বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ক্যাপ্টেন থেকে জলবাহক, ডেভিড ওয়ার্নারের ৫টি সর্বকালীন রেকর্ড ভুলে গেল SRH!

ক্যাপ্টেন থেকে জলবাহক, ডেভিড ওয়ার্নারের ৫টি সর্বকালীন রেকর্ড ভুলে গেল SRH!

জলবাহকের ভূমিকায় ওয়ার্নার। ছবি- টুইটার।

শেষ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেও বাদ পড়তে হয় ডেভিডকে।

ক্যাপ্টেন্সি থেকে ডেভিড ওয়ার্নারকে ছেঁটে ফেলার পরেই ইঙ্গিত মিলেছিল যে, পরের ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে অজি তারকাকে। সেই সম্ভাবনাই সত্যি হয় শেষমেশ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়ার্নারকে ছাড়াই দল নামায় হায়দরাবাদ।

সানরাইজার্সের ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি কম্বিনেশনের দোহাই দিয়ে জানিয়ে দেন যে, ওয়ার্নার এই ম্যাচে খেলছেন না। যদিও মাঠে নামা থেকে আটকানো যায়নি ডেভিডকে।

ওয়ার্নার দলের পারফর্ম্যান্সকে সবসময় ব্যক্তিগত স্বার্থের আগে রাখেন। একজন যথাযথ টিম ম্যান হিসেবে পরিচিত ওয়ার্নার এই ম্যাচের স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময় সতীর্থদের জন্য জল নিয়ে মাঠে নামেন।

ক্যাপ্টেন থেকে জলবাহকের ভূমিকায় ওয়ার্নারকে দেখে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। এমন ছবিকে হৃদয়বিদারক বলেই বর্ণনা করেন নেটিজেনরা। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে, সানরাইজার্স কি তবে ওয়ার্নারের পাঁচটি সর্বকালীন রেকর্ডের কথা ভুলে গেল?

১. হায়দরাবাদের হয়ে সবথেকে বেশি রান ডেভিড ওয়ার্নারের (৪০১২)।
২. হায়দরাবাদের হয়ে সেরা ব্যাটিং গড় ডেভিড ওয়ার্নারের (৫০.৭৮)।
৩. হায়দরাবাদের হয়ে সবথেকে বেশি ছক্কা মেরেছেন ওয়ার্নার (১৪৩)।
৪. হায়দরাবাদের হয়ে সবথেকে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকেছেন ওয়ার্নার (৪২)
৫. এক মরশুমে হায়দরাবাদের হয়ে সবথেকে বেশি রান করেছেন ওয়ার্নার (৮৪৮)। 

এমনটা নয় যে চলতি মরশুমে একেবারেই ফর্মে ছিলেন না ওয়ার্নার। বরং ৬টি ইনিংসে ওয়ার্নারের ব্যাক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩, ৫৪, ৩৬, ৩৭, ৬ ও ৫৭। শেষ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেও বাদ পড়তে হয় ডেভিডকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে চিনের সাংহাইতে, ঝড়-বৃষ্টির তাণ্ডব লালবাগচা রাজা দর্শনে শাহরুখ, কট্টরপন্থীরা লিখলেন,‘আপনি মুসলিম বলেই তো মনে হয় না' অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে বাংলাদেশকে হারাতে নেটে বিশেষ অস্ত্রে শান দিলেন রোহিত, ব্যবহার করবেন ম্যাচে? 'মনে হয় আমি প্রমাণ করে দিয়েছি',ODI সিরিজ শুরুর আগে নতুন অধিনায়ককে বার্তা লিয়ামের সন্দীপের পলিগ্রাফে আরও ঘনীভূত রহস্য, ঠিক কী তথ্য গোপন করছেন ধন্ধে সিবিআই কন্যায় সূর্যের প্রবেশে বহু রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে! লাকি কারা? মমতার বিরুদ্ধে কুৎসা যারা করছে, তাদের ঝাঁটা পেটা করার নিদান মালদার TMC নেত্রীর ‘‌দুপক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক’‌, নম্র আবেদন নির্যাতিতার বাবা–মার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.