মরশুমের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিক জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে বিরাট কোহলিরা। অপরদিকে প্রথম ম্যাচে হারের গ্লানি ভুলে মরশুমের প্রথম জয়ই লক্ষ্য ডেভিড ওয়ার্নারদের। ম্যাচের প্রথম বল গড়ানোর আগেই সানরাইজার্সের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আরসিবির সহ-অধিনায়ক এবি ডি'ভিলিয়র্স।
ডি'ভিলিয়র্স মনে করছেন সানরাইজার্স দলে গভীরতার অভাবকে কাজে লাগিয়ে তাঁরা ওয়ার্নাদের চাপে ফেলতে পারবেন। ডি'ভিলিয়র্স বলেন, 'আমি সানরাইজার্সের বিরুদ্ধে খেলা সবসময় উপভোগ করি। ওদের বোলিং অ্যাটাক খুব ভালো। সানরাইজার্সের বোলাররা তাঁদের দক্ষতা ও বুদ্ধি দিয়ে আপনাকে কঠিন প্রশ্নের মুখে ফেলতে পারে। তবে বাকি দলগুলির তুলনায় ওদের গভীরতা খানিকটা কম। আমরা যদি শুরুতেই পার্টনারশিপ গড়তে পারি, তাহলে ওদের সহজেই চাপে ফেলা সম্ভব হবে। ম্যাচের রাশ নিজেদের দখলে একবার নিয়ে নিলে আর কিছুতেই ওদের ম্যাচে ফিরতে দেওয়া যাবে না। ওইরকম পরিস্থিতিতেই ওরা ভয়ঙ্কর হয়ে ওঠার দক্ষতা রাখে।'
প্রায় চার মাস পরে মাঠে নেমেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ বলে ৪৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেন এবিডি। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো বিশ্বতারকাদের বল অনায়াসেই মাঠের বাইরে পাঠান তিনি। কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও আইপিএলের প্রস্তুতি দু'মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন বলে জানান প্রোটিয়া তারকা।
'আমি দু'মাস প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও নিজের ফিটনেস বজায় রাখতে জিমে কসরত করি, নেটে অনেক সময় কাটিয়েছি। সত্যি বলতে ঠিকঠাক ফর্মে ফিরতে আমায় অন্য বছরের তুলনায় এ বার অনেক বেশি খাটতে হয়েছে।' বলে জানান ডি'ভিলিয়র্স।