বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021:সুপার ওভারে উত্তেজক জয় দিল্লির, হায়দরাবাদকে মাশুল চোকাতে হল ওয়ান শর্টের
জয়ের পর ঋষভ পন্ত। ছবি- আইপিএল।

IPL 2021:সুপার ওভারে উত্তেজক জয় দিল্লির, হায়দরাবাদকে মাশুল চোকাতে হল ওয়ান শর্টের

অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন পৃথ্বী।

দিল্লি ৪ ম্যাচে ৩টি জিতেছে। হায়দরাবাদ ৪ ম্যাচে জিতেছে মাত্র ১টি। এই অবস্থায় চেন্নাইয়ে সম্মুখসমরে নামছে দু'দল।

26 Apr 2021, 12:06:21 AM IST

ম্যাচের সেরা পৃথ্বী শ

কঠিন পিচেও পৃথ্বীর সাবলীল ব্যাটিং করার স্বীকৃতি মেলে। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পৃথ্বী ।

25 Apr 2021, 11:44:35 PM IST

সুপার ওভারে উত্তেজক জয় দিল্লির

রশিদের প্রথম বলে ১ রান নেন পন্ত। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ওঠে ১ রান। তৃতীয় বলে ৪ মারেন পন্ত। চতুর্থ বলে রান ওঠেনি। পঞ্চম বলে রশিদ অলবিডব্লিু আবেদন জানান পন্তের বিরুদ্ধে। তা নাকচ করেন আম্পায়ার। যদিও লেগ-বাই হিসেবে ১ রান আসে ওভারের পঞ্চম বল থেকে। স্কোর লেভেল হয়ে যায়। শেষ বলে পুনরায় লেগ-বাই হিসেবে ১ রান তুলে ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে ক্যাপিটালস। তারা ৬ বলে কোনও উইকেট না হারিয়ে তোলে ৮ রান।

25 Apr 2021, 11:40:40 PM IST

দিল্লির ব্যাটং শুরু

দিল্লির হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন ঋষভ পন্ত ও শিখর ধাওয়ান। হায়দারবাদ বোলিং আক্রমণে নিয়ে আসে রশিদ খানকে।

25 Apr 2021, 11:38:04 PM IST

ওয়ান শর্টে কাটা গেল ১ রান, দিল্লির দরকার ৮

শেষ বলে ২ রান নেওয়ার সময় ডেভিড ওয়ার্নার ক্রিজে ঠিকমতো ব্যাট ঠেকাননি। তাই ওয়ান শর্ট হিসেবে ১ রান কেটে নেওয়া হয় হায়দরাবাদের। সুতরাং, সুপার ওভারে সানরাইজার্সের রান দাঁড়ায় ৭। জিততে হলে দিল্লি ক্যাপিটালস তুলতে হবে ৮ রান।

25 Apr 2021, 11:33:58 PM IST

সুপার ওভারে ৮ রান তোলে হায়দরাবাদ, জয়ের জন্য দিল্লির দরকার ৯

অক্ষর প্যাটেলের প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে ১ রান নেন ওয়ার্নার। তৃতীয় বলে চার মারেন উইলিয়ামসন। চতুর্থ বলে রান হয়নি। পঞ্চম বলে লেগ-বাই হিসেবে ১ রান ওঠে। শেষ বলে ২ রান নেন ওয়ার্নার। মোট ৮ রান ওঠে ওভারে। জয়ের জন্য দিল্লির দরকার ৯।

25 Apr 2021, 11:30:33 PM IST

সুপার ওভারে হায়দরাবাদের ব্যাটিং

ওয়ার্নার ও উইলিয়ামসন ব্যাট করতে নামেন।

25 Apr 2021, 11:21:26 PM IST

ম্যাচ টাই, সুপার ওভারে হবে নিস্পত্তি

রাবাদার প্রথম বল ওয়াইড হয়। পুনরায় প্রথম বল করলে উইলিয়ামসন ৪ মারেন। দ্বিতীয় বলে বাই হিসেবে ১ রান ওঠে। তৃতীয় বলে ছক্কা মারেন সূচিথ। চতুর্থ বলে বাই-রান হিসেবে ১ যোগ হয় হায়দরাবাদের খাতায়। পঞ্চম বলে ১ রান নেন উইলিয়ামসন। শেষ বলে ১ রান নিয়ে ম্যাচ টাই করেন সূচিথ। শেষ ওভারে ১৫ রান ওঠে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। দিল্লির ৪ উইকেটে ১৫৯ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে হ্য়দরাবাদ তোলে ৭ উইকেটে ১৫৯ রান। উইলিয়ামসন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। সূচিথ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৫ রান করে নট-আউট থাকেন।হায়দরাবাদের হয়ে ওয়ার্নার ৬, বেয়ারস্টো ৩৮, উইলিয়ামসন অপরাজিত ৬৬, বিরাট সিং ৪, কেদার ৯, অভিষেক ৫, রশিদ ০, শঙ্কর ৮ ও সূচিথ অপরাজিত ১৪ রান করেন।দিল্লির হয়ে আবেশ খান ৩৪ রানে ৩টি, অক্ষর প্যাটেল ২৬ রানে ২টি ও অমিত মিশ্র ৩১ রানে ১টি উইকেট নেন।

25 Apr 2021, 11:13:49 PM IST

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার হায়দরাবাদের

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার হায়দরাবাদের। আবেশের ওভারে ১২ রান ওঠে। ২টি চার মারেন সূচিথ। ১৯ ওভারে সানরাইজার্স ১৪৪/৭। ৬১ রানে ব্যাট করছেন উইলিয়ামসন। ৮ রানে অপরাজিত সূচিথ।

25 Apr 2021, 11:11:36 PM IST

বিজয় শঙ্কর আউট

১৯তম ওভারের তৃতীয় বলে আবেশ খান বোল্ড করেন বিজয় শঙ্করকে। ৭ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন শঙ্কর। ১৩৬ রানে ৭ উইকেট হারায় সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূচিথ।

25 Apr 2021, 11:07:11 PM IST

২ ওভারে দরকার ২৮ রান

১৮ ওভারে হায়দরাবাদ ৬ উইকেটে ১৩২ রান তুলেছে। ম্যাচ জিততে শেষ ২ ওভারে তাদের দরকার ২৮ রান। অমিত মিশ্রর ওভারে ১১ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন উইলিয়ামসন।

25 Apr 2021, 11:03:04 PM IST

অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৬/২

অক্ষর প্যাটেল ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৬ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে।

25 Apr 2021, 11:02:28 PM IST

৩ ওভারে দরকার ৩৯

১৭ ওভারের শেষে হায়দরাবাদ ১২১/৬। অক্ষরের ওভারে ৪ রান ওঠে। জয়ের জন্য সানরাইজার্সের ৩ ওভারে দরকার ৩৯ রান। উইলিয়ামসন ৫২ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 10:59:06 PM IST

রশিদ আউট

১৭তম ওভারের দ্বিতীয় বলে অক্ষর তুলে নিলেন রশিদের উইকেটটিও। সুতরাং পরপর দু'বলে ২ উইকেট তুলে নেন অক্ষর। প্রথন বলেই এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন আফগান তারকা। ১১৭ রানে ৬ উইকেট হারায় সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিজয় শঙ্কর।

25 Apr 2021, 10:58:09 PM IST

অভিষেক শর্মা আউট

১৭তম ওভারের প্রথম বলে অক্ষর ফিরিয়ে দিলেন অভিষেক শর্মাকে। ৬ বলে ৫ রান করে এলবিডব্লিউ হন অভিষেক। ১১৭ রানে ৫ উইকেট হারায় সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান।

25 Apr 2021, 10:52:31 PM IST

৪ ওভারে দরকার ৪৩

আবেশ খানের ওভারে ৭ রান ওঠে। ১৬ ওভারে সানরাইজার্স ১১৭/৪। জয়ের জন্য হায়দরাবাদের ৪ ওভারে দরকার ৪৩ রান।

25 Apr 2021, 10:51:31 PM IST

উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরি

৬টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেন উইলিয়ামসন। 

25 Apr 2021, 10:45:26 PM IST

৫ ওভারে দরকার ৫০

১৫ ওভার শেষে SRH ১১০/৪। মিশ্রর ওভারে ৬ রান ওঠে। জয়ের জন্য হায়দরাবাদের ৫ ওভারে দরকার ৫০ রান। ৪৭ রানে ব্যাট করছেন উইলিয়ামসন।

25 Apr 2021, 10:41:50 PM IST

কেদারকে ফিরিয়ে দিলেন মিশ্র

১৫তম ওভারের দ্বিতীয় বলে কেদার যাদবের উইকেট তুলে নিলেন অমিত মিশ্র। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করে স্টাম্প আউট হলেন কেদার। সানরাইজার্স ১০৪ রানে ৪ উইকেট হারাল। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেক শর্মা।

25 Apr 2021, 10:38:07 PM IST

১৪ ওভারে হায়দরাবাদ ১০৪/৩

রাবাদার ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভারে হায়দরাবাদ ১০৪/৩। জয়ের জন্য ৬ ওভারে ৫৬ রান দরকার সানরাইজার্সের। উইলিয়ামসন ৪৪ রানে ব্যাট করছেন

25 Apr 2021, 10:36:02 PM IST

সানরাইজার্স ১০০

১৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে সানরাইজার্স।

25 Apr 2021, 10:35:39 PM IST

১৩ ওভারে হায়দরাবাদ ৯৬/৩

অক্ষরের ওভারে মোট ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন কেদার। ১৩ ওভারে হায়দরাবাদ ৯৬/৩।

25 Apr 2021, 10:32:02 PM IST

১২ ওভারে হায়দরাবাদ ৮৮/৩

আবেশের ওভারে ৪ রান ওঠে। ১২ ওভারে হায়দরাবাদ ৮৮/৩। উইলিয়ামসন ৩৫ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 10:26:18 PM IST

বিরাটের উইকেট তুলে নিলেন আবেশ খান

১২তম ওভারের দ্বিতীয় বলে বিরাট সিংয়ের উইকেট তুলে নিলেন আবেশ খান। ১৪ বলে ৪ রান করে স্টইনিসের হাতে ধরা পড়েন বিরাট। সানরাইজার্স ৮৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেদার যাদব।

25 Apr 2021, 10:23:48 PM IST

১১ ওভারে হায়দরাবাদ ৮৪/২

অক্ষর প্যাটেলের ওভারে ৪ রান ওঠে। ১১ ওভারে হায়দরাবাদ ৮৪/২।

25 Apr 2021, 10:22:00 PM IST

১০ ওভারে সানরাইজার্সের দরকার ৮০ রান

১০ ওভারে সানরাইজার্সের ২ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮০ রান। অশ্বনের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন উইলিয়ামসন। তিনি ৩১ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 10:13:26 PM IST

৯ ওভারে সানরাইজার্স ৭২/২

অমিত মিশ্রর ওভারে ৮ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন উইলিয়ামসন। ৯ ওভারে সানরাইজার্স ৭২/২। উইলিয়ামসন ২৫ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 10:09:03 PM IST

৮ ওভারে সানরাইজার্স ৬৪/২

অশ্বিনের ওভারে ২ রান ওঠে। ৮ ওভারে সানরাইজার্স ৬৪/২।

25 Apr 2021, 10:05:41 PM IST

৭ ওভারে সানরাইজার্স ৬২/২

অমিত মিশ্রর ওভারে ৬ রান ওঠে। ৭ ওভারে সানরাইজার্স ৬২/২।

25 Apr 2021, 10:02:04 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

আবেশের ওভারে ১১ রান ওঠে। ১টি চার মারেন উইলিয়ামসন। ১টি ছক্কা হাঁকান বেয়ারস্টো। ৬ ওভার শেষে সানরাইজার্স ৫৬/২। উইলিয়ামসন ব্যাট করছেন ১১ রানে।

25 Apr 2021, 09:59:41 PM IST

বেয়ারস্টো আউট

ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন আবেশ খান। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৮ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন জনি। হায়দরাবাদ ৫৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট সিং।

25 Apr 2021, 09:54:52 PM IST

হায়দরাবাদ ৫০

ইনিংসের ষষ্ঠ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে হায়দরাবাদ।

25 Apr 2021, 09:53:35 PM IST

অক্ষরকে চার-ছক্কায় স্বাগত জানালেন বেয়ারস্টো

অক্ষর প্যাটেলের ওভারে ১১ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন বেয়ারস্টো। ৫ ওভারে হায়দরাবাদ ৪৫/১। বেয়ারস্টো ১৬ বলে ৩২ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 09:48:46 PM IST

