বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সৌরভের নিরাপত্তা হঠাই-ই ‘ওয়াই’ থেকে বেড়ে হল ‘জেড’ ক্যাটাগরির, ভয়ের কারণ আছে কি?

সৌরভের নিরাপত্তা হঠাই-ই ‘ওয়াই’ থেকে বেড়ে হল ‘জেড’ ক্যাটাগরির, ভয়ের কারণ আছে কি?

সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এখন থেকে তিনি নিরাপত্তা পাবেন। কিন্তু হঠাৎ করে কেন নিরাপত্তা বাড়ানো হল মহারাজের? এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইপিএলের টিম দিল্লি ক্যাপিটালস এই মরশুমে একেবারে ল্যাজেগোবরে হয়েছে। তারা ইতিমধ্যে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকেও গিয়েছে। স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছে ডিসি-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। তবে এই মন খারাপের মাঝেই সৌরভের জন্য বড় স্বস্তির খবর, তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হল।

সৌরভ আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এখন থেকে তিনি নিরাপত্তা পাবেন। কিন্তু হঠাৎ করে কেন নিরাপত্তা বাড়ানো হল মহারাজের? সৌরভের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডের প্রাক্তন সভাপতির। সৌরভের নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দিষ্ট কোনও কারণ অবশ্য বলা হয়নি।

আরও পড়ুন: শেষ ওভারে অসাধ্যসাধন, ICU থেকে ফেরা বাবার কথা মনে করে আবেগপ্লুত মহসিন

ভারতের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে উপরের সারিতেই রয়েছে সৌরভের নাম। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি এখনও প্রত্যক্ষ ভাবেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সিএবি-র প্রেসিডেন্ট হয়েছেন। বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ গত বছর শেষ হয়েছে। বর্তমানে আইপিএলের টিম দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। সৌরভের নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার। তারাই ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা সৌরভকে দিচ্ছে।

আরও পড়ুন: স্কুপ খেলতে গিয়ে বল মারলেন উইকেটে, উড়ল স্টাম্প, ঠাকুরের দাপটে অস্তাচলে সূর্য- ভিডিয়ো

সৌরভের বাড়ির নিরাপত্তাও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হচ্ছে। ব্যক্তিগত কারণে সৌরভ নিজেই নিরাপত্তা বাড়াতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। আপাতত সৌরভ দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে রয়েছেন। যদিও এ বারের আইপিএলের প্লে-অফের লড়াউ থেকে দিল্লি ছিটকে গিয়েছে। তবে তাদের এখনও পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা বাকি রয়েছ। আর সেই ম্যাচগুলো হওয়ার পরেই কলকাতা ফিরবেন সৌরভ।

‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। ২১ মে থেকে এই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ।

বন্ধ করুন