এবারের আইপিএল নিলামে সবাইকে চমকে দিয়েছে পঞ্জাব কিংস। নিলাম পর্ব শুরু হতে না হতেই চমকে দিয়েছে প্রীতি জিন্টার দল। পঞ্জাব কিংস ১৮.৫ কোটিতে কিনল স্যাম কারানকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন তিনি। এই প্রথম নয়, এর আগেও পঞ্জাব কিংসে খেলেছিলেন তিনি। ফের প্রীতির সংসারে ইংলিশ অলরাউন্ডার।
ফের পঞ্জাবে ফিরে আপ্লুত কারান। তিনি বলেন, ‘কিছু বছর আগে পঞ্জাবের হয়ে আমি প্রথম আইপিএল খেলি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মোহালি খুব ভালো স্টেডিয়াম। ওখানকার দর্শকদের আমার খুব ভালো লাগে। আশা করি আমার সহ খেলোয়াড়রা আমাকে সবরকমভাবে সাহায্য করবে। পুরনো দলে ফিরতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এই দলে আগে খেলায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না আমার।’
আইপিএলে ইতিহাস তৈরি করেছেন তিনি। কিন্তু সেই খবর নিজেই জানতেন না কারান। শুরুতে নিলামের অনুষ্ঠান দেখতেই পারেননি তিনি। সম্প্রচারকারী চ্যানেলটি তিনি তাঁর টিভিতে খুঁজে পাচ্ছিলেন না। ততক্ষণে পঞ্জাব কিনে নিয়েছে। পরে সেই খবর পান কারান।
ইংল্যান্ডের অরাউন্ডার বলেন, 'তখন সকাল ন'টা। সম্প্রচারকারী চ্যানেল খুঁজে পেতে আমাকে বেগ পেতে হয়েছে। ইংল্যান্ডে আইপিএল অকশন সম্প্রচারকারী চ্যানেলটি নেই। আমি আমার বান্ধবীর সঙ্গে বসে ছিলাম ওর বাবা অকশন দেখতে পেয়েছেন। তখন ওর বাবা আমাকে খবর দিল। কিন্তু প্রথমে বিশ্বাস করিনি। পরে দেখি সত্যি তাই। আমি অবাক হয়ে গিয়েছিলাম।'
তিনি আরও বলেন, ‘আমি উদ্বিগ্ন হয়ে মোবাইল বন্ধ রেখেছিলাম কারণ আমি ভাবছিলাম যে হয়তো সবার পরে আমি থাকতে পারি। তাই সামান্য একটু চিন্তাও হচ্ছিল, আমি দল পাব কিনা। যখন জানতে পারলাম তখন সত্যি খুব ভালো লাগছিল। আমি কল্পনাও করতে পারিনি।'
আরও পড়ুন:- আরও পড়ুন:- IPL Auction: দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেলেও মন খারাপ কেন বাংলার মুকেশের?
প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স স্যাম কারানকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। তারপর সদ্য পুরনো দল চেন্নাই সুপার কিংও বিড করেছিল। কিন্তু শেষ হাসি হাসে পাঞ্জাব। কারান বলেন, ‘আমাকে এত অর্থে নেওয়া হবে ভাবতেই পারিনি। পঞ্জাবের কাছে আমি কৃতজ্ঞ।’
স্যাম কারানের সঙ্গে নজর কেড়েছে অস্ট্রেলিয়ার নতুন মুখ ক্যামেরন গ্রিন। ১৭.৫ কোটি টাকায় তাকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। গ্রিন বলেন, ‘আমি সবসময় আইপিএলের বড় ভক্ত। এবং এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। আমি দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।