একদা মহেন্দ্র সিং ধোনির প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছেন। এখন আইপিএলে প্রতিপক্ষ দলের কোচ। পেশাদার কেরিয়ারে ডেল স্টেইন সর্বদা ধোনির বিপরীত শিবিরে অবস্থান করেছেন। তবে তিনি যে ক্যাপ্টেন কুলের কতবড় গুণমুদ্ধ, সেটা বোঝা গেল আরও একবার।
রবিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। ধোনি পুনরায় নেতৃত্ব দিতে নামেন চেন্নাইকে। ম্যাচে চেন্নাইয়ের কাছে ১৩ রানে হার মানতে হয় সানরাইজার্সকে।
আরও পড়ুন:- IPL 2022: ‘শামি বলেছিল, মহসিন ওর চেয়ে ভালো বোলার, শুধু ফোকাস দরকার’, দাবি কোচের
ম্যাচের শেষে ধোনির সঙ্গে হায়দরাবাদ ক্রিকেটারদের সময় কাটানোর ছবি মন ছুঁয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। হায়দরাবাদের তরুণ ক্রিকেটারদের মূল্যবান টিপস দেন মাহি। তবে এর মাঝেই আরও একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আসলে হায়দরাবাদের পেস বোলিং কোচ ডেল স্টেইন ম্যাচের শেষে সানরাইজার্সের একটি জার্সিতে অটোগ্রাফ নিয়ে রাখেন ধোনির। এমন ছবি সঙ্গত কারণেই আপ্লুত করে ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড় ৯৯ রানের মাথায় আউট হয়ে বসেন। ৮৫ রান করেন ডেভন কনওয়ে। ২টি উইকেটই নেন টি নটরাজন।
জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স ৬ উইকেটে ১৮৯ রানে আটকে যায়। নিকোলাস পুরান ৬৪ রানে অপরাজিত থাকেন। ৪টি উইকেট নেন মুকেশ চৌধরী। ম্যাচের সেরা হয়েছেন রুতুরাজ।