সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য শটে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কীভাবে ‘স্কাই’ সেই শটটা মেরেছেন, তা নিয়ে যেন কিছুটা দিশেহারাও হয়ে পড়েছিলেন। আর ওই অভাবনীয় শটের জন্য ম্যাচের পর সূর্যকুমারকে একেবারে প্রশংসায় ভরিয়ে দিলেন খোদ সচিন তেন্ডুলকর। তাঁর মতে, বিশ্বের খুব কম সংখ্যক ক্রিকেটার ওই শটটা মারতে পারবেন। সেইসঙ্গে কেন শটটা এতটা স্পেশাল, সেই ব্যাখ্যাও দেন ‘মাস্টার ব্লাস্টার’। যিনি সূর্যের ওই শটের সময় মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমেই বসেছিলেন। তাঁর প্রতিক্রিয়ার একটি ভিডিয়ো ভাইরালও হয়ে যায়।
শনিবার (ইংরেজি মতে) রাতে টুইটারে সচিন বলেন, ‘আজ সন্ধ্যার আকাশকে উজ্জ্বল করে তুলল সূর্যকুমার যাদব। পুরো ইনিংসেই ও দুর্দান্ত শট খেলেছে। তবে আমার চোখে যে শটটা লেগে আছে, সেটা মহম্মদ শামির বলে থার্ডম্যানের উপর দিয়ে ছক্কাটা। শটটা মারতে কোণ তৈরি করার জন্য ও যেভাবে ব্যাটটা খুলল এবং শটটা মারার সময় যে স্থিতিশীল থাকল, তা (অভূতপূর্ব)। বিশ্বের খুব বেশি সংখ্যক ব্যাটার ওই শটটা মারতে পারবে না।’
সূর্যের কোন শটে এতটা মুগ্ধ হয়েছেন সচিন?
শুক্রবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৪৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার। ১১ টি মার এবং ছ'টি ছক্কা মারেন। তবে ১৮.২ ওভারে শামির বলে যে ছক্কাটা মারেন, সেটা যাবতীয় শিরোনাম কেড়ে নিয়েছে। ওই ছক্কাটা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কীভাবে সূর্য ওই শটটা মারলেন, তা ভেবে উঠতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।
১৯ তম ওভারের দ্বিতীয় বলটা ফুল লেংথে করেন শামি। অফস্টাম্পের লাইনে পড়ে বলটা ভিতরের দিকে ঢুকে আসছিল। কিছুটা লেগসাইডে সরে যান মুম্বইয়ের তারকা ব্যাটার। তারপর কভার ড্রাইভ মারেন। আর কভার ড্রাইভটা 'কভার' দিয়ে যায়নি। বলটা থার্ডম্যানের বাউন্ডারির উপর দিয়ে গিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে। ওই শটের সম্ভবত কোনও ব্যাখ্যা খুঁজে পাননি সচিনও। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সূর্য কীভাবে শটটা মেরেছেন, তা নিজেকে বোঝানোর চেষ্টা করছেন কভার ড্রাইভের ‘ভগবান’।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)