, 03:47:45 PM IST

চার ওভার শেষে RCB স্কোর ২৯/০

পাওয়ার প্লের মাঝেই দ্বিতীয় ওভার বল করতে এলেন অ্যাডাম জাম্পা। তবে এই ওভারে তিনি ১২ রান দিলেন। ফ্যাফ এই ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকালেন। 

14 May 2023, 03:44:56 PM IST

৩ ওভার শেষে RCB স্কোর ১৭/০

ধীরে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ বলে ১১ রান করে খেলছেন বিরাট কোহলি, ফ্যাফ করেছেন ৮ বলে ৫ রান। জাম্পা ২ ওভারে ১৪ রান দিয়েছেন এবং জাম্পা ৩ রান দিয়েছেন।

14 May 2023, 03:41:07 PM IST

প্রথম ২ ওভারে হল ১২ রান

প্রথম দুই ওভারে কোনও উইকেট না হারিয়ে হল ১২ রান। শুরুটা মন্থরই করেছে ব্যাঙ্গালোর। ফ্যাফ ৬ বলে ৩ করেছেন। ৬ বলে ৯ করেছেন বিরাট কোহলি।

14 May 2023, 03:32:24 PM IST

ব্যাটিং শুরু আরসিবি-র

রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই ওপেনার ফ্যাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলি ব্যাট করতে নেমেছেন। বল হাতে ওপেন করেছেন রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা।

14 May 2023, 03:11:42 PM IST

দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ:

বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, হার্ষাল প্যাটেল, করণ শর্মা, মহম্মদ সিরাজ।

14 May 2023, 03:11:42 PM IST

দেখে নিন রাজস্থান রয়্যালসের একাদশ:

যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটকিপার), জো রুট, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, কেএম আসিফ।

14 May 2023, 03:02:27 PM IST

টস জিতল RCB

এদিন কয়েন টস করেন সঞ্জু স্যামসন। এদিনের টস জেতেন RCB অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এদিনের টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিলেন ফ্যাফ। ফলে রাজস্থান রয়্যালসকে প্রথমে ফিল্ডিং করতে দেখা যাবে। 

14 May 2023, 02:59:37 PM IST

দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই-এর ফল

রাজস্থান এবং ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএলে এখনও পর্যন্ত ২৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে RCB জিতেছে ১৪টি ম্যাচে এবং রাজস্থান জিতেছে ১২ বার। সেখানে ৩টি ম্যাচ নিষ্পত্তি হয়নি। শেষ ৫ ম্যাচের কথা বললে, বেঙ্গালুরু জিতেছে তিনটি ম্যাচে আর রাজস্থান রয়্যালস জিতেছে দুবার। 

14 May 2023, 02:54:25 PM IST

দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য দ্বাদশ:

ইমপ্যাক্ট প্লেয়ার সহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত/শাহবাজ আহমেদ, কেদার যাদব, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, জোশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

14 May 2023, 02:54:25 PM IST

দেখে নিন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ:

ইমপ্যাক্ট প্লেয়ার সহ রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটকিপার), জো রুট, দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, কেএম আসিফ।

14 May 2023, 02:53:02 PM IST

HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত

প্লে-অফ রেসে টিকে থাকার জন্য আইপিএল ২০২৩-এর ৬০ তম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যে দল এই ম্যাচে হারবে, সামনের যাত্রা তাদের জন্য খুবই কঠিন হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও ১৪ বার এসেছেন দার্জিলিঙে, কতটা পালটেছে ‘পাহাড়ের রানি’? ভোটের আগে শুনল HT বাংলা এই বছর প্রথম T20 WC-এ অংশ নেবে উগান্ডা, কোচ করা হল ভারতের প্রাক্তনীকে কলকাতা হাইকোর্ট কিনে নিয়েছে বিজেপি, বিচারব্যবস্থাকে ফের বেলাগাম আক্রমণ মমতার মঞ্চে ভাষণের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন নিতিন গডকরি! গরমে ভোট প্রচারের সময় অসুস্থতা লালুর জামাইকে টিকিট দিয়েও সিদ্ধান্ত বদল সপার! কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব আমিরের ৩ নম্বর বিয়েটা কবে, প্রশ্ন কপিলের! জবাব মিস্টার পারফেকশনিস্টের ‘‌দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’‌, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.