বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সন্দীপের নো-বলে বাটলার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান ক্রস করেন, তবু শেষ বলে সামাদ কেন স্ট্রাইকে ছিলেন?

সন্দীপের নো-বলে বাটলার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান ক্রস করেন, তবু শেষ বলে সামাদ কেন স্ট্রাইকে ছিলেন?

জয়ের পরে উচ্ছ্বসিত সামাদরা। ছবি- বিসিসিআই।

Rajasthan Royals vs Sunrisers Hyderabad IPL 2023: জয়পুরে সন্দীপের নো-বলে আউট হয়েও বেঁচে যাওয়া আব্দুল সামাদ শেষ বলে ছক্কা মেরে ম্য়াচ জেতান হায়দরাবাদকে। প্রশ্ন উঠছে, ব্য়াটসম্যানরা নিজেদের মধ্যে ক্রস করলে শেষ বলে মারকো জানসেন কেন ব্যাট করেননি? নিয়ম কী বলছে?

জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের শেষ ওভারে চূড়ান্ত নাটকের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল সানরাইজার্সের। সন্দীপের শেষ বলে লং-অফ ফিল্ডার জোস বাটলারের হাতে ধরা পড়েন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ফলে রাজস্থান ৪ রানে ম্য়াচ জিতেছে বলে জয়পুরে কার্যত উৎসব শুরু হয়ে যায়। হঠাৎই নো-বলের সাইরেন বেজে ওঠায় থমকে যায় গ্যালারির সেই উচ্ছ্বাস।

সন্দীপ শর্মা ওভার-স্টেপে নো-বল করায় আউট হয়েও বেঁচে যান সামাদ। পরিবর্তিত পরিস্থিতিতে শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিল হায়দরাবাদের। সন্দীপ পুনরায় শেষ বল করলে সামাদ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সানরাইজার্সকে। এক্ষেত্রে হায়দরাবাদের জয়ের সঙ্গে সঙ্গে একটি বিতর্কেরও সূত্রপাত হয়ে যায় সোয়াই মান সিংহ স্টেডিয়ামে।

ধারাভাষ্যকাররাই উত্থাপন করেন এমন এক প্রসঙ্গ, যা ক্রিকেটের বিশেষ এই নিয়ম নিয়ে সাধারণ অনুরাগীদের মধ্যে সংশয় তৈরি করতে পারে। আসলে সন্দীপের নো-বলে সামাদ বাটলারের হাতে ধরা পড়ার আগে দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে প্রান্তবদল করেছিলেন কিনা, সে বিষয়েই দেখা দেয় সংশয়।

প্রথমত প্রশ্ন ওঠে যে, যদি সামাদ ও নন-স্ট্রাইকার ব্যাটসম্যান মারকো জানসেন নিজেদের মধ্যে ক্রস করে থাকেন, তবে সন্দীপ পুনরায় শেষ বল করার সময় কি সামাদের স্ট্রাইকে থাকা উচিত ছিল? মারকো জানসেন কেন স্ট্রাইকে ছিলেন না সেই বিষয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।

দ্বিতীয়ত, যদি ব্যাটসম্যানরা নো-বলে প্রান্তবদল করে থাকেন, তবে বাড়তি এক রান দলের খাতায় যোগ হওয়া উচিত ছিল কিনা, সে বিষয়েও দেখা দেয় সংশয়। সেক্ষেত্রে শেষ বলে জয় থেকে তিন রান দূরে থাকা উচিত ছিল হায়দরাবাদের।

আরও পড়ুন:- Virat vs Babar: প্রথম ১০০ ওয়ান ডে ম্যাচে রানের নিরিখে বাবরই সেরা, ধারেকাছেও নেই বিরাট, দেখুন তালিকা

কমেন্ট্রি বক্সে গ্রেম সোয়ান, রবিন উথাপ্পা, আকাশ চোপড়াদের আলোচনা শুনে বোঝা যায় যে, তাঁরাও এই বিষয়ে রীতিমতো সংশয়ে ছিলেন। যদিও নিয়ম মতো সামাদ ও জানসেন নিজেদের মধ্যে ক্রস করলেও শেষ বলে সামাদকেই ব্যাট করতে হতো।

