Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore IPL 2023: সপ্তম ক্রিকেটার হিসেবে চলতি আইপিএলে ব্যক্তিগত শতরানের কৃতিত্ব অর্জন করেন ক্লাসেন।
1/8চলতি আইপিএলে সপ্তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন এনরিখ ক্লাসেন। উপ্পলে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ৪৯ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান তিনি। সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে যুগ্মভাবে আইপিএল ২০২৩-এর দ্রুততম শতরান করার নজির গড়েন ক্লাসেন। এটি এনরিখের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন। ছবি- এপি।
2/8ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কেকেআর তারকা বেঙ্কটেশ আইয়ার। তিনি সেই ম্যাচে ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন। ছবি- পিটিআই।
3/8ওয়াংখেড়েতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সেই ম্যাচে তিনি ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। ছবি- এমআই টুইটার।
4/8ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৩ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। সেই ম্য়াচে তিনি ১৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