বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs MI: দাপুটে জয়েও প্লে-অফের টিকিট হাতছাড়া, ছিটকে গেলেন রোহিতরা
জিতেও ছিটকে যেতে হল মুম্বইকে। ছবি- আইপিএল।

SRH vs MI: দাপুটে জয়েও প্লে-অফের টিকিট হাতছাড়া, ছিটকে গেলেন রোহিতরা

১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন ইশান কিষাণ।
  • ২৪ বলে হাফ-সেঞ্চুরি করেন সূর্যকুমার।
  • আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে মাঠে নামে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের কাছে এটা নিছকই নিয়মরক্ষার লড়াই ছিল। তবে মুম্বইয়ের কাছে মহা গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। শেষমেশ জিতেও নেট রান-রেটে কলকাতার কাছে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় রোহিত শর্মাদের।

    08 Oct 2021, 11:53:05 PM IST

    ম্যাচের সেরা ইশান কিষাণ

    ১৬ বলে হাফ-সেঞ্চুরি করা ইশান কিষাণ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি শেষমেশ ৩২ বলে ৮৪ রান করে আউট হন।

    08 Oct 2021, 11:51:55 PM IST

    ৫ নম্বরে থেকে অভিযান শেষ করে মুম্বই

    পাণ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২১-এর অভিযান শেষ করে পাঁচ নম্বরে থেকে। নেট রান-রেটে কলকাতা নাইট রাইডার্সের কাছে পিছিয়ে পড়তে হয় রোহিত শর্মাদের। ফলে কলকাতা চতুর্থ দল হিসেবে প্লে-্ফের টিকিট নিশ্চিত করে। বিদায় নিতে হয় পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে।

    08 Oct 2021, 11:31:43 PM IST

    ৪২ রানে জয় মুম্বইয়ের

    মুম্বই ইন্ডিয়ান্সের ৯ উইকেটে ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে থামতে হয় ৮ উইকেটে ১৯৩ রানে। ৪২ রানের ব্যবধানে ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। মণীশ পান্ডে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ১ রান করে নট-আউট থাকেন সিদ্ধার্থ।

    08 Oct 2021, 11:24:46 PM IST

    কুল্টার-নাইলের শিকার ঋদ্ধি

    ১৮.৪ ওভারে কুল্টার-নাইলের বলে তাঁর হাতেই ক্যাচ দেন ঋদ্ধিমান সাহা। ৫ বলে ২ রান করে সাহা। হায়দরাবাদ ১৮২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সিদ্ধার্থ কউল। ১৯ ওভারে সানরাইজার্স ১৮২/৮।

    08 Oct 2021, 11:18:13 PM IST

    রশিদকে ফেরালেন বুমরাহ

    ১৭.২ ওভারে রশিদকে ফেরালেন বুমরাহ। ২টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৯ রান করে বুমরাহর হাতেই ফিরতি ক্যাচ দেন রশিদ। হায়দরাবাদ ১৭৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ১৮ ওভারে হায়দরাবাদ ১৭৯/৭।

    08 Oct 2021, 11:16:51 PM IST

    মণীশ পান্ডের হাফ-সেঞ্চুরি

    ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মণীশ পান্ডে।

    08 Oct 2021, 11:14:16 PM IST

    হোল্ডারকে ফেরালেন কুল্টার-নাইল

    ১৬.১ ওভারে হোল্ডারকে ফেরালেন কুল্টার-নাইল। ২ বলে ১ রান করে বোল্টের হাতে ধরা পড়েন হোল্ডার। ১৬৬ রানে ৬ উইকেট হারায় হায়দরাবাদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান। ১৭ ওভারে সানরাইজার্স ১৭৬/৬। 

    08 Oct 2021, 11:04:41 PM IST

    প্রিয়মকে ফেরালেন বুমরাহ

    ১৫.১ ওভারে প্রিয়মকে ফেরালেন বুমরাহ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৯ রান করে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন প্রিয়ম। হায়দরাবাদ ১৫৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেসন হোল্ডার। ১৬ ওভারে হায়দরাবাদ ১৬৬/৫।

    08 Oct 2021, 10:57:17 PM IST

    ৬ ওভারে দরকার ৯৪ রান

    জয়ের জন্য শেষ ৬ ওভারে বায়দরাবাদের দরকার ৯৪ রান। ১৪ ওভার শেষে সানরাইজার্স ৪ উইকেটে ১৪২ রান তুলেছে। মণীশ পান্ডে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। প্রিয়ম গর্গ ব্যাট করছেন ব্যক্তিগত ২৭ রানে।

