বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs LSG- ইঞ্জিনিয়ার, পন্তের প্রতিবেশী, একদা কোহলিদের সঙ্গী, জানুন নবতম তারকা আকাশ মাধওয়ালের কাহিনি

MI vs LSG- ইঞ্জিনিয়ার, পন্তের প্রতিবেশী, একদা কোহলিদের সঙ্গী, জানুন নবতম তারকা আকাশ মাধওয়ালের কাহিনি

জানুন নবতম তারকা আকাশ মাধওয়ালের কাহিনি (ছবি-পিটিআই) (PTI)

আকাশ মাধওয়ালকে গত মরশুমে অর্থাৎ ২০২২ সালে আহত সূর্যকুমার যাদবের বদলি হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইস মূল্যে দলে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স।

এক ওভারে ছয়টি বল হয়ে থাকে, এটা অবশ্য বলার মতো কোনও বিষয় নয়। তবে এই অঙ্কে ৩.৩ ওভারে ২১ বল হয়ে থাকে, এখন যদি একজন বোলার ২১ বলে ১৭টি ডট বোলিং করে এবং মাত্র পাঁচ রান দিয়ে পাঁচটি উইকেট নেয়, তাও আবার সেটা যদি টি টোয়েন্টি ক্রিকেটে কোনও বোলার করে থাকেন সেটা যে কতটা ভয়ের কথা তা ভাবতেও পারেন না কেউ। গাড়ওয়ালের আকাশ মাধওয়াল এই কাজটি করে দেখিয়েছেন। এরফলে বাইশ গজে আলোরণ সৃষ্টি করেছেন তিনি। 

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ১৮২ রানের সম্মানজনক স্কোরের জবাবে লখনউ মাত্র ১০১ রানে গুটিয়ে যায়। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই দল খেলবে গুজরাট টাইটানসের সঙ্গে। রবিবার আমদাবাদে ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিজয়ী দল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন গাড়ওয়ালের আকাশ মাধওয়াল। তবে চলুন জেনে নেওয়া যাক কে এই আকাশ মাধওয়াল।

আরও পড়ুন… গুজরাট এবারের সেরা দল-দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে সতীর্থদের সতর্ক করলেন MI-র গ্রিন

উত্তরাখণ্ডের রুরকি জেলার বাসিন্দা ২৯ বছর বয়সী আকাশের জন্য এই যাত্রাটা এত সহজ ছিল না। ১৯৯৩ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন, আকাশের বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেন। ইঞ্জিনিয়ারিং করার পর আকাশকে ক্রিকেটার হওয়ার প্রলোভন দেখায়, আগে শুধু টেনিস বল ক্রিকেট খেলতেন তিনি। ২৪ বছর বয়স পর্যন্ত তিনি চামড়ার বল স্পর্শ করেননি। এমনকি আনুষ্ঠানিক কোচিংও নেননি। একদিন হঠাৎ করেই উত্তরাখণ্ড পৌঁছে গিয়েছিলেন দলের ট্রায়াল। যেখানে কোচ মনীশ ঝা তাঁকে দেখে বেশ মুগ্ধ হন। এরপর দলে যোগ দেন এবং তাঁর তত্ত্বাবধানে আকাশকে তৈরি করতে থাকেন। টেনিস বল নিয়ে খেলার কারণে আকাশের গতি ছিল, যা এখন তাঁর সুবিধা।

আরও পড়ুন… বিরাট কোহলির RCB-র রেকর্ড ভেঙে দিল রোহিত শর্মার MI, IPL-এর প্লে অফে তৃতীয় সবচেয়ে বড় জয়

আকাশ মাধওয়ালকে গত মরশুমে অর্থাৎ ২০২২ সালে আহত সূর্যকুমার যাদবের বদলি হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইস মূল্যে দলে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। এখন ব্যয়বহুল কাজ করছেন এই সস্তার খেলোয়াড়। জসপ্রীত বুমরাহ এবং জোফ্রা আর্চারের মতো অভিজ্ঞদের অনুপস্থিতি বিপর্যয় সৃষ্টি করছেন তিনি। তার ছোট আকারের কারণে, ব্যাটসম্যানরা যেভাবে তার স্কিড বল দ্বারা স্তব্ধ হয়ে যাচ্ছে, তাঁকে সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের পরবর্তী বুমরাহ বলা হচ্ছে। ঋষভ পন্তের প্রতিবেশী আকাশ মাধওয়াল একটা সময়ে বিরাট কোহলির দলের সঙ্গেও যুক্ত ছিলেন। 

আকাশ মাধওয়াল রুরকির বাসিন্দা এবং উত্তরাখণ্ড থেকে ঘরোয়া ক্রিকেট খেলে। আকাশ ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু তার মন শুধু ক্রিকেটেই। পান্তের সঙ্গেও তার গভীর সম্পর্ক রয়েছে। আসলে, আকাশ ও পন্ত দুজনেই প্রতিবেশী। রুরকির ধান্দেরার বাসিন্দা মাধওয়াল, উইকেটরক্ষক ঋষভ পন্তের বাড়ির সামনে থাকেন। শুধু তাই নয়, পন্ত ও আকাশের কোচও একই। কোচ অবতার সিংয়ের কোচিংয়ে ক্রিকেটের কৌশল শিখেছেন আকাশ। অবতার সিং তাঁকে ও পন্তকে প্রশিক্ষণও দিয়েছেন।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl) 

আকাশ মাধওয়াল প্রথম ক্রিকেটার হয়ে আইপিএল প্লে অফে পাঁচ উইকেট শিকার করেছেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর হাতের মুঠোর পাঁচ আঙুল খুলেছেন আকাশ। আকাশ তাঁর দ্বিতীয় ও ইনিংসের প্রথম ওভারে প্রেমাক মানকড়কে আউট করে প্রথম আঘাত করেন। ১০তম ওভারে অধিনায়ক রোহিত শর্মা আবার মাধওয়ালকে নিয়ে আসেন। এবার তিনি আয়ুষ বাদোনি এবং তারপরে ইন-ফর্ম ব্যাটসম্যান নিকোলাস পুরানকে পরপর দুই বলে আউট করে লখনউকে সমস্যায় ফেলে দেন। সুপার জায়ান্টসরা ১৫তম ওভারে তাদের সেঞ্চুরি পূর্ণ করে, কিন্তু মাধওয়ালের একই ওভারে রবি বিষ্ণোই (৩) জর্ডানকে লং অন-এ শিকার করেন। লখনউয়ের শেষ পাঁচ ওভারে ৮৩ রান দরকার ছিল এবং মাধওয়াল মহসিন খানকে (০) বোল্ড করে মুম্বইকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে দেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন