বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs SRH: নো-বলে স্বপ্নভঙ্গ, জিতেও জিতল না রাজস্থান, একটি ভুলেই হিরো থেকে মুহূর্তে ভিলেন সন্দীপ- ভিডিয়ো

RR vs SRH: নো-বলে স্বপ্নভঙ্গ, জিতেও জিতল না রাজস্থান, একটি ভুলেই হিরো থেকে মুহূর্তে ভিলেন সন্দীপ- ভিডিয়ো

সন্দীপের এই নো-বলের মাশুল দিতে হয় রাজস্থানকে। ছবি- টুইটার।

Rajasthan Royals vs Sunrisers Hyderabad IPL 2023: হেরে গিয়েছে ভেবে মাঠ ছাড়ার সময় হায়দরাবাদ হঠাৎই লাইফলাইন পেয়ে যায়। আব্দুল সামাদ দলকে জেতানোর সুযোগ হাতছাড়া করেননি। সন্দীপের ভুলের মাশুল দিয়ে জেতা ম্যাচ হেরে মাঠ ছাড়ে রাজস্থান।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঠিক একই পরিস্থিতি থেকে রাজস্থানকে ম্য়াচ জিতিয়ে নায়কের মর্যাদা পেয়েছিলেন সন্দীপ শর্মা। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দলকে জিতিয়ে দিয়েছিলেন প্রায়। তবে একটা নো-বলই হিসাবটা গোলমাল করে দেয় অভিজ্ঞ পেসারের। ফলে এবার তাঁকে ভিলেনে পরিণত হতে হয়।

রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল সিএসকের। ব্যাটসম্যান ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ বলে সন্দীপ শর্মা মাত্র ১ রান খরচ করেন এবং রাজস্থানের জয় নিশ্চিত করেন।

এবার রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচে জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল সানরাইজার্সের। সন্দীপের শেষ বলে লং-অফ ফিল্ডারের হাতে ধরা পড়েন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ফলে রাজস্থান ৪ রানে ম্য়াচ জিতেছে বলে জয়পুরে কার্যত উৎসব শুরু হয়ে যায়। হঠাৎই নো-বলের সাইরেন বেজে ওঠায় থমকে যায় সেই গ্যালারির সেই উচ্ছ্বাস।

সন্দীপ শর্মা ওভার-স্টেপে নো-বল করায় আউট হয়েও বেঁচে যান সামাদ। পরিবর্তিত পরিস্থিতিতে শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিল হায়দরাবাদের। সন্দীপ পুনরায় শেষ বল করলে সামাদ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সানরাইজার্সকে। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রাজস্থানকে।

আরও পড়ুন:- RR vs SRH: শেষ ওভারে চূড়ান্ত নাটক, সন্দীপের নো-বলে রাজস্থানের জয়ের উচ্ছ্বাস বদলে গেল হারের বিষাদে

সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই ম্যাচের শেষ ওভার ছিল অত্যন্ত নাটকীয়। জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিল হায়দরাবাদের। সন্দীপ শর্মার শেষ ওভারের গতিপ্রকৃতি ছিল এরকম-

১. প্রথম বলে আব্দুল সামাদের ক্যাচ ছাড়েন ওবেদ ম্যাককয়। জীবনদান পাওয়া ছাড়াও সামাদ ২ রান সংগ্রহ করেন।
২. দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আব্দুল।
৩. তৃতীয় বলে ২ রান নেন সামাদ।
৪. চতুর্থ বলে ১ রান নেন সামাদ।
৫. পঞ্চম বলে ১ রান নেন মারকো জানসেন।
৬. নো-বলে জীবনদান পান আব্দুল সামাদ। অর্থাৎ, অতিরিক্ত হিসেবে ১ রান উপহার পায় হায়দরাবাদ।
৭. সন্দীপ পুনরায় ষষ্ঠ বল করলে ছক্কা মারেন সামাদ।

আরও পড়ুন:- RR vs SRH: নিখুঁত ইয়র্কারের সঙ্গে নির্ভুল DRS, দেখুন কীভাবে বাটলারের নিশ্চিত শতরান কেড়ে নেন ভুবনেশ্বর- ভিডিয়ো

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১৪ রান সংগ্রহ করে। জোস বাটলার ৯৫ ও সঞ্জু স্যামসন ৬৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫৫ রান করেন অভিষেক শর্মা। যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট নেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৮০ কোটির ফ্ল্যাট জলের দরে বউকে বিক্রি রাজ কুন্দ্রার! ED-র নজরে শিল্পা শেট্টিও মা মেয়ে দুজনেই দক্ষ অভিনেত্রী, আবার আছে কাপুর পরিবারের সঙ্গে যোগ, চিনতে পারলেন? IPL 2024-এ বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন! ১ নম্বরে আছেন মাহি, তালিকায় কারা রয়েছেন ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! ইউভানের ক্ষেত্রে একাজ করেন একদিনে! তবে ইয়ালিনির জন্য এখনও করলেন না রাজ-শুভশ্রী সাত দিনে ৩ বার TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন 'আরও রিসার্চ...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের ‘‌কংগ্রেস রাজপুত্রের জন্য খুঁজতে হবে আরও একটি নিরাপদ আসন’‌, কটাক্ষ মোদীর প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস ফ্লন্ট, ডায়েটে ঘি-এর সঙ্গে আর কী খান, জানালেন সাবা বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইন মিলল দুধে! উদ্বেগের পারদ চড়িয়ে জানাল WHO

Latest IPL News

ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.