বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs PBKS: ফালতু ২০০ স্ট্রাইক রেট রেখে লাভ কী? সঞ্জু, সাঙ্গাকারাকে তুলোধনা বীরুর

RR vs PBKS: ফালতু ২০০ স্ট্রাইক রেট রেখে লাভ কী? সঞ্জু, সাঙ্গাকারাকে তুলোধনা বীরুর

সিমরন হেটমেয়ার। ছবি- এএফপি 

হেটমেয়ারকে কেন পরে নামানো হল? রাজস্থান রয়্য়ালস অধিনায়ক সঞ্জু স্যামসন এবং কোচ কুমার সাঙ্গাকারার সিদ্ধান্তে বেজায় বিরক্ত বীরেন্দ্র সেহওয়াগ। 

অসমের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে হারে রাজস্থান রয়্যালস। ১৯৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে ১৯২ রানেই শেষ হয়ে সঞ্জু স্যামসনদের ইনিংস। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামানো হয় ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটার সিমরন হেটমেয়ারকে। আর এখানেই অধিনায়ক সঞ্জু স্যামসন ও কোচ কুমার সাঙ্গাকারার সঙ্গে সহমত হতে পারেননি ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। হেটমায়ারকে দেরিতে নামানোর জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা ওপেনার জস বাটলার এই ম্যাচে সেই ভাবে দাগ কাটতে পারেননি। দলের ৫৭ রানের মাথায় ফিরে যান তিনি। সেই সময় তারা তাদের প্রয়োজনীয় রানের সঙ্গে তাল মিলিয়েই খেলছিল। বাটলার আউট হওয়ার পর হেটমেয়ারকে নামানোর পরিবর্তে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট দেবদূত পাডিক্কালকে মাঠে নামানো হয়। জস বাটলার সামান্য চোট পাওয়ায় তাঁর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যশস্বী জয়শওয়াল ওপেনিং করতে নামেন। অশ্বিনের জায়গায় দেবদূতকে নামানো উচিত ছিল বলে মনে করেন অনেকে।

রাজস্থান অধিনায়ক স্যামসন ম্যাচে গতি হারান। ব্যাটে নেমে কয়েক ওভার পরেই আউট হন। তখন সবাইকে অবাক করে দিয়ে নামেন রিয়ান পরাগ। অপেক্ষা করতে হয় হেটমেয়ারকে। রিয়ান পরাগ চেষ্টা করেন বড় রান করার। ১২ বলে ২০ রান করেন। কিন্তু পাডিক্কাল ২৬ বলে ২১ রান করে ম্যাচ রাজস্থানের হাতের বাইরে নিয়ে যান।

হেটমেয়ার যখন ব্যাট করতে নামেন, ততক্ষণে ওভার প্রতি প্রয়োজনীয় রান ১৩তে উঠে গিয়েছিল। কয়েকটি অবিশ্বাস্য শট মেরে এই ব্যাটার রাজস্থান রয়্যালসকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাকে যোগ্য সঙ্গ দেন তরুণ ধ্রুব জুরেল। কিন্তু স্যাম কারান শেষ ওভারে তার স্নায়ু ধরে রেখে পঞ্জাব কিংসের জয় ছিনিয়ে নেন।

সেহওয়াগ জানান, হেটমেয়ারকে আগে পাঠানো হলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত। প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন হেটমেয়ার ব্যাট করার জন্য পর্যাপ্ত বল পাননি। পরাগ এবং পাডিক্কালের আগে ব্যাট করতে নামানো উচিত ছিল। তিনি বলেন, 'হেটমেয়ার ব্যাট করার জন্য পর্যাপ্ত বল পাননি। এই ২০০ স্ট্রাইক রেট দিয়ে কী লাভ? যদি সে ৪ বা ৫ নম্বরে ব্যাট করত, রিয়ান পরাগ বা এমনকী পাডিক্কালের আগেও আসত, তাহলে ও ভালো করতে পারত। ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ নম্বরে ব্যাট করে। ভারতে সেঞ্চুরি রয়েছে। এখানকার কন্ডিশন ভালোভাবে জানে। ও গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসের জয়ের পিছনে অনেক অবদান রেখেছে। যখন দিল্লি দলের অংশ ছিল তখনও দিল্লিকে ফাইনালে পৌঁছানোর পিছনে ওর অবদান ছিল অনেক।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী, একাধিক জায়গায় যাবার সম্ভাবনা শাক–সবজির বাজারে আগুন দর, সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ, বানভাসী অবস্থা দায়ী স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী? স্পিন বিভাগ শক্তিশালী করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষিত হল স্কোয়াড গ্রামের মেয়ে অলিম্পিকে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা? আরজি কর আবহে ফের উঠে এল ধনঞ্জয়ের ফাঁসির কথা, মামলা কি 'রিওপেন' হবে? পিতৃপক্ষে এই ২ গাছে করুন জল নিবেদন ও পুজো, পূর্বপুরুষদের কৃপায় আসবে সমৃদ্ধি মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বারবার শেষ ধাপে হোঁচট, কীভাবে বদলাবে প্রবণতা, জানালেন হরমনপ্রীত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.