বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs KKR: ব্রেবোর্ন নয়, KKR-কে যেন জোহানেসবার্গে সবুজ পিচে খেলতে হল! বললেন খোদ SRH তারকা

SRH vs KKR: ব্রেবোর্ন নয়, KKR-কে যেন জোহানেসবার্গে সবুজ পিচে খেলতে হল! বললেন খোদ SRH তারকা

মার্কো জেনসেন। (ছবি সৌজন্যে আইপিএল)

সেই সবুজ আভার পিচে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৫ রান তোলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এটা ব্রেবোর্ন স্টেডিয়ামের পিচ? সবুজ আভা দেখে অনেকেই চোখ রগড়াতে থাকেন। এমনকী কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে প্রথম ইনিংসে বলের পর তো খোদ দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জেনসেন বলে দিলেন, ‘মনে হচ্ছিল যেন জোহানেসবার্গে বল করছি।’

(SRH vs KKR Live ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)

শুক্রবার টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। নিজের চার ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট নেন। আউট করেন অ্যারন ফিঞ্চকে। শেষপর্যন্ত সেই পিচে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৫ রান তোলে কেকেআর। তারপর সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে জানসেন বলেন, ‘মনে হচ্ছিল যে জোহানেসবার্গে বল করছি। আমার মনে হচ্ছে এটা ভালো স্কোর। তবে আমরা সেই রান তাড়া করতে পারব।’

কেকেআরের ব্যাটিং রিপোর্ট

শুক্রবার ব্রেবোর্নে টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন। অজিঙ্কা রাহানেকে বাদ দিয়েও কেকেআরের ওপেনিংয়ে ভাগ্য ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ। তারপর বেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন আউট হয়ে যান। তার জেরে ৪.৩ ওভারে তিন উইকেটে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩১ রান। সেখান থেকে কেকেআরের ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানা। কিন্তু হায়দরাবাদের পরিকল্পনা জেনেবুঝেও ফাঁদে পা দেন কেকেআর অধিনায়ক। সেখান থেকে কেকেআরকে এগিয়ে নিয়ে যান আন্দ্রে রাসেল। শেষপর্যন্ত রানার ৩৬ বলে ৫৪ রান, রাসেলের ২৫ বলে অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৭০ রানের গণ্ডি পার করে। 

(আইপিএল ২০২২ সংক্রান্ত যে কোনও তথ্য পড়ুন এখানে)

বন্ধ করুন