৪ ওভারে হায়দরাবাদ ৩৪/১

অশ্বিনের ওভারে ১২ রান ওঠে। ১টি ছক্কা মারেন বেয়ারস্টো। ১টি চার মারেন উইলিয়ামসন। ৪ ওভারে হায়দরাবাদ ৩৪/১।

25 Apr 2021, 09:45:28 PM IST

ওয়ার্নার রান-আউট

 চতুর্থ ওভারের প্রথম সাফল্য পেল দিল্লি। দ্বিতী বলে রান-আউট হন ওয়ার্নার। ৮ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন হায়দরাবাদ অধিনায়ক। সানরাইজার্স ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইলিয়ামসন।

25 Apr 2021, 09:42:46 PM IST

৩ ওভারে হায়দরাবাদ ২২/০

স্টইনিসের ওভারে ১২ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন বেয়ারস্টো। ৩ ওভারে হায়দরাবাদ ২২/০।

25 Apr 2021, 09:37:06 PM IST

২ ওভার শেষে হায়দরাবাদ ১০/০

দ্বিতীয় ওভারে অশ্বিনের বলে বেয়ারস্টোর ক্যাচ ছাড়েন হেতমায়ের। দ্বিতীয় ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন বেয়ারস্টো। ২ ওভার শেষে হায়দরাবাদ ১০/০।

25 Apr 2021, 09:36:04 PM IST

হায়দরাবাদের রান তাড়া করা শুরু

হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন ওয়ার্নার ও বেয়ারস্টো। বোলিং শুরু করেন রাবাদা। প্রথম ওভারে সানরাইজার্স বিনা উইকেটে ৫ রান তুলেছে।

25 Apr 2021, 09:20:58 PM IST

হায়দরাবাদের বোলিং পারফর্ম্যান্স

সিদ্ধার্থ ৩১ রানে ২টি উইকেট নেন। রশিদ ৩১ রান ১টি উইকেট দখল করেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেন সূচিথ।

25 Apr 2021, 09:20:17 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ৫৩, ধাওয়ান ২৮, পন্ত ৩৭, স্মিথ অপরাজিত ৩৪, হেতমায়ের ১ ও স্টইনিস অপরাজিত ২ রান করেন। 

25 Apr 2021, 09:15:17 PM IST

দিল্লি ২০ ওভারে ১৫৯/৪

খলিলের ওভারে ১৪ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন স্মিথ। দিল্লি ২০ ওভারে ১৫৯/৪। স্মিথ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। স্টইনিস ২ বলে ২ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৬০ রান।

25 Apr 2021, 09:10:31 PM IST

সিদ্ধার্থ ৪ ওভারে ৩১/২

সিদ্ধার্থ কউল ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে।

25 Apr 2021, 09:09:02 PM IST

দিল্লি ১৫০

শেষ ওভারে দিল্লি দলগত ১৫০ রান টপকে যায়।

25 Apr 2021, 09:08:22 PM IST

১৯ ওভারে দিল্লি ১৪৫/৪

সিদ্ধার্থের ওভারে ৩ রান ওঠে। ২টি উইকেট পড়ে। ১৯ ওভারে দিল্লি ১৪৫/৪। স্মিথ ২৩ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 09:06:05 PM IST

হেতমায়ের আউট

পন্তকে ফেরানোর ওভারেই হেতমায়েরের উইকেট তুলে নেন সিদ্ধার্থ। ২ বলে ১ রান করে উইলি.ামসনের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান তারকা। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টইনিস।

25 Apr 2021, 09:01:59 PM IST

পন্ত আউট

১৯তম ওভারে সিদ্ধার্থ কউলের দ্বিতীয় বলে সূচিথের হাতে ধরা পড়লেন পন্ত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৭ রান করে ক্রিজ ছাড়েন দিল্লি অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাতমায়ের। দিল্লি ১৪২ রানে ৩ উইকেট হারায়।