ম্যাচের শেষে ব্রডকাস্টারদের আলোচনায় সামাদ জানান যে, বাটলারের হাতে যে বলে ধরা পড়েন, তাতে জানসেনের সঙ্গ ক্রস করেছিলেন তিনি। তবে আম্পায়ার নো-বল দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জানসেনকে বোলিং ক্রিজে ফিরতে বলেন। গ্যালারি থেকে তোলা এক দর্শকের ভিডিয়োতেও দেখা যায় যে, আম্পায়ার ফ্রি-হিটের সংকেত দেওয়ার আগে তড়িঘড়ি বোলিং ক্রিজে ফেরেন জানসেন।

এক আইপিএল আম্পায়ার অবশ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এবিষয়ে নিয়ম স্পষ্ট করে জানিয়েছেন যে, সামাদরা তড়িঘড়ি নিজেদের প্রান্তে ফিরলেন কিনা, তাতে কিছু যায় আসে না। আসলে নিয়ম মতো সেই বলে রান নিলেও তা গ্রাহ্য হতো না। সামাদকেই ব্যাট করতে হতো, ঠিক যেমনটা তিনি শেষ বলে স্ট্রাইকে ছিলেন।

আরও পড়ুন:- RR vs SRH: শেষ ওভারে চূড়ান্ত নাটক, সন্দীপের নো-বলে রাজস্থানের জয়ের উচ্ছ্বাস বদলে গেল হারের বিষাদে

সংশ্লিষ্ট আম্পায়ারের কথায়, ‘সামাদদের দ্রুত নিজেদের প্রান্তে ফিরে যাওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটা নো-বল ছিল এবং ফিল্ডার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই সেটা ডেড-বল হয়ে যায়। নতুন নিয়ম অনুযায়ী যদি একটি আইনসিদ্ধ বলে ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্য়াটসম্যান প্রান্ত বদল করে থাকেন, তাহলেও নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে। একইভাবে নো-বলের ক্ষেত্রেও ফিল্ডার ক্যাচ ধরার আগে ব্যাটসম্যানরা প্রান্ত বদল করেছেন কিনা, তাতে কিছু যায় আসে না। নো-বল হওয়ার জন্য শুধু এক রান অতিরিক্ত মিলবে। ব্যাটসম্যানরা প্রান্ত বদল করলেও আর কোনও রান পাওয়া যাবে না এবং আগের ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বলিউডের নামী বাঙালি গায়িকা, পান জাতীয় পুরস্কার,মায়ের কোলে এই খুদে শিল্পীকে চিনুন কন্যা সন্তানের 'D' দিয়ে শুরু ট্রেন্ডি নামের লিস্ট ‘আমাদের প্রত্যাশা বাংলাদেশ…’মানবাধিকার, জঙ্গি হানার আশঙ্কা নিয়ে মুখ খুলল আমেরিকা ভিডিয়ো- কুলদীপকে ধাক্কা দিয়ে ফেলে দেন পন্ত, মাটিতে লুটিয়ে পড়েন তারকা স্পিনার শনি অমাবস্যার দিনে করুন এই কাজ, পিতৃপুরুষের কৃপায় দূর হবে সংকট, ফিরবে সমৃদ্ধি ১০% DA বাড়ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের! মামলার মধ্যেই ঘোষণা নবান্নের, কবে? সুখবর, হোয়াটসঅ্যাপে আসছে মোশন ফিচার বাংলাকে বঞ্চিত করে বাংলাদেশের সঙ্গে চুক্তি নয়, তিস্তা-ফরাক্কা নিয়ে সরব ঋতব্রত প্রতিটি কামড়ে সুগন্ধ এবং স্বাদ, মোমো প্রেমীদের জন্য নিখুঁত এই ভেজ মোমো রেসিপি এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ছে, কবে থেকে কার্যকরী?

IPL 2025 News in Bangla

২টি ছক্কা মারার পরেই আউট স্টাবস! IPL 2025-এর নতুন নিয়মের কারণেই কি এমন হল? IPL 2025 অভিযান শুরুর আগে দেখুন শ্রেয়সদের পঞ্জাব কিংসের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি IPL 2025 শুরুর আগে ২১.১ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার রোহিতকেই ঠুকেছেন… সম্প্রতি নেতৃত্ব নিয়ে ধোনির মন্তব্য নিয়ে ঝড় নেটপাড়ায় ‘তাড়াতাড়ি পালা’, ইডেনে মাঠে ঢুকে পড়া ভক্তকে কী বলেন কোহলি, জানা গেল এতদিনে IPL 2025: LSG-র বিরুদ্ধে DC-র জয়ের আসল রহস্য কী? ডু প্লেসির গলায় লিগের নতুন নিয়ম হারতেই সোজা LSG-র সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর ‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.