বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs GT: IPL-এ 'টেস্ট' খেললেন সৌরভের ভরসার পাত্র, কেন এরকম ইনিংস? দিলেন ব্যখ্যা

DC vs GT: IPL-এ 'টেস্ট' খেললেন সৌরভের ভরসার পাত্র, কেন এরকম ইনিংস? দিলেন ব্যখ্যা

সরফরাজ খান। ছবি- টুইটার 

৩৪ বলে ৩০ রান সরফরাজ খানের। টি-টোয়েন্টিতে যেন টেস্ট খেললেন। তবে রান তুলতে কোথায় সমস্যা তৈরি হয়েছিল, তা সামনে আনলেন দিল্লির এই ব্যাটার।

২০২৩ আইপিএলের প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ফলে ঘরের মাঠে প্রথম ম্যাচে জিততে মরিয়া দিল্লি ব্রিগেড। এদিন গুজরাট টাইটানস টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। শুরুটা বেশ ভালো করেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে মহম্মদ শামিও ওয়াইড বলে অতিরিক্ত রান দিতে থাকেন। চালকের আসনে চলে যায় দিল্লি।

আর তখই বড়সড় ঝটকা দেন ভারতীয় দলের সিনিয়র পেসার। পৃথ্বী শকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন শামি। এখানেই তিনি থেমে থাকেননি। সদ্য ব্যাট করতে নামা মিচেল মার্শকেও ফিরিয়ে দেন তিনি। পরপর দুই উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। এরপরই দলের হাল ধরতে ব্য়াট করতে নামেন সরফরাজ খান। ওয়ার্নারকে সঙ্গী করে ধীরে ধীরে দলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। ৩৪ বলে ৩০ রান করেন সরফরাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসাবে বেশি বল খেলেন তিনি। তবে পরিস্থিতি যা ছিল, সেই জন্য কিছুটা হলেও ধরে খেলেন তিনি। ব্যাটিং শেষে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দিল্লির এই ব্যাটার।

তবে এই পিচে যে ব্যাট করতে বেশ সমস্য়া হয়েছিল, তা তিনি পরিস্কার করে দেন। সরফরাজ বলেন, 'এই ম্যাচের আগে দিল্লিতে বৃষ্টি হয়। সেই জন্য আউটফিল্ড ভিজে থাকায় কিছুটা হলেও পরিস্থিতি বদলে যায়। ঘাস বেশ ভিজে ছিল। ফলে বাউন্ডারি মারলেও বল ধীর গতিতে যাচ্ছিল। শুধু আউটফিল্ড নয়, একই সঙ্গে পিচের চরিত্র বদলে যায়। কখনও কখনও বল বাউন্স হচ্ছিল। আবার কোনও কোনও বল লো হয়ে যাচ্ছিল। ফলে এই পিচে ব্যাট করতে বেশ সমস্যাই হয়।'

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ইনিংসের শেষের দিকে অক্ষর প্যাটেল ২২ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অক্ষর রান না তুললে আরও কম রান হতে পারত। এই বিষয়ে সরফরাজ বলেন, ‘ব্যাটিং করার জন্য এটা খুব ভালো পিচ। তবে আউটফিল্ড অনেকটাই স্লো। বৃষ্টি না হলে আরও ভালো রান হত। এখন রাতে শিশির পড়বে। ফলে বিপক্ষ দলের ব্যাটিং করতে সমস্যা হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ম্যাচ জেতার জন্য় এই পিচে এটা যথেষ্ট রান। ফলে আমাদের ম্যাচ জিততে খুব একটা সমস্যা হবে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.