বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs DC, IPL 2023: কফি অর্ডার করেছিলাম, ফেলেই দৌড়তে হয়- এক ওভারে দিল্লির ৩ উইকেট হারানো নিয়ে অকপট অক্ষর

SRH vs DC, IPL 2023: কফি অর্ডার করেছিলাম, ফেলেই দৌড়তে হয়- এক ওভারে দিল্লির ৩ উইকেট হারানো নিয়ে অকপট অক্ষর

অক্ষর প্যাটেল।

দিল্লির ইনিংসের অষ্টম ওভারে ওয়াশিংটন সুন্দর ৩ উইকেট তুলে নিয়েছিলেন। যে কারণে কফি ফেলে তাড়াহুড়ো করে ব্যাট করতে নামতে হয়েছিল অক্ষরকে। ম্যাচের পর সেই গল্পই শোনালেন অক্ষর প্যাটেল। 

অক্ষর প্যাটেল মাঠে যেমন দুরন্ত ছন্দে রয়েছেন, তেমনই মাঠের বাইরেও তিনি সেরা ফর্মে রয়েছেন। তারকা অলরাউন্ডার ব্যাট এবং বল হাতেদুর্দান্ত পারফরম্যান্স করছেন। আবার মাঠের বাইরেও তিনি একেবারে বিন্দাস মেজাজে রয়েছেন।

সোমবার হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি লো-স্কোরিং ম্যাচে সানরাইজার্সকে (এসআরএইচ) সাত রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবং এটি সম্ভব হয়েছে অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরম্যান্সের কারণে। দিল্লি যখন ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে, তখন অক্ষর ব্যাট করতে নামেন। বাঁ-হাতি তারকা মণীশ পাণ্ডের সঙ্গে তিনি ৭৯ রানের পার্টনারশিপ করেন। এবং দিল্লির স্কোর একটি সম্মানজনক জায়গায় নিয়ে যায়। ৯ উইকেটে ১৪৪ রান করে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: IPL-এ দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, WTC ফাইনালের স্কোয়াডে রাহানে,ডাক পেলেন না ঋদ্ধি

অক্ষর তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করেন। তিনি ৩৪ বলে ৩৪ রান করেন। এবং মণীষ পাণ্ডে ২৭ বলে ৩৪ রান করেন। ম্যাচের পর দিল্লির সহ-অধিনায়ক বলেছিলেন যে, তিনি কফি নিয়ে বসলেও, সেটা ফেলে রেখেই তাঁকে ব্যাট করতে নামতে হয়। কারণ দিল্লির ইনিংসের অষ্টম ওভারে ওয়াশিংটন সুন্দর ৩ উইকেট তুলে নিয়েছিলেন। যে কারণে কফি ফেলে তাড়াহুড়ো করে ব্যাট করতে নামতে হয়েছিল অক্ষরকে।

ম্যাচের পর অক্ষর হাসতে হাসতে বলেন, ‘আমার কোনও ধারণাই ছিল না এমনটা হতে নামতে হবে। আমি কফির অর্ডার দিয়েছিলাম এবং গ্লাসটি সেই ভাবেই পড়েছিল। কারণএক ওভারে তিন উইকেট পড়ে গিয়েছিল। আমি দৌড়ে মাঠে নেমে গিয়েছিলাম। এবং তার পরে কী করা উচিত, তা ভাবতে শুরু করি।’

আরও পড়ুন: RR-কে হারিয়েও বড় বাঁশ খেতে হল RCB-কে, জরিমানার কবলে কোহলি সহ পুরো দল

অধিনায়ক ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান ও আমান খানকে ম্যাচের অষ্টম ওভারে সানরাইজার্স হায়দরাবাদের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর সাজঘরে ফেরান। সেই সময়ে মারাত্মক চাপে পড়ে গিয়েছিল দিল্লি। অক্ষর বলছিলেন, ‘মণীশ পাণ্ডে এবং আমি আলোচনা করে ঠিক করেছিলাম যে, আমাদের যতটা সম্ভব রান বাড়াতে হবে।’

কম স্কোর করলেও দিল্লি ক্যাপিটালসের বোলারদের দাপটে হায়দরাবাদের ব্যাটিংয়েও ধস নামে। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন অক্ষর। আর দিল্লিও পাঁচ ম্যাচ হারের পর, টানা দুই ম্যাচ জিতে আইপিএলে নতুন করে অক্সিজেন পেল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.