ব্যাটিং সহায়ক পিচে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালাচ্ছিলেন জোস বাটলার, তাতে জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যক্তিগত শতরান কার্যত বাঁধা দেখাচ্ছিল রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকার। যদিও শেষমেশ তিন অঙ্কের রানে পৌঁছনো সম্ভব হয়নি তাঁর পক্ষে। এক্ষেত্রে ভুবনেশ্বর কুমার বাটলারের মুখের গ্রাস ছিনিয়ে নেন বলা চলে।
জয়পুরে যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে রাজস্থান রয়্যালসকে শক্ত ভিতে বসিয়ে দেন বাটলার। পরে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে সেই ভিতে বড় রানের ইমারত গড়ার কাজে মন দেন তিনি। বাটলার ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে ১৮.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ভুবনেশ্বর কুমারের নিখুঁত ইয়র্কারে ধরাশায়ী হন বাটলার। বল ঠিক স্টাম্পের সামনে ব্যাটসম্যানের পায়ে লাগলেও ফিল্ড আম্পায়ার সকলকে অবাক করে ব্রিটিশ তারকাকে নট-আউট ঘোষণা করেন। তাঁর আবেদন নাকচ হওয়া মাত্রই ভুবনেশ্বর বিন্দু মাত্র সময় নষ্ট না করে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। তিনি তড়িঘড়ি রিভিউয়ের আবেদন জানান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, ভুবনেশ্বরের সেই ডেলিভারিতে বল গিয়ে লাগত লেগ-স্টাম্পে। ফলে আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদল করতে হয়।
বাটলার ব্যক্তিগত ৯৫ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন। ৫৯ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। রাজস্থান দলগত ১৯২ রানের মাথায় ২ উইকেট হারায়। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
রাজস্থান রয়্যালস ২ উইকেটে ২১৪ রানের বিশাল ইনিংস গড়েও ম্যাচ জিততে পারেনি। শেষ বলের থ্রিলারে তারা ম্যাচ হারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। সানরাইজার্স ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলে ম্যাচ জেতে।
যদিও এক্ষেত্রে জেতা ম্যাচ হাতছাড়া হয় রয়্যালসের। শেষ বলে সন্দীপ শর্মা ওভার-স্টেপ না করলে ৪ রানে ম্য়াচ জিতে মাঠ ছাড়ত রাজস্থান। তবে সন্দীপের নো-বলের মাশুল দিয়ে তারা ম্যাচ হারে ৪ উইকেটের ব্যবধানে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।