চলতি আইপিএলের প্রায় অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে প্রায় সব দলেই। এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে, দিল্লি ক্যাপিটালস। তারা ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জিতেছে। এই দিল্লি দলের অন্যতম ক্রিকেটার ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব। একটা সময় তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে বর্তমানে ছন্দেই রয়েছেন তিনি। আইপিএলের আগে জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স করেন কুলদীপ।
আইপিএল খেলার জন্য কি দরকার সেই সম্পর্কে সচিন তেন্ডুলকর তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন। তা প্রকাশ্যে আনলেন। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’একটি অনুষ্ঠানে কুলদীপ তাঁর প্রিয় বন্ধু যুজবেন্দ্র চাহালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা খেলার বিষয়ে কিছু কথা, টিপস সহ এমন আরও অনেক কিছু বিষয়ে কথা বলেন।
প্রথম আইপিএলের দিনের একটি ঘটনা উল্লেখ করে কুলদীপ জানান, সচিন তাঁকে পরামর্শ দেন আইপিএল খেলতে গেলে লাইফ স্টাইল সম্পর্কে সতর্ক থাকতে হবে। এছাড়াও স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যতটা দরকার ততটাই বাইরে বেরোতে হবে।
কুলদীপ যাদব বলেন, 'আমাদের ২০১২ সালে অস্ট্রেলিয়ার একটি সিরিজ ছিল। সেই সময় আমার অভিজ্ঞতা ভালো ছিল না। সন্ধ্যাবেলায় আমরা নেট প্র্যাকটিস করি। সচিন সেই সময় ব্যাট করছিলেন আর আমি তাঁকে বোল্ড করে আউট করি।'
তিনি আরও বলেন, 'আমি ছোটবেলায় খুব খোলামেলা স্বভাবের ছিলাম। আমি সচিনকে বলেছিলাম আমার অভিজ্ঞতা ভালো নেই। তখন তিনি বলেন এটা কেবল শুরু। এছাড়াও তিনি আইপিএলের খেলার সময় লাইফ স্টাইল সম্পর্কে সচেতন থাকতে বলেন। সময়মতো ঘুমোতে, ভালো খাবার খেতে, এবং খুব বেশি বাইরে বেরোতে বারণ করেন।'
এই আলোচনাটি কিছুক্ষণ পরেই মজার দিকে মোড় নেয়। কারণ হোস্ট গৌরব কাপুর এই জুটিদের ভারতীয় ক্রিকেট দলের সেরা কে নাচতে পারে তা বাছতে বলেন। তারা তখন শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং শিখর ধাওয়ানের নাম দেন।
কুলদীপের কাছে যখন জানতে চাওয়া হয় তাদের নামকরণ 'কুল-চা' করা হয়েছে কেন। তখন তিনি জানান ২০১৮ সালে একটি সিরিজের সময় ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ তাদের নামের প্রথম অক্ষরগুলি নিয়ে এই নামটি দেন। সেই সময়ে কুলদীপের ছিল প্রথম বিদেশ সফর। সিরিজটা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেই সময়ে কুলদীপ ১৭ উইকেট নেন ও চাহল ১৬ উইকেট নেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।