বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সন্দীপের নো-বলে বাটলার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান ক্রস করেন, তবু শেষ বলে সামাদ কেন স্ট্রাইকে ছিলেন?

সন্দীপের নো-বলে বাটলার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান ক্রস করেন, তবু শেষ বলে সামাদ কেন স্ট্রাইকে ছিলেন?

জয়ের পরে উচ্ছ্বসিত সামাদরা। ছবি- বিসিসিআই।

Rajasthan Royals vs Sunrisers Hyderabad IPL 2023: জয়পুরে সন্দীপের নো-বলে আউট হয়েও বেঁচে যাওয়া আব্দুল সামাদ শেষ বলে ছক্কা মেরে ম্য়াচ জেতান হায়দরাবাদকে। প্রশ্ন উঠছে, ব্য়াটসম্যানরা নিজেদের মধ্যে ক্রস করলে শেষ বলে মারকো জানসেন কেন ব্যাট করেননি? নিয়ম কী বলছে?

জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের শেষ ওভারে চূড়ান্ত নাটকের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল সানরাইজার্সের। সন্দীপের শেষ বলে লং-অফ ফিল্ডার জোস বাটলারের হাতে ধরা পড়েন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ফলে রাজস্থান ৪ রানে ম্য়াচ জিতেছে বলে জয়পুরে কার্যত উৎসব শুরু হয়ে যায়। হঠাৎই নো-বলের সাইরেন বেজে ওঠায় থমকে যায় গ্যালারির সেই উচ্ছ্বাস।

সন্দীপ শর্মা ওভার-স্টেপে নো-বল করায় আউট হয়েও বেঁচে যান সামাদ। পরিবর্তিত পরিস্থিতিতে শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিল হায়দরাবাদের। সন্দীপ পুনরায় শেষ বল করলে সামাদ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সানরাইজার্সকে। এক্ষেত্রে হায়দরাবাদের জয়ের সঙ্গে সঙ্গে একটি বিতর্কেরও সূত্রপাত হয়ে যায় সোয়াই মান সিংহ স্টেডিয়ামে।

ধারাভাষ্যকাররাই উত্থাপন করেন এমন এক প্রসঙ্গ, যা ক্রিকেটের বিশেষ এই নিয়ম নিয়ে সাধারণ অনুরাগীদের মধ্যে সংশয় তৈরি করতে পারে। আসলে সন্দীপের নো-বলে সামাদ বাটলারের হাতে ধরা পড়ার আগে দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে প্রান্তবদল করেছিলেন কিনা, সে বিষয়েই দেখা দেয় সংশয়।

প্রথমত প্রশ্ন ওঠে যে, যদি সামাদ ও নন-স্ট্রাইকার ব্যাটসম্যান মারকো জানসেন নিজেদের মধ্যে ক্রস করে থাকেন, তবে সন্দীপ পুনরায় শেষ বল করার সময় কি সামাদের স্ট্রাইকে থাকা উচিত ছিল? মারকো জানসেন কেন স্ট্রাইকে ছিলেন না সেই বিষয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।

দ্বিতীয়ত, যদি ব্যাটসম্যানরা নো-বলে প্রান্তবদল করে থাকেন, তবে বাড়তি এক রান দলের খাতায় যোগ হওয়া উচিত ছিল কিনা, সে বিষয়েও দেখা দেয় সংশয়। সেক্ষেত্রে শেষ বলে জয় থেকে তিন রান দূরে থাকা উচিত ছিল হায়দরাবাদের।

আরও পড়ুন:- Virat vs Babar: প্রথম ১০০ ওয়ান ডে ম্যাচে রানের নিরিখে বাবরই সেরা, ধারেকাছেও নেই বিরাট, দেখুন তালিকা

কমেন্ট্রি বক্সে গ্রেম সোয়ান, রবিন উথাপ্পা, আকাশ চোপড়াদের আলোচনা শুনে বোঝা যায় যে, তাঁরাও এই বিষয়ে রীতিমতো সংশয়ে ছিলেন। যদিও নিয়ম মতো সামাদ ও জানসেন নিজেদের মধ্যে ক্রস করলেও শেষ বলে সামাদকেই ব্যাট করতে হতো।

ম্যাচের শেষে ব্রডকাস্টারদের আলোচনায় সামাদ জানান যে, বাটলারের হাতে যে বলে ধরা পড়েন, তাতে জানসেনের সঙ্গ ক্রস করেছিলেন তিনি। তবে আম্পায়ার নো-বল দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জানসেনকে বোলিং ক্রিজে ফিরতে বলেন। গ্যালারি থেকে তোলা এক দর্শকের ভিডিয়োতেও দেখা যায় যে, আম্পায়ার ফ্রি-হিটের সংকেত দেওয়ার আগে তড়িঘড়ি বোলিং ক্রিজে ফেরেন জানসেন।

এক আইপিএল আম্পায়ার অবশ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এবিষয়ে নিয়ম স্পষ্ট করে জানিয়েছেন যে, সামাদরা তড়িঘড়ি নিজেদের প্রান্তে ফিরলেন কিনা, তাতে কিছু যায় আসে না। আসলে নিয়ম মতো সেই বলে রান নিলেও তা গ্রাহ্য হতো না। সামাদকেই ব্যাট করতে হতো, ঠিক যেমনটা তিনি শেষ বলে স্ট্রাইকে ছিলেন।

আরও পড়ুন:- RR vs SRH: শেষ ওভারে চূড়ান্ত নাটক, সন্দীপের নো-বলে রাজস্থানের জয়ের উচ্ছ্বাস বদলে গেল হারের বিষাদে

সংশ্লিষ্ট আম্পায়ারের কথায়, ‘সামাদদের দ্রুত নিজেদের প্রান্তে ফিরে যাওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটা নো-বল ছিল এবং ফিল্ডার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই সেটা ডেড-বল হয়ে যায়। নতুন নিয়ম অনুযায়ী যদি একটি আইনসিদ্ধ বলে ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্য়াটসম্যান প্রান্ত বদল করে থাকেন, তাহলেও নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে। একইভাবে নো-বলের ক্ষেত্রেও ফিল্ডার ক্যাচ ধরার আগে ব্যাটসম্যানরা প্রান্ত বদল করেছেন কিনা, তাতে কিছু যায় আসে না। নো-বল হওয়ার জন্য শুধু এক রান অতিরিক্ত মিলবে। ব্যাটসম্যানরা প্রান্ত বদল করলেও আর কোনও রান পাওয়া যাবে না এবং আগের ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চিকিৎসক প্রার্থী ভোট প্রচার ফেলে দৌড়লেন হাসপাতালে! প্রাণ বাঁচালেন গর্ভবতীর কবে কলেজের ক্লাস শুরু হবে? উচ্চমাধ্যমিকের রেজাল্টের আগেই নির্দেশ এল UGC থেকে শনি দোষ ও ঋণ থেকে মুক্তি পেতে হনুমান জন্মোৎসবে করুন এই সহজ কাজ, মিটবে সব বাধা ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, গবেষক ছাত্রকে ২ বছরের জন্য সাসপেন্ড করল TISS কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত তামিলনাড়ুতে ১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ, পুনর্নির্বাচনের দাবি BJP সভাপতির ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, দেখুন ছবি সার্ফ জলে গুলে জ্যুস বানায় খুদে, ভিরমি খেলেন সৌরভ দাদাগিরিতে, মুখে দিলেন? বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে কোনও কথা খরচ করলেন না মুখ্যমন্ত্রী, নেপথ্য কারণ কী?‌

Latest IPL News

কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.