RCB vs GT IPL 2023: চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার সুবাদে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে অনবদ্য এক নজির গড়েন শুভমন গিল।
1/5রবিবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার পথে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে দুর্দান্ত এক রেকর্ড গড়েন শুভমন গিল। সব থেকে কম বয়সে টি-২০ ক্রিকেটে ২৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকানোর নজির গড়েন তিনি। গিল ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ৪টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি। চিন্নাস্বামীতে সেঞ্চুরি করার দিনে গিলের বসয় ছিল ২৩ বছর ২৫৫ দিন। এই নিরিখে তিনি ভেঙে দেন পাকিস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড। ছবি- পিটিআই।
2/5পাকিস্তানের আহমেদ শেহজাদ ২৪ বছর ৭৫ দিন বয়সে টি-২০ ক্রিকেটে ২৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান। আপাতত টি-২০ ক্রিকেটে শেহজাদের দখলে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি। ছবি- এএফপি।
3/5পাক দলনায়ক বাবর আজম এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ২৪ বছর ১৩৫ দিন বয়সে টি-২০ ক্রিকেটে ২৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান। টি-২০ ফর্ম্যাটে এই মুহূর্তে বাবরের দখল রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৭৬টি হাফ-সেঞ্চুরি। ছবি- এপি।
4/5নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ২৪ বছর ২০৮ দিন বয়সে টি-২০ ক্রিকেটে ২৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান। তিনি এখনও পর্যন্ত এই ফর্ম্যাটে ৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- এপি।
5/5শুভমন গিলের আগে ভারতীয়দের মধ্যে সব থেকে কম বয়সে টি-২০ ক্রিকেটে ২৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ছিল ইশান কিষাণের। তিনি ২৪ বছর ২৭২ দিন বয়সে এমন কৃতিত্ব অর্জন করেন। আপাতত সেই রেকর্ড চলে যায় গিলের দখলে। ইশান এই নিরিখে সার্বিক তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নেন। ছবি- আইপিএল টুইটার।