শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র পেসার শান্তাকুমারান শ্রীসন্থ। স্পট ফিক্সিং কান্ডে দীর্ঘ কয়েক বছর ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছিল তাকে। সেই সাজা কাটিয়ে কোর্টের নির্দেশে ২২ গজে প্রত্যাবর্তন ঘটেছে তার। এবার শ্রীসন্থের লক্ষ্য আইপিএলে প্রত্যাবর্তন। সেই লক্ষ্যেই আসন্ন আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করার কথা জানিয়ে দিলেন তিনি।
উল্লেখ্য এর আগে ও ১৪তম আইপিএলে খেলার লক্ষ্যে নিজের নাম নথিভুক্ত করিয়ে তিনি কোন দল পাননি। তবে এবার যেহেতু আইপিএলে আরও দুটি নতুন দল অন্তর্ভুক্ত হয়েছে ফলে এবার দল পাওয়ার আশাতে রয়েছেন তিনি। উল্লেখ্য ২০০৭ সালে ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ ও জিতেছিলেন শ্রীসন্থ। প্রসঙ্গত নির্বাসিত হওয়ার আগে তিনি রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলতেন।
আইপিএলের প্রথম সংস্করণে বড়সড় ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন শ্রীসন্থ এবং হরভজন। সেবার হরভজনের বিরুদ্ধে শ্রীসন্থকে চড় মারার অভিযোগ ও উঠেছিল। প্রত্যাবর্তনের পরে কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেটের ময়দানে দেখা গিয়েছে। উল্লেখ্য ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় স্কোয়াডেরও সদস্য ছিলেন তিনি।