বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > মাঠে বিশ্রী হার দলের, তবে গ্যালারিতে মন জিতলেন SRH-এর সুন্দরী সমর্থক, ফের ভাইরাল কাবিয়ার ছবি

মাঠে বিশ্রী হার দলের, তবে গ্যালারিতে মন জিতলেন SRH-এর সুন্দরী সমর্থক, ফের ভাইরাল কাবিয়ার ছবি

কাবিয়া মারান। ছবি- টুইটার।

সানরাইজার্স হায়দরাবাদের একমাত্র পজিটিভ দিক এই সমর্থক, দাবি নেটিজেনদের।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সময় অতীতে বহুবার গ্যারালিতে দেখা গিয়েছে অরেঞ্জ জার্সির এক সুন্দরীকে। নেটিজেনদের আগ্রহের অন্ত ছিল না তাঁকে নিয়ে। বেশ কয়েকবার হায়দরাবাদকে সমর্থন করা তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি লেগের ম্যাচেও যার অন্যথা হয়নি।

যথারীতি হায়দরাবাদকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিতি ছিলেন কাবিয়া মারান, যিনি সানরাইজার্স মালিক কালানিথি মারানের কন্যা। পরিবারের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখছিলেন কাবিয়া। নেটিজেনদের চোখ আটকায় তাঁর দিকেই।

কাবিয়ার ছবি ফ্রেমবন্দি হওয়া মাত্রই তা ফের একবার ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে তাঁর ছবি। মন্তব্যও উড়ে আসে বিস্তর। টুইটারে তেমনই কিছু পোস্টে চোখ রাখুন।

অনেকেই মন্তব্য করেন যে, শুধুমাত্র গ্যালারির এই সুন্দরীর জন্যই তাঁরা সানরাইজার্সের খেলা দেখতে বসেন। কারও দাবি, সানরাইজার্স শিবিরের একমাত্র ইতিবাচক দিক কাবিয়াই। কেউ কেউ আবার জানান যে, যাতে সানরাইজার্স জিতলে কাবিয়ার মুখে হাসি দেখা যায়, তাই তাঁরা সানরাইজার্সকে সমর্থন করেন। নাহলে চলতি মরশুমে হায়দরাবাদের পারফর্ম্যান্স সমর্থন করার মতো নয়।

উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ দুবাইয়ে দিল্লির কাছে ৮ উইকেটে পরাজিত হয়। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৯ উইকেটে ১৩৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ২ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

বন্ধ করুন