আইপিএলের নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান। সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন ব্রিটিশ তারকা। ক্রিস মরিসের অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে কারানকে দলে নিল পঞ্জাব কিংস। এর আগে ২০২১ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল। সেটাই ছিল সর্বোচ্চ। এ বার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন স্যাম কারান।
শুধু কারান একা নন। ক্রিস মরিসকে ছাপিয়ে গিয়েছেন ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লক্ষতে তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এ দিকে বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নেয় ১৬.২৫ কোটিতে। ইংল্যান্ডের তারকাও স্পর্শ করে ফেলেন মরিসকে। এ ছাড়া নিকোলাস পুরান এ দিন বিক্রি হল ১৬ কোটিতে। তাঁকে কিনল লখনউ সুপার জায়ান্টস।
মরিসের ১৬.২৫ কোটি দাম ওঠার আগে, ২০১৬ সালে যুবাজ সিং-এর দাম উঠেছিল ১৬ কোটি। সেটাই বহু দিন আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। সেই রেকর্ড ২০২১ সালে ক্রিস মরিস ভাঙেন। আর ২০২৩ আইপিএলের নিলামে সব হিসেব ওএলটপাল্ট হয়ে গেল। তাও ২০২৩ সালেজ জন্য মিনি নিলাম হচ্ছে।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান এর আগে আইপিএলের দু’টি দলে (কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংস) খেলেছেন। ২০১৯ সালের নিলামে কিংস ইলেভেন পঞ্জাব স্যাম কারানকে ৭.২০ কোটি টাকায় কিনেছিল। ২০২০ সালের আইপিএলের নিলামের আগে পঞ্জাব তাঁকে রিলিজ করে দেয়। সেই সময় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস কিনে নেয় স্যাম কারানকে। ২০২১-এ সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম অবদান ছিল কারানের।
ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারান পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তাঁর জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন। তবে ২৪ বছরের তারকা কিন্তু ২০২২ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন। বাঁ-হাতি পেসার এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন। আর বিশ্বকাপে তাঁর দুরন্ত ছন্দই স্যাম কারানের দর বাড়িয়ে দেয় আইপিএলে। তাঁকে নেওয়া জন্য ঝাঁপিয়েছিল রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস- সব দলই। তবে শেষ বাজি মারে পঞ্জাব। তারা ২ কোটি বেস প্রাইসের কারানকে তুলে নেয় ১৮.৫০ কোটিতে। এর পরেই আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।