বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > এতদিনে কি সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেলেন! RR ম্যাচ জিতে কী বললেন MI নেতা রোহিত?

এতদিনে কি সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেলেন! RR ম্যাচ জিতে কী বললেন MI নেতা রোহিত?

RR ম্যাচ জিতে কী বললেন MI নেতা রোহিত শর্মা? (ছবি-পিটিআই) (PTI)

দলের কম্বিনেশন নিয়ে রোহিত শর্মা আরও বলেন,‘যখন আপনার এই রকম একটি মরশুম যায়, সেই সময় আপনি আপনার টিম কম্বিনেশন সম্পর্কে নিশ্চিত হতে পারেন না। আপনি তখন অনেক কিছু চেষ্টা করতে থাকেন। আমরাও নিজেদের সর্বোত্তম সমন্বয়ের চেষ্টা করি এবং সেটাকেই খেলানোর চেষ্টা করি। এটা আট ম্যাচে কাজ করেনি।’

টানা আটটি ম্যাচ হারার পর মুম্বই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত মরশুমে তাদের প্রথম জয় পেয়েছে। অধিনায়ক রোহিত শর্মার জন্মদিনে দল তাঁকে ২০২২ আইপিএল-এ প্রথম জয় উপহার দিয়েছে। এই জয় নিয়ে বড় বিবৃতি দিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেন,‘আমি অবশ্যই এটা মেনে নেব যে আমরা এভাবেই খেলি। আসল ক্ষমতা আজ বেরিয়ে এসেছে,বিশেষ করে বলের মাধ্যেমে। তারা প্রথম থেকেই চাপ প্রয়োগ করে ছিল। আপনি যদি উইকেট নিতে থাকেন তবে তাদের পক্ষে রান করা কঠিন হয় এবং আজ আমরা সেটা করেছি। বোলিংয়ে কিছু পরিবর্তন ছাড়া প্রথম দুই ম্যাচে আমরা যাদের নিয়ে খেলেছি এটা সেই একই দল।’

দলের কম্বিনেশন নিয়ে রোহিত শর্মা আরও বলেন,‘যখন আপনার এই রকম একটি মরশুম যায়, সেই সময় আপনি আপনার টিম কম্বিনেশন সম্পর্কে নিশ্চিত হতে পারেন না। আপনি তখন অনেক কিছু চেষ্টা করতে থাকেন। আমরাও নিজেদের সর্বোত্তম সমন্বয়ের চেষ্টা করি এবং সেটাকেই খেলানোর চেষ্টা করি। এটা আট ম্যাচে কাজ করেনি। অবেশেষ করল। আমরা যদি সেই ম্যাচগুলো জিতে যেতাম (শেষ ক্লোজ খেলা) তাহলে বিষয়গুলো একটু অন্যরকম হতো। এদিন আমরা খুব ভাল খেলেছি, বোলাররা ছন্দে এসেছেন, ব্যাটসম্যানরা কাজ করেছেন।’

এটি লক্ষণীয় যে রোহিত শর্মার দলপ্রথম জয় পেয়ে লিগ টেবিলে দুটি পয়েন্ট নিয়েও খাতা খুলেছে। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস১৫৮রান তোলে। জবাবে খেলতে নেমে মুম্বই শুরুটা খারাপ করে। প্রথমেই আউট হয়ে যান রোহিত শর্মা। এই ম্যাচে সূর্যকুমার যাদবের ফর্ম অব্যাহত ছিল এবং তিনি একটি চমকপ্রদ হাফ সেঞ্চুরি করেন। তিলক বর্মা এবং টিম ডেভিডও মুম্বইয়ের জয়ে সহায়ক ইনিংস খেলেন। এবং শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয়ী হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন