বেশিরভাগ সাধারণ ক্রিকেটপ্রেমীর মতো টম মুডিও বিশ্বাস করতে পারছেন না যে, উপ্পলে আব্দুল সামাদকে করা আবেশ খানের হাই-ফুলটস বলটি নো-বল নয়। আসলে ফিল্ড আম্পায়ারও প্রাথমিকভাবে মেনে নিয়েছিলেন যে, ফুলটস বলটি ব্যাটসম্যানের কোমরের উপরে ছিল। তবে তৃতীয় আম্পায়ার ভিন্ন মত পোষণ করেন।
হায়দরাবাদে সানরাইজার্স ইনিংসের ১৮.৩ ওভারে ব্যাটসম্যান আব্দুল সামাদকে হাই ফুলটস বল করেন লখনউয়ের পেসার আবেশ খান। ফিল্ড আম্পায়ার নো-বল ডাকেন। তবে লখনউ সুপার জায়ান্টস রিভিউয়ের আবেদন জানায়। ইনিংসের শেষ দিকে রিভিউ বেঁচে থাকলে সব দলই এমন ক্ষেত্রে একবার যাচাই করে নিতে চায় যে, বলটি যথার্থই নো ছিল কিনা। যদি সিদ্ধান্ত বদল হয় এই আশায় বুক বেঁধেই ডিআরএসের আবেদন জানান লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া।
টেলিভিশন রি-প্লে দেখে অনেকেরই মনে হয় যে, সেটি যথার্থই নো-বল ছিল। তবে তৃতীয় আম্পায়ার সকলকে অবাক করে নো-বলের সিদ্ধান্ত নাকচ করেন এবং বলটিকে ফেয়ার ডেলিভারি হিসেবে ঘোষণা করেন।
তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হননি দুই ব্যাটসম্যান। আব্দুল সামাদ মাথা নেড়ে নিজের হতাশা প্রকাশ করেন। তবে অপর ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। তিনি তর্ক জুড়ে দেন স্কোয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে।
ম্যাচ চলাকালীনই টম মুডি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। প্রাক্তন তারকা টুইট করেন, ‘এমন ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কীভাবে এত সময় লাগতে পারে?’
মুডিকে এক্ষেত্রে সমর্থন করেন কিউয়ি পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। তিনি টুইট করেন, ‘কীভাবে এই নো-বলের সিদ্ধান্তে বদলে দেওয়া যায়?’
শুধু একটি নো-বলই নয়, ইনিংসের শেষ ওভারে একটি নিশ্চিত ওয়াইড বল থেকেও হায়দরাবাদকে বঞ্চিত করা হয় বলে মত ক্রিকেটপ্রেমীদের। বল ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে গেলেও সেক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের যুক্তি ছিল, যেহেতু ব্যাটসম্যান লাফিয়ে বলের নাগাল পাওয়ার চেষ্টা করেছেন, তাই সেটি বৈধ ডেলিভারি।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে শুধু ব্যাটসম্যান বা টম মুডির মতো বিশেষজ্ঞরাই নন, বরং ক্ষুব্ধ দেখায় গ্যালারির দর্শকদেরও। নো-বলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে দর্শকরা হাঙ্গামা শুরু করে দেন। তাঁদের রাগ গিয়ে পড়ে লখনউ সুপার জায়ান্টস শিবিরের উপরে। গম্ভীরকে দেখে কোহলি-কোহলি চিৎকার শুরু করে দেন দর্শকরা। এমনকি ফিল্ডার প্রেরক মানকড়কে লক্ষ্য করে নাট-বোল্ট ছোঁড়া হয় বলেও অভিযোগ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।