ভয়ানক ঘটনা হায়দরাবাদের গ্যালারিতে। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে লখনউ সুপার জায়ান্টের উপর রাগ উগরে দেন সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা। যদিও লখনউয়ের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের এক্ষেত্রে কোনও দোষই ছিল না।
উপ্পলে আইপিএল ২০২৩-এর ৫৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স। প্রথম ইনিংসের ১৮.৩ ওভারে হায়দরাবাদের ব্যাটসম্যান আব্দুল সামাদকে হাই ফুলটস বল করেন লখনউয়ের পেসার আবেশ খান। ফিল্ড আম্পায়ার নো-বল ডাকেন। তবে লখনউ সুপার জায়ান্টস রিভিউয়ের আবেদন জানায়।
টেলিভিশন রি-প্লে দেখে অনেকেরই মনে হয় যে, সেটি যথার্থই নো-বল ছিল। তবে তৃতীয় আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত নাকচ করে সেটিকে ফেয়ার ডেলিভারি বলে ঘোষণা করেন। ফলে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করায় সেই বলে শুধু মাত্র ১ রান পায় সানরাইজার্স। ব্যাটসম্যান সামাদ মাথা নেড়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে স্ট্রাইকার প্রান্তে যাওয়া ক্লাসেন স্কোয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন।
নো-বলের সিদ্ধান্ত বদলে যাওয়ার পরেই হায়দরাবাদের গ্যালারিতে উত্তেজনা তৈরি হয়। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লখনউ শিবিরের উপরে রাগ উগরে দেন দর্শকরা। লখনউয়ের ডাগ-আউট লক্ষ্য করে কিছু ছোঁড়েন দর্শকরা। অসমর্থিত সূত্রের খবর, লখনউয়ের ডাগ-আউটে নাট-বোল্ট ছোঁড়া হয়। বড়সড় বিপদ ঘটতে পারে বুঝেই লখনউয়ের সাপোর্ট স্টাফরা মাঠে নেমে পড়েন। তাঁরা ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে।
যদিও তাতে দর্শকদের ক্ষোভ কমেনি মোটেও। বরং লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকে দেখতে পাওয়া মাত্রই দর্শকরা কোহলি-কোহলি বলে চিৎকার করতে শুরু করেন। ম্যাচ বেশ কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে। তড়িঘড়ি লখনউয়ের ডাগ-আউটের পিছনের গ্যালারিতে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পরে খেলা পুনরায় শুরু হয়।
শুধু একটি নো-বলই নয়, বরং প্রথম ইনিংসের শেষ ওভারে একটি নিশ্চিত ওয়াইড বল থেকেও হায়দরাবাদ শিবিরকে তৃতীয় আম্পায়ার বঞ্চিত করেন বলে অভিযোগ উঠতে শুরু করে। সানরাইজার্স শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন ৪৭, আব্দুল সামাদ ৩৭, আনমোলপ্রীত সিং ৩৬, রাহুল ত্রিপাঠী ২০ ও এডেন মার্করাম ২৮ রান করেন। লখনউয়ের হয়ে ২টি উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।