    08 Oct 2021, 10:47:11 PM IST

    ১২ ওভারে হায়দরাবাদ ১২৭/৪

    ১২ ওভারে হায়দরাবাদ ১২৭/৪। মণীশ ১৯ বলে ৩০ ও প্রিয়ম ১০ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য ৮ ওভারে দরকার ১০৯ রান।

    08 Oct 2021, 10:36:08 PM IST

    সামাদ আউট

    ৯.১ ওভারে সামাদকে ফেরালেন নিশাম। ৩ বলে ২ রান করে পোলার্ডের হাতে ধরা পড়েন সামাদ। হায়দরাবাদ ১০০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রিয়ম গর্গ। ১০ ওভারে সানরাইজার্স ১০৫/৪।

    08 Oct 2021, 10:29:28 PM IST

    নবিকে ফেরালেন চাওলা

    ৮.৩ ওভারে মহমামদ নবির উইকেট তুলে নেন চাওলা। ৪ বলে ২ রান করে পোলার্ডের হাতে ধরা পড়েন নবি। হায়দরাবাদ ৯৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ৯ ওভারে হায়দরাবাদ ১০০/৩। মণীশ ১২ বলে ২১ রান করে অপরাজিত রয়েছেন।

    08 Oct 2021, 10:28:53 PM IST

    অভিষেককে ফেরান নিশাম

    ৬.৬ ওভারে অভিষেকের উইকেট তুলে নেন নিশাম। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৩ রানে করে কুল্টার-নাইলের হাতে ধরা পড়েন অভিষেক। হায়দরাবাদ ৭৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ নবি।

    08 Oct 2021, 10:15:45 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ ৭০/০

    পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ কোনও উইকেট না হারিয়ে ৭০ রান তুলেছে। সুতরাং জিতলেও মুম্বি ইন্ডিয়ান্সের পক্ষে আর কেকেআরকে টপকে প্লে-অফে যাওয়া সম্ভব নয়। কলকাতা নাইট রাইডার্স চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে জায়গা করে নেয়।

    08 Oct 2021, 10:10:55 PM IST

    জেসনকে ফেরালেন বোল্ট

    ৫.২ ওভারে বোল্টের বলে ক্রুণালের হাতে ধরা পড়লেন জেসন রয়। ৬টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩৪ রান করে আউট হব জেসন। হায়দরাবাদ ৬৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মণীশ পান্ডে।

    08 Oct 2021, 10:08:32 PM IST

    ৫ ওভারে সানরাইজার্স ৬০/০

    ৫ ওভার শেষে সানরাইজার্স কোনও উইকেট না হারিয়ে ৬০ কান তুলেছে। জেসন ৩০ ও অভিষেক ২৫ রানে ব্যাট করছেন। কুল্টার-নাইলের বলে পরপর ৩টি চার মারেন অভিষেক।

    08 Oct 2021, 10:03:40 PM IST

    হায়দরাবাদ ৪ ওভারে ৪৭/০

    হায়দরাবাদ ৪ ওভার শেষে বিনা উইকেটে ৪৭ রান তুলেছে। জেসন রয় ২৯ ও অভিষেক শর্মা ১৩ রানে ব্যাট করছেন। সানরাইজার্স ৬৪ রান টপকালেই মুম্বইকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। 

    08 Oct 2021, 09:50:28 PM IST

    হায়দরাবাদের রান তাড়া করা শুরু

    সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও অভিষেক শর্মা। বোলিং শুরু করেন বোল্ট। প্রথম ওভারে ৫ রান ওঠে। 

    08 Oct 2021, 09:31:33 PM IST

    মুম্বই ২০ ওভারে ২৩৫/৯

    মুম্বই ২০ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান তুলেছে। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৩৬ রান। হায়দরবাদকে ৬৪ রানের কমে আটকে রাখতে পারলে তবে প্লে-অফে যাবেন রোহিতরা।

    08 Oct 2021, 09:28:43 PM IST

    সূর্যকুমার আউট

    ১৯.৪ ওভারে সূর্যকুমারকে ফেরালেন হোল্ডার। ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮২ রান করে নবির হাতে ধরা পড়েন সূর্য। মুম্বই ২৩০ রানে ৯ উইকেট হারায়।

    08 Oct 2021, 09:27:31 PM IST

    চাওলাকে ফেরালেন হোল্ডার

    ১৯.১ ওভারে চাওলাকে ফেরালেন হোল্ডার। ২ বল খেলে খাতা খোলার আগেই সামাদের হাতে দরা পড়েন চাওলা। মুম্বই ২৩০ রােন ৮ উইকেট হারায়।

    08 Oct 2021, 09:26:11 PM IST

    ১৯ ওভারে মুম্বই ২৩০/৭

    ১৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলেছে। আইপিএলে এটিই মুম্বইয়ের সর্বোচ্চ ইনিংস। সূর্যকুমার ৮২ রানে ব্যাট করছেন।

