সোমবার আইপিএলে ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের শুরু থেকেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি আগ্রাসী মেজাজে ছিলেন। ম্যাচ চলাকালীন সুপার জায়ান্টসের ক্রিকেটার নবীন-উল-হকের সঙ্গে তর্কাতর্কি বাধে তাঁর। সেই রেশ ম্যাচের শেষ পর্যন্ত চলে। আরসিবি ম্যাচ জিতে যাওয়ার পর প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়। ম্যাচের কথা ছেড়ে তাদের দু'জনের ঝামেলা আলোচনার শীর্ষে উঠে আসে।
একানা ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের আইপিএলের ৪৩তম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের জয় পায়। এই বছর আইপিএলের প্রায় সব ম্যাচে ২০০ কাছাকাছি রান হচ্ছে, কিন্তু এই ম্যাচে অনেক অল্প রান করে বিরাট কোহলির দল। ১২৭ রানের টার্গেট নিয়েও ম্যাচ হারে কেএল রাহুলের দল।
তারপরেই দুই দলের ক্রিকেটার সহ সাপোর্ট স্টাফরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ম্যাচে যার জেরে দুই হেভিওয়েটকেই সমালোচনার মধ্যে পড়তে হয়। আর সেই সময় মাঠে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার সাইমন ডুল। তিনি কোহিলির এইরকম আচরণের কথা তুলে ধরে জানান, ম্যাচের শুরু থেকেই কোহেলি আগ্রাসী মনোভাবে ছিলেন। তিনি বলেন, 'বিরাট কোহলি এদিন রাতে খুব আবেগী ছিল তাই নয় কী? প্রতিটা উইকেট পড়ার পর কোহলি যে ভাবে উত্তেজিত হয়ে পড়ে, তা দেখে ওকে একটু অন্যরকম লেগেছে।'
এখানে না থেমে তিনি আরও বলেন, 'আমি বলতে চাইছি কোহেলি যেভাবে খেলে সেভাবেই খেলেছে। তবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সেই আবেগের প্রয়োজন হয়, তাতে আমার কোনও সমস্যা নেই।' তবে এই দুই হেভিওয়েটের মধ্যে যে তিনি নাক গলিয়ে বিতর্কের আঁচ আরও বাড়িয়ে দিলেন তা বলার অপেক্ষা রাখে না।
এদিনের ম্যাচে বিরাট কোহলি ৩০ বলে ৩১ রান করেন। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি ৪০ বলে ৪৪ রান করেন। যার ফলে ১২৭ রানের টার্গেট পায় লখনউ। জবাবে ব্যাট করতে নেমে কেএল রাহুলরা ম্যাচের ১ বল বাকি থাকতে ১০৮ রানে অলআউট হয়ে যায়। ১৮ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি। অন্যদিকে ম্যাচের পরে কোহেলি এবং গৌতম গম্ভীর নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ায় তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাদ যাননি সুপার জায়ান্টসের বোলার নবীন-উল-হকও। তাঁকে তাঁর ম্যাচের ৫০ শতাংশ জরিমানা দিতে হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।