বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs KKR: কলকাতা বনাম হায়দরাবাদ, শেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতের ফলাফল

SRH vs KKR: কলকাতা বনাম হায়দরাবাদ, শেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতের ফলাফল

কেকেআর ও সানরাইজার্সের লোগো। ছবি- আইপিএল।

শেষ ৫ বারের সম্মুখসমরে ৩-২ ব্যবধানে এগিয়ে নাইট রাইডার্স।

শুভব্রত মুখার্জি

কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ বরাবর আইপিএলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটা। মুম্বই, চেন্নাই, হালফিলের দিল্লি-সহ কেকেআর এবং এসআরএইচের ম্যাচের একটা আলাদা গুরুত্ব থাকে এই টুর্নামেন্টে। অনেক সময় এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে প্লে-অফে কোন দল যাবে তার ভাগ্যও। স্বাভাবিকভাবেই একে অপরকে ২২ গজে টেক্কা দিতে মুখিয়ে রয়েছে দু'দল। মর্গ্যান বাহিনীর সঙ্গে চিপকে ওয়ার্নার বাহিনীর কাঁটে কা টক্কর দেখার অপেক্ষায় মুখিয়ে আপামর ভারতবাসী।

ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের শেষ ৫ সাক্ষাতে কি ঘটেছিল:-

১) ২০১৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৬০ রানে থামতে হয়েছিল নাইটদের। ফলে ১৪ রানে জয় ছিনিয়ে নিয়েছিলেন ওয়ার্নাররা।

২) ২০১৯ সালের আইপিএলের প্রথম লেগে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল হায়দরাবাদ। ২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১৮২ রানের লক্ষ্যে পৌঁছে গিয়ে এক রুদ্বশ্বাস ম্যাচ জিতেছিল কেকেআর।

৩) ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় লেগে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল কেকেআর। ৩০ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেদিন স্বপ্নের ফর্মে ব্যাট করেছিলেন হায়দরাবাদের ওপেনাররা।

৪) ২০২০ সালে করোনার কারণে আমিরশাহিতে হয় আইপিএল। সেখানে আইপিএলের প্রথম সাক্ষাৎ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলো ছিল দুই দলের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে সহজেই রান তাড়া করে জয় সুনিশ্চিত করেছিল কেকেআর।

৫) ২০২০ সালের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের ফয়সলা হয়েছিল। ২০২০ সালের আইপিএলের দ্বিতীয় লিগের ম্যাচে দুই দলের মধ্যে তীব্র লড়াই হয়। কোনওপক্ষ অপরপক্ষকে এক চুল জায়গা ছাড়তে রাজি ছিল না। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল কেকেআর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে একই রানে আটকে যায় হায়দরাবাদ। সুপার ওভারে ম্যাচ জয় নিশ্চিত করে মর্গ্যান বাহিনী।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.