    08 Oct 2021, 09:12:45 PM IST

    কুল্টার-নাইল আউট

    ১৭.২ ওভারে হোল্ডারের বলে মহম্মদ নবির হাতে ধরা পড়েন ন্যাথন কুল্টার-নাইল। ৩ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন তিনি। মুম্বই ২০৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পীযূষ চাওলা। মুম্বই ১৮ ওভারে ২১৭/৭। সূর্যকুমার ৭০ রানে ব্যাট করছেন।

    08 Oct 2021, 09:10:43 PM IST

    হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

    ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুামর যাদব। তিনি ব্যাট করছেন ৫৯ রান করে।

    08 Oct 2021, 09:08:53 PM IST

    ১৭ ওভারে ২০০ টপকাল মুম্বই

    ১৭ ওভারে দলগত ২০০ রান টপকে গেল মুম্বই। তারা ৬ উইকেটে ২০৪ রান তুলেছে। ইতিমধ্যেই এটি চলতি আইপিএলের আমিরশাহি লেগের সর্বোচ্চ রানের ইনিংসে পরিণত হয়েছে।

    08 Oct 2021, 08:59:13 PM IST

    ক্রুণালকে ফেরালেন রশিদ

    ১৫.৩ ওভারে ক্রুণাল পান্ডিয়ার উইকেট তুলে নিলেন রশিদ খান। ৭ বলে ৯ রান করে নবির হাতে ধরা পড়েন পান্ডিয়া। মুম্বই ১৮৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ন্যাথন কুল্টার-নাইল। মুম্বই ১৬ ওভারে ১৯০/৬। সূর্যকুমার ২২ বলে ৪৫ রান করে অপরাজিত রয়েছেন।

    08 Oct 2021, 08:45:37 PM IST

    নিশামকে ফেরালেন অভিষেক

    ১২.৬ ওভারে নিশামকে ফেরান অভিষেক। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন তিনি। ব্যক্তিগত হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে অভিষেক। নিশাম ১ বলে শূন্য রান করে মহম্মদ নবির হাতে ধরা পড়েন। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া। ১৩ ওভারে মুম্বইয়ের স্কোর ১৫১/৫।

    08 Oct 2021, 08:43:13 PM IST

    পোলার্ডকে ফেরালেন অভিষেক

    ১২.৫ ওভারে কায়রন পোলার্ডের উইকেট তুলে নেন অভিষেক শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৩ রান করে জেসন রয়ের হাতে ধরা পড়েন পোলার্ড। মুম্বই ১৫১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিমি নিশাম।

    08 Oct 2021, 08:39:17 PM IST

    ১২ ওভারে মুম্বই ১৪৬/৩

    ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। সূর্যকুমার ১৬ ও পোলার্ড ৯ রানে ব্যাট করছেন।

    08 Oct 2021, 08:31:31 PM IST

    রেকর্ড ছুঁল মুম্বই

    ১০ ওভারে মুম্বই ৩ উইকেটে ১৩১ রান আইপিএলের ইতিহাসে সেরা। ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাবও সানরাইজার্সের বিরুদ্ধেই ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছিল।

    08 Oct 2021, 08:23:17 PM IST

    ইশান আউট

    দশম ওভারের প্রথম বলে আউট হলেন ইশান কিষাণ। ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৮৪ রান করে ঋদ্ধির দস্তানায় ধরা পড়েন তিনি। মুম্বই ১২৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। মুম্বই ১০ ওভারে ১৩১/৩।

    08 Oct 2021, 08:16:54 PM IST

    হার্দিক পান্ডিয়া আউট

    নবম ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়াকে আউট করেন জেসন হোল্ডার। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১০ রান করে জেসন রয়ের হাতে ধরা পড়েন হার্দিক। মুম্বই ১১৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

    08 Oct 2021, 08:12:43 PM IST

    ৮ ওভারে মুম্বই ১১২/১

    ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটে ১১২ রান তুলেছে। ইশান ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৮৩ রান করে ব্যাট করছেন।

    08 Oct 2021, 08:06:11 PM IST

    পাওয়ার প্লে-র মধ্যেই ৬৩ রান ইশানের

    পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ইশান ২২ বলে ৬৩ রান করেন। পাওয়ার প্লে-তে তাঁর থেকে বেশি রান করেছেন কেবল সুরেশ রায়না (৮৭) ও গিলক্রিস্ট (৭৪)।

