আইপিএলে সুযোগ মেলেনি। তাই আপাতত ঘরোয়া শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলছেন মার্নাস ল্যাবুশেন। আর ফাইনালে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে দুর্দান্ত ক্যাচ নিলেন অস্ট্রেলিয়ান তারকা। যে ক্যাচে রীতিমতো অভিভূত হয়ে গিয়েছেন ধারাভাষ্যকরারাও।
বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় নিউ সাউথ ওয়েলস। শুরু থেকেই মিচেল স্টার্কদের দলকে বিপাকে ফেলে দেয় কুইন্সল্যান্ড। কোনও বড় জুটি গড়ে ওঠেনি। ১০০ রান টপকানোর আগেই পাঁচ উইকেট পড়ে যায় নিউ সাউথ ওয়েলসের। শেষপর্যন্ত ৬২.২ ওভারে ১৪৩ রানেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস। সেই বলে দুর্দান্ত ক্যাচ নেন ল্যাবুশেন। মাইকেল নেসেরের বলে দারুণ টাইমিং করেন জোস হেজেলউড। শটে পুরো চার লেখা ছিল। কিন্তু ল্যাবুশেন ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। সেই ক্যাচে রীতিমতো অভিভূত হয়ে যান ধারাভাষ্যকাররাও। সেই ক্যাচের একটি ভিডিয়ো টুইট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে এক ধারাভাষ্যকারকে বলতে শোনা হয়, ‘এটা অবিশ্বাস্য ক্যাচ। নিজের ফিল্ডারদের থেকে এটাই চান সবাই। কী দারুণ ক্যাচ!’
সেই ক্যাচের সৌজন্যে শেষ হয়ে যায় নিউ সাউথ ওয়েলসের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে এক উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে কুইন্সল্যান্ড। ৪৮ বলে ২৩ রানে অপরাজিত আছেন ল্যাবুশেন। যিনি এবার শেফিল্ড শিল্ডের প্রথম থেকেই দুরন্ত ফর্মে আছে অজি তারকা। সাত ম্যাচে (ন'ইনিংসে) ৬২৯ রান করেছেন (ফাইনালের আগে পর্যন্ত)। গড় ছিল ৬৯.৮৯। হাঁকিয়েছেন তিনটি শতরান। ঝুলিতে আছে অর্ধশতরানের। ফাইনালেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে আছে কুইন্সল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।