ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বহু দিন ধরেই গুজব শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হবে। তার বদলে দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভকে।
সৌরভ গঙ্গোপাধ্যায় ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন। তিনি প্রতিটি ম্যাচেই দলের সঙ্গে থাকতেন। ২০২৩ সালে চোটের কারণে ঋষভ পন্ত ছিটকে যাওয়া, দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের হাতে। তবে দিল্লি এ বার অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে। তারা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে। বাকি ৮টি ম্যাচ তারা হেরেছে। দিল্লি এই বছর সেকেন্ড লাস্টবয় হয়েছে। অর্থাৎ নয় নম্বর স্থানে শেষ করেছে।
আরও পড়ুন: আউট হয়েও হলেন না সিরাজ, সাজঘরে হাঁটা লাগিয়েছিল অজি দল, ফের নামতে হল মাঠে- ভিডিয়ো
সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায় পুরুষদের দলের প্রধান কোচের পদে পন্টিংকে প্রতিস্থাপন করতে চলেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হিসেবে যুক্ত থাকবেন। আবার কোচের দায়িত্বও সামলাবেন।
দিল্লি ক্যাপিটালস টিমে ২০২৩ আইপিএলে একটি তরুণ স্কোয়াড ছিল এবং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দু'টি মস্তিষ্কের উপস্থিতি সত্ত্বেও, ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। তারা এই বছর কার্যত ল্যাজেগোবরে হয়েছে। তারা প্রথম পাঁচ ম্যাচে কোনও জয় পায়নি। ষষ্ঠ ম্যাচে গিয়ে ২০২৩ আইপিএলে তারা প্রথম জয়ের স্বাদ পায়।
আরও পড়ুন: ওভালে হাফসেঞ্চুরি করে ব্র্যাডম্যান, বর্ডারের রেকর্ড স্পর্শ করলেন শার্দুল
২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় মূলত ক্রিকেট প্রশাসনেই যুক্ত হয়েছিলেন। সিএবি প্রেসিডেন্টের পর বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন। এর মাঝে অবশ্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এ ছাড়াও টেলিভিশনের পর্দাতেও সৌরভ জনপ্রিয় শো-র সঞ্চালক ছিলেন। ধারাভাষ্যকর হিসেবেও তাঁকে পাওয়া গিয়েছে। তবে কোনও দলের কোচেও ভূমিকায় তিনি কখনও কাজ করেননি। দিল্লি ক্যাপিটালস তাঁকে কোচ করলে, প্রথম বার তাঁকে এই ভূমিকায় তাঁকে পাওয়া যাবে।
সংবাদ প্রতিদিন সঠিক হলে, দিল্লি ক্যাপিটালসের জন্য এটি বড় বিষয় হবে। এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৯ আইপিএলে দিল্লির পরামর্শদাতা ছিলেন। সেই বছর দিল্লি ক্যাপিটালস প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার আগে লিগ পর্বে তৃতীয় স্থানে ছিল। তখনও দলের কোচ ছিলেন রিকি পন্টিংই।