    08 Oct 2021, 07:57:58 PM IST

    রোহিত আউট

    রোহিতকে ফিরিয়ে মুম্বইয়ের ওপেনিং জুটি ভাঙলেন রশিদ খান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নবির হাতে ধরা পড়েন হিটম্যান। ১৩ বলে ১৮ রান করেন রোহিত। তিনি ৩টি চার মারেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ১ উইকেটে ৮৩ রান তুলেছে।

    08 Oct 2021, 07:49:31 PM IST

    ১৬ বলে হাফ-সেঞ্চুরি ইশানের

    ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ খরেলন ইশান কিষাণ। চলতি আইপিএলের এটিই দ্রুততম অর্ধশতরান। মুম্বই ৪ ওভারে ৬৩/০। ইশান ৫০ ও রোহিত ১২ রানে ব্যাট করছেন।

    08 Oct 2021, 07:41:09 PM IST

    দ্বিতীয় ওভারে ৪টি চার ইশানের

    সিদ্ধার্থ কউলের দ্বিতীয় ওভারের পরপর চারটি চার মারেন ইশান। ওভারে ১৮ রান ওঠে। মুম্বই ২ ওভারে ২৬/০। ইশান ৯ বলে ২৫ রান করেছেন।

    08 Oct 2021, 07:33:26 PM IST

    ম্যাচ শুরু

    মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও ইশান। বোলিং শুরু করেন নবি। দ্বিতীয় বলেই ছক্কা মারেন ইশান। প্রথম ওভারে ৮ রান ওঠে।

    08 Oct 2021, 07:32:46 PM IST

    হায়দরাবাদের প্রথম একাদশ

    হায়দরাবাদ চার বিদেশির কোটায় মাঠে নামায়, জেসন রয়, হোল্ডার, নবি ও রশিদকে। মণীশ ও নবি দলে ঢোকেন ভুবনেশ্বর ও উইলিয়ামসনের পরিবর্তে।প্রথম একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পান্ডে (ক্যাপ্টেন), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, মহম্মদ নাবি, রশিদ খান, উমরান মালিক ও সিদ্ধার্থ কউল।

    08 Oct 2021, 07:29:15 PM IST

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই চার বিদেশির কোটায়, পোলার্ড, নিশাম, কুল্টার-নাইল ও বোল্টকে মাঠে নামায়। ক্রুণাল ও চাওলা দলে ঢোকেন সৌরভ তিওয়ারি ও জয়ন্ত যাদবের বদলে।প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, জিমি নাশাম, ক্রুণাল পান্ডিয়া, ন্যাথন কুল্টার-নাইল, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

    08 Oct 2021, 07:14:15 PM IST

    হায়দরাবাদের ক্যাপ্টেন মণীশ পান্ডে

    কেন উইলিয়ামসন শেষ ম্যাচে মাঠে নামেননি। তাঁর পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতে নামেন মণীশ পান্ডে।

    08 Oct 2021, 07:09:35 PM IST

    টস জিতল মুম্বই

    কোনও ক্রিকেট ম্যাচের টস কখনও এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিনা সন্দেহ। টস হারলে এবং হায়দরাবাদ ব্যাটিং নিলে ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অভিযান। তবে টস জেতেন রোহিত এবং তিনি সঙ্গত কারণেই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লাইফ লাইন পায় মুম্বই।

    08 Oct 2021, 06:54:34 PM IST

    প্রথম লেগের ফলাফল

    আইপিএল ২০২১-এর প্রথম লেগে মুম্বই ইন্ডিয়ান্স ১৩ রানে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেটে ১৫০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৩৭ রানে অল-আউট হয়ে যায়।

    08 Oct 2021, 06:43:46 PM IST

    মুম্বইয়ের টিকে থাকার অঙ্ক

    শেষ ম্যাচে মুম্বই জিতলে নেট রান-রেটের অঙ্কে প্লে-অফের চতুর্থ দল নির্ধারিত হবে। সেক্ষেত্রে কলকাতার নেট রান-রেট টপকাতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করে অন্তত ২০০ রান তুলতেই হবে এবং সেই সঙ্গে ১৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিততে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও আইপিএলের মতো টুর্নামেন্টে এমন একপেশেভাবে ম্যাচ জেতা কার্যত অসম্ভব। তবু খাতায়-কলমে মুম্বই প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে বলতেই হয়।তবে মুম্বই ইন্ডিয়ান্স যদি পরে ব্যাট করে, তবে হায়দরাবাদের ঝুলিয়ে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নিয়ে কলকাতার নেট রান-রেটকে টপকানো সম্ভব হবে না রোহিতদের পক্ষে। সুতরাং মুম্বই পরে ব্যাট করলে তাদের প্লে-অফে যাওয়ার আর কোনও সম্ভাবনাই থাকবে না।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী

    Latest IPL News

    দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.