১০ এপ্রিল সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসদের মধ্যে খেলা আইপিএল ২০২৩ -এর ১৫ তম ম্যাচে দেখার মতো অনেক কিছু ছিল। শেষ বলে এক উইকেটে জয়ী হয়েছিল লখনউ। ম্যাচটি হাই স্কোরিং ছিল, যেখানে উভয় দলের ৫টি হাফ সেঞ্চুরি দেখা গেছে। যাইহোক, শেষ বলে অনেক নাটকীয়তা ছিল যা বহু বিতর্কের জন্ম দিয়েছে। এই ওভারের শেষ বলে হার্ষাল প্যাটেল বল করার আগেই রবি বিষ্ণোই নিজের ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন… সবাই কি আর ধোনি হতে পারে! শেষ বলে ডোবালেন কার্তিক, কটাক্ষ নেটপাড়ায়
প্রকৃতপক্ষে, শেষ বলে যখন লখনউয়ের জয়ের জন্য এক রান দরকার, রবি বিষ্ণোই নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন এবং আবেশ খান তখন স্ট্রাইকে ছিলেন। সেই মুহূর্তে বোলার ছিলেন হার্ষাল প্যাটেল। সেই সময়ে রবি বিষ্ণোইকে নন-স্ট্রাইকে আউট করার একটি কৌশল নিয়েছিলেন আরসিবি-র বোলার হার্ষাল প্যাটেল। হার্ষাল এতে অনেকটা সফলও হয়েছেন, কারণ বিষ্ণোই যখন এগিয়ে গিয়েছিলেন, তখন হার্ষালের উচিত ছিল স্টাম্পে আঘাত করা, তবে সেটি করতে সে ব্যর্থ হন হার্ষাল। এরপরে বিষ্ণোই এগিয়ে যেতে পিছনে ফিরে এসে বল স্টাম্পে আঘাত করেন হার্ষাল।
আরও পড়ুন… ওই কথা নাজাম শেঠিকে আমি বলিনি- বাবর আজমের নেতৃত্ব ইস্যুতে নীরবতা ভাঙলেন শাহিদ আফ্রিদি
আম্পায়ার এটিকে আউট দেননি কারণ ক্রিকেটের আইন ৩৮.৩.১.২ বলে যে যখন একজন বোলার একজন ব্যাটসম্যানকে নন-স্ট্রাইকিং এন্ডে রান আউট করেন, তখন তাঁকে তাঁর বোলিং ক্রিজের বাইরে যেতে হবে না, কিন্তু হার্ষাল সেই সময়ে এগিয়ে যান। এমন পরিস্থিতিতে তাঁকে রান আউট দেওয়া হয়নি। রবি বিষ্ণোই এর সুযোগ নিতে চেয়েছিলেন এবং তারপরও সমস্ত ক্রিকেট পন্ডিত এবং ক্রিকেটাররা প্রশ্ন তুলে বলবেন যে এটি খেলার চেতনার পরিপন্থী? একই প্রশ্ন তুলেছিলেন অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে, যার উত্তরও দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার বেন স্টোকসে।
সোমবার গভীর রাতে হর্ষ ভোগলে টুইট করে লিখেছেন, ‘বিষ্ণোই তাড়াতাড়ি ক্রিজ ছেড়ে চলে যাচ্ছিলেন। কিছু বোকা কি এখনও বলছেন নন-স্ট্রাইকারদের রান আউট করা উচিত নয়?’ এমন পরিস্থিতিতে ম্যাচের ফল বদলাতে পারত। এই নিয়ে বেন স্টোকস টুইট করে লিখেছেন, ‘ভাববার বিষয় হর্ষ? এটা অবশ্যই আম্পায়ারদের সিদ্ধান্ত, তবে স্পষ্টতই তাড়াতাড়ি ক্রিজ ছেড়ে বেরিয়ে অন্যায় ভাবে সুবিধা আদায়ের চেষ্টা করলে কি ৬টি পেনাল্টি রান দেওয়া যায় না? এটা করলে ব্যাটাররা তবে সব বিতর্ক ছাড়াই এটা করা বন্ধ করবেন।’
বলে রাখা দরকার আগে খেলার চেতনার পরিপন্থী বলা হলেও এখন এই আউটকে নিয়মের মধ্যেই রাখা হয়েছে। তবে এখনও অনেকেই এমনটা হওয়া উচিত নয় বলেই নিজেদের মত প্রকাশ করেন। অনেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা এখনও এই বিষয়টি নিয়ে লড়াই করেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসিও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের নির্দেশে নিয়ম পরিবর্তন করেছে। এখন নন-স্ট্রাইকিং এন্ডে ব্যাটসম্যানকে রান আউট ঘোষণা করা যেতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।