25 Apr 2021, 09:00:58 PM IST

১৮ ওভারে ক্যাপিটালস ১৪২/২

খলিল আহমেদের ওভারে ১১ রান তোলে ক্যাপিটালস। ১টি করে চার মারেন পন্ত ও স্মিথ। ১৮ ওভার শেষে দিল্লি ২ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে। পন্ত ৩৭ রানে ব্যাট করছেন। স্মিথ অপরাজিত ২১ রানে।

25 Apr 2021, 08:54:54 PM IST

১৭ ওভারে দিল্লি ১৩১/২

বিজয় শঙ্করের ওভারে ৪ রান ওঠে। ১৭ ওভারে দিল্লি ১৩১/২। পন্ত ৩১ রানে ব্যাট করছেন। স্মিথ অপরাজিত ১৬ রানে।

25 Apr 2021, 08:53:15 PM IST

স্মিথের ক্যাচ ছাড়লেন সিদ্ধার্থ

১৭তম ওভারে শঙ্করের প্রথম বলে স্মিথের ক্যাচ ছাড়লেন সিদ্ধার্থ কউল।

25 Apr 2021, 08:51:41 PM IST

রশিদ ৪ ওভারে ৩১/১

রশিদ খান ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

25 Apr 2021, 08:50:21 PM IST

১৬ ওভারে দিল্লি ১২৭/২

রশিদের ওভারে ১১ রান ওটে। ২টি বাউন্ডারি মারেন পন্ত। ১৬ ওভারে দিল্লি ১২৭/২। পন্ত ২৯ রানে ব্যাট করছেন। স্মিথ অপরাজিত ১৪ রানে।

25 Apr 2021, 08:46:46 PM IST

১৫ ওভারে ক্যাপিটালস ১১৬/২

সিদ্ধার্থের ওভারে ১২ রান ওঠে। ১টি ছক্কা মারেন পন্ত। ১৫ ওভারে ক্যাপিটালস ১১৬/২। পন্ত ২০ ও স্মিথ ১২ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 08:36:24 PM IST

১৪ ওভারে দিল্লি ২ উইকেটে ১০৪

রশিদের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন পন্ত। ১৪ ওভারে দিল্লি ২ উইকেটে ১০৪ রান তুলেছে। 

25 Apr 2021, 08:34:53 PM IST

১০০ টপকাল দিল্লি

১৪তম ওভারে দলগত ১০০ রান টপকে গেল দিল্লি।

25 Apr 2021, 08:33:14 PM IST

১৩ ওভার শেষে ক্যাপিটালস ৯৬/২

বিজয় শঙ্করের ওভারে ১০ রান তোলে দিল্লি। ১টি চার মারেন স্মিথ। ১৩ ওভার শেষে ক্যাপিটালস ৯৬/২।

25 Apr 2021, 08:27:32 PM IST

১২ ওভারে দিল্লি ৮৬/২

সূচিথের ওভারে ৩ রান ওঠে। ১২ ওভারে দিল্লি ৮৬/২।

25 Apr 2021, 08:24:10 PM IST

রান-আউট পৃথ্বী

১২তম ওভারের তৃতীয় বলে রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন পৃথ্বী। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন পৃথ্বী। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্মিথ। ৮৪ রানে ২ উইকেট হারায় দিল্লি।

25 Apr 2021, 08:23:35 PM IST

১১ ওভারে দিল্লি ৮৩/১

রশিদের ওভারে ৩ রান ওঠে। ১ উইকেট পড়ে। ১১ ওভারে দিল্লি ৮৩/১

25 Apr 2021, 08:21:08 PM IST

ধাওয়ান আউট

১১তম ওভারের দ্বিতীয় বলে ধাওয়ানকে বোল্ড করেন রশিদ। ৩টি বাউন্ডারি সাহায্যে ২৬ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন গব্বর। ক্রিজে নতুন ব্যাটসম্যান পন্ত। দিল্লি ৮১ রানে ১ উইকেট হারায়।

