বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL-এর এক মরশুমে সর্বাধিক ছয় মারা ভারতীয় ক্রিকেটারদের অভিজাত তালিকায় নাম লেখালেন শিবম দুবে

IPL-এর এক মরশুমে সর্বাধিক ছয় মারা ভারতীয় ক্রিকেটারদের অভিজাত তালিকায় নাম লেখালেন শিবম দুবে

শিবম দুবে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২০১৬ সালে আরসিবির কোহলি এক মরশুমে ৩৮টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে এক মরশুমে ৩৭টি ছক্কা মেরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পন্ত। ২০২৩ সালে এক মরশুমেই ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন সিএসকে-র শিবম দুবে। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএল মানেই দর্শকদের কাছে ঘন্টা চারেকের নির্ভেজাল এন্টারটেইনমেন্ট। স্টেডিয়ামের দর্শকাসন কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ম্যাচে ব্যাটারদের চার, ছক্কার বন্যা চাক্ষুষ করতে। কায়রন পোলার্ড, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ফ্যাফ ডু'প্লেসি, ডোয়েন ব্রাভোদের মতন বিদেশি ক্রিকেটাররা আইপিএলের ২২ গজে বারবার মাতিয়েছেন। তবে বিদেশি ক্রিকেটাররা একা নন, গোটা ১৬ টি মরশুম জুড়েই ভারতীয় ক্রিকেটাররাও দর্শকদের অনাবিল আনন্দ দিয়েছেন তাদের মারকুটে ব্যাটিংয়ের মধ্যে দিয়ে। আর মারকুটে ভারতীয় ক্রিকেটারদের এমনই এক 'এলিট' তালিকায় জায়গা করে নিয়েছেন বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা বাঁ-হাতি ব্যাটার শিবম দুবে।

আরও পড়ুন: মাত্র ১৫ ওভারের খেলা, IPL Final-এ চতুর্থ সর্বোচ্চ টোটাল চেসের রেকর্ড গড়ল CSK

আইপিএলের একটি মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানো ভারতীয় ক্রিকেটারদের তালিকায় নিজের জায়গা পরিসংখ্যানগত দিক থেকে পাকা করে ফেলেছেন শিবম দুবে। এই তালিকায় একটুর জন্য তাঁর স্পর্শ করা হয়নি বিরাট কোহলির নজিরকে। ২০১৬ সালে আরসিবির হয়ে খেলার সময়ে এক মরশুমে ৩৮টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে এক মরশুমে ৩৭টি ছক্কা মেরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কিপার-ব্যাটার ঋষভ পন্ত। সদ্য শেষ হওয়া ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে খেলে এক মরশুমেই ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন শিবম দুবে। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

আরও পড়ুন: ভালো মানুষের সঙ্গে তো ভালোই হয়- ধোনি প্রেম কাটছে না হেরো হার্দিকের

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অম্বাতি রায়াডু। ২০১৮ সালে চেন্নাইয়ের খেলার সময়ে তিনি এক মরশুমে মারেন ৩৪টি ছয়। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গুজরাট টাইটান্সের শুভমন গিল। তিনি ২০২৩ সালেই হাঁকিয়েছেন ৩৩টি ছয়। এ দিন ফাইনালে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রান করে গুজরাট। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিএসকের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান। সেই রান তারা পাঁচ উইকেট হাতে নিয়েই তুলে ম্যাচ জিতে যায়। এ দিন ম্যাচে 'ইমপ্যাক্ট ক্রিকেটার' হিসেবে বা বলা ভালো পরিবর্ত ক্রিকেটার হিসেবে মাঠে নামেন শিবম দুবে। তিনি নেমে ২১ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংসে লম্বা লম্বা দু'টি ছয় হাঁকান তিনি। রশিদ খানের এক ওভারে পরপর দুটটি ছয় মেরে তিনি দলের জয়ের ভিত তৈরি করেন। পরবর্তীতে সেই ভিতের উপরে দাঁড়িয়েই রবীন্দ্র জাদেজা সিএসকের জয় নিশ্চিত করেন।

বন্ধ করুন