শনিবার পঞ্জাব কিংসের কাছে ১৩ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা তিন জয়ের পর হারের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা দারুণভাবে রান লুটিয়ে ছিলেন। তাদের মধ্যে, অর্জুন তেন্ডুলকরের একটি ওভার সবচেয়ে দামী ছিল। অর্জুনের তৃতীয় ওভারে ৩১ রান নিয়েছিল পঞ্জাব কিংস। বিশেষ বিষয় হল একই ওভার থেকেই পঞ্জাবের ব্যাটসম্যানরা গিয়ার পরিবর্তন করে জমকালো ব্যাটিং শুরু করেন। অর্জুন তেন্ডুলকরের ওভারে হরপ্রীত ভাটিয়া এবং স্যাম কারানরা আক্রমণ শুরু করেন, এর ফলে অর্জুনের লাইন লেন্থ নষ্ট হয়ে যায়। এরপর ক্যামেরন গ্রিনকে ছক্কা মারেন জিতেশ শর্মা। শেষ পাঁচ ওভারে পঞ্জাব সংগ্রহ করে ৯৬ রান। ম্যাচের পরে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার এই ম্যাচের পরাজয় নিয়ে বক্তব্য দিয়েছেন। অর্জুন তেন্ডুলকরকে নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।
আরও পড়ুন… কীভাবে নো বল করার সমস্যা কাটিয়ে উঠলেন, ম্যাচ জিতে জানালেন আর্শদীপ সিং
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার পঞ্জাব কিংসের কাছে পরাজয়ের জন্য তাদের বোলারদের দায়ী করেছেন। যারা শেষ পাঁচ ওভারে পঞ্জাবকে ৯৬ রান দিয়ে ছিল এবং এর ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১৪ রান তুলেছিল পঞ্জাব। জবাবে ১৩ রানে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ক্যামেরন গ্রিন ৪৩ বলে ৬৭ রান, সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রান এবং অধিনায়ক রোহিত শর্মা ২৭ বলে ৪৪ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি। ম্যাচের পর মুম্বই দলের কোচ বাউচার বলেন, ‘আমার মনে হয় ম্যাচটা সমানে সমানে ছিল। সূর্যকুমারের উইকেট বড় ছিল এবং বলটা একটু উঁচুতে গেলে হয়তো এটা ছক্কা হত। তিনি ভালো করেছেন কিন্তু পঞ্জাবকে বড় স্কোর করতে দেওয়াটা হতাশাজনক ছিল। বোলিংয়ের কারণেই আমরা ম্যাচ হেরেছি। ফর্মে ফিরে আসাটা সূর্যের জন্য ভালো। তাঁকে ব্যাটিং করতে দেখাটা রোমাঞ্চকর। তিনি নেটে ভালো খেলছিলেন এবং এখন রান পাচ্ছেন।’
আরও পড়ুন… MI vs PBKS: মুম্বই-র জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল পঞ্জাব! আর্শদীপকেই কৃতিত্ব দিলেন রোহিত শর্মা
এরপর অর্জুন তেন্ডুলকরকে নিয়েও বিবৃতি দেন মার্ক বাউচার। তিনি বিশ্বাস করতেন যে ১৫ তম ওভার পর্যন্ত সবকিছুই মুম্বই-এর নিয়ন্ত্রণে ছিল এবং অর্জুন তেন্ডুলকর ১৬ তম ওভার বল করতে আসেন। তিনি বলেন, তাঁরা ১৫তম ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ করলেও শেষ পাঁচ ওভারে ৯৬ রান দিয়েছিলাম। এটা হতাশাজনক। তবে, তিনি অর্জুন তেন্ডুলকরের পাশে দাঁড়িয়েছিলেন। অর্জুন ম্যাচের ১৬ তম ওভারে ৩১ রান দিয়েছিলেন। এদিনের ম্যাচে তিন ওভারে ৪৮ রান খরচ করেছিলেন অর্জুন। মার্ক বাউচার বলেন, ‘রোহিত একজন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার এবং অনুভব করেছিলেন যে অর্জুন ১৪ তম বা ১৫ তম ওভার করতে পারে। তিনি সম্ভবত অনুভব করেছিলেন যে খেলার সেই পর্যায়ে কিছুটা ম্যাচ আপ হত। এটি একটি সিদ্ধান্ত যা তিনি সেখানেই নিয়েছিলেন। কখনও কখনও সিদ্ধান্তগুলি আপনার পক্ষে যায় এবং কখনও কখনও যায় না। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটাই হয়।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটা তার পক্ষে যায় না। আপাত দৃষ্টিতে, আপনি সম্ভবত পিসি (পীযূষ চাওলা) এর দিকে তাকান এবং বলবেন হ্যাঁ, আপনার এই ওভারগুলি বোলিং করা উচিত ছিল, কিন্তু কখনও কখনও ম্যাচ আপগুলি কাজ করে না। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি। তাই সেখানে কোন সমস্যা নেই। এবং তারপরে, অর্জুনের জন্য, পিছনের প্রান্তে এসে ওয়াংখেড়েতে বোলিং করা তার পক্ষে কঠিন হবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
মুম্বই বোলারদের কথা বললে, এই ম্যাচে অর্জুন তেন্ডুলকর ৩ ওভারে ১ উইকেট নিয়ে ৪৮ রান দিয়েছেন। আর জেসন বেহরেনডর্ফ ৩ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। ক্যামেরন গ্রিন এবং জোফ্রা আর্চারও ব্যয়বহুল প্রমাণিত। গ্রিন ৪ ওভারে ৪১ রান দিয়েছেন আর আর্চার দিয়েছেন ৪ ওভারে ৪২ রান। ব্যাটিংয়ে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড ভালোই খেলেছেন। কিন্তু আর্শদীপ সিংয়ের তীক্ষ্ণ বোলিংয়ের কারণে চার উইকেটে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।