ঠিক যেন চেনা ছন্দে তিনি। সেই তাঁর চোখ ধাধানো স্টেপ-আউট করে এসে ছক্কা মারা। এমন শট যা আজও মনে রয়েছে ক্রিকেট প্রেমীদের। বয়স বাড়লেও তাঁর ক্রিকেট খেলার ধরণ যে পরিবর্তন হয়নি তা ফের একবার প্রমাণিত হল। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ক্রিকেট কেরিয়ারে অনেক বোলারের বলকে স্টেপ আউট করে এসে ছক্কা মেরেছেন। এবারও তিনি স্টেপ-আউট করে এসে পুরনো ছন্দে বল মাঠের বাইরে পাঠালেন।
এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাট করছেন মহারাজ। আর নেটে ব্যাট হাতে নিয়ে পুরনো ছন্দে দেখা গেল এই কিংবদন্তিকে। স্টেপ-আউট করে ছক্কা মারলেন তিনি।
শুধু তাই নয়, অফ সাইডে তাঁর চোখ ধাধানো শটও দেখা গেল এই ভিডিয়োতে। ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করা, সবই করলেন তিনি। যা বহুদিন পর দেখতে পেলেন সমর্থকরা। তিনি যেমন মহারাজ এবং দাদা নামে পরিচিত, ঠিক তেমনই তাঁকে গড অফ অফসাইড বলা হয়ে থাকে। অফসাইডের ভগবান তিনি। অফ সাইডের শুধুমাত্র ব্যাট এগিয়ে দিয়ে বাউন্ডারি যা কারোর অজানা নয়। তাঁর এই কভার ড্রাইভের কথা ভুলে গিয়েছেন এমনটা একেবারেই নেই। তাই দিল্লি ক্যাপিটালস এই কিংবদন্তির নেটে ব্যাট করা ভিডিয়ো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
আইপিএলে দিল্লির দলের গুরুত্বপূর্ণ পদে এই প্রথম নয়। বিসিসিআই সভাপতি হওয়ার আগে ২০১৮ সালের আইপিএলে দিল্লির মেন্টর হিসাবে যোগ দেন তিনি। সেবার দুর্দান্ত পারফরম্যান্স করে পন্তের দল। মাঝে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করায় দিল্লির সঙ্গে যুক্ত ছিলেন না। বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর ফের তিনি আইপিএলে দিল্লি ফ্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও এই মরশুমে একেবারেই ছন্দে নেই রিকি পন্টিংয়ের দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে একেবারে শেষে রয়েছেন তারা। এই মরশুমে যে তাদের প্লেঅফে ওঠার কোনও রকম সম্ভাবনা নেই তা ভালো করেই জেনে গিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ ডেভিড ওয়ার্নারদরে সামনে। আজ অর্থাৎ শনিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)