25 Apr 2021, 08:19:49 PM IST

১০ ওভারে দিল্লি ৮০/০

অর্ধেক ইনিংস শেষ সূচিথের ওভারে ৪ রান ওঠে। ১০ ওভারে দিল্লি ৮০/০।

25 Apr 2021, 08:19:36 PM IST

হাফ-সেঞ্চুরি পৃথ্বীর

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী। 

25 Apr 2021, 08:13:28 PM IST

৯ ওভারে ক্যাপিটালস ৭৬/০

রশিদের ওভারে ৯ রান তোলে দিল্লি। ১টি চার মারেন পৃথ্বী। ৯ ওভারে ক্যাপিটালস ৭৬/০। পৃথ্বী ব্যাট করছেন ৪৮ রানে। ধাওয়ান অপরাজিত ২৬

25 Apr 2021, 08:10:01 PM IST

দিল্লি ৮ ওভার শেষে ৬৮/০

সূচিথের ওভারে জোড়া বাউন্ডারি মারেন ধাওয়ান। ওভারে মোট ১১ রান ওঠে। দিল্লি ৮ ওভার শেষে ৬৮/০।

25 Apr 2021, 08:06:23 PM IST

৭ ওভার শেষে ক্যাপিটালস ৫৬/০

বিজয় শঙ্করের ওভারে ৫ রান তোলে দিল্লি। ৭ ওভার শেষে ক্যাপিটালস ৫৬/০। পৃথ্বী ৪০ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 07:58:30 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি বিনা উইকেটে ৫১ রান তুলেছে। সূচিথের ওভারে ৩ রান ওঠে। পৃথ্বী ৩৯ ও ধাওয়ান ১১ রানে ব্যাট করছেন।

25 Apr 2021, 07:57:31 PM IST

দিল্লি ৫০

ষষ্ঠ ওভারে দিল্লি দলগত ৫০ রান পূর্ণ করে।

25 Apr 2021, 07:57:08 PM IST

৫ ওভারে দিল্লি ক্যাপিটালস ৪৮/০

৫ ওভারে দিল্লি ক্যাপিটালস ৪৮/০। সিদ্ধার্থের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন পৃথ্বী।

25 Apr 2021, 07:56:14 PM IST

৪ ওভারে দিল্লি ক্যাপিটালস ৩৯/০

খলিলের ওভারে ৬ রান ওঠে। ৪ ওভারে দিল্লি ক্যাপিটালস ৩৯/০।

25 Apr 2021, 07:47:20 PM IST

৩ ওভারে দিল্লি ক্যাপিটালস ৩৩/০

সিদ্ধার্থের ওভারে ৭ রান ওঠে। ১টি ছক্কা মারেন পৃথ্বী। ৩ ওভারে দিল্লি ক্যাপিটালস ৩৩/০। 

25 Apr 2021, 07:40:37 PM IST

২ ওভারে দিল্লি ২৬/০

অভিষেক শর্মার ওভারে ১৪ রান ওঠে। ধাওয়ান ১টি ও পৃথ্বী ২টি বাউন্ডারি মারেন। ২ ওভারে দিল্লি ২৬/০।

25 Apr 2021, 07:34:36 PM IST

ম্যাচ শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী ও ধাওয়ান। বোলিং শুরু করেন খলিল আহমেদ। প্রথম ৩টি বলে বাউন্ডারি মারেন পৃথ্বী। ১ ওভারে ১২ রান ওঠে।

25 Apr 2021, 07:28:16 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর দাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিমরন হেতমায়ের, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র ও আবেশ খান।

25 Apr 2021, 07:26:45 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিরাট সিং, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সূচিথ, খলিল আহমেদ ও সিদ্ধার্থ কউল।

25 Apr 2021, 07:24:46 PM IST

মাঠের বাইরে ভুবনেশ্বর

ফিট নন ভুবনেশ্বর। তাঁর বদলে দলে ঢুকলেন সূচিথ।

25 Apr 2021, 07:24:02 PM IST

মাঠে ফিরলেন অক্ষর

করোনা আক্রান্ত হওয়ায় এতদনি মাঠের বাইরে ছিলেন অক্ষর প্যাটেল। অবশেষে মরশুমে দিল্লির পঞ্চম ম্যাচে মাঠে ফিরেলন তিনি। তাঁকে জায়গা ছেড়ে দেন ললিত।

25 Apr 2021, 07:13:15 PM IST

টস জিতল দিল্লি ক্যাপিটালস

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ঋষভ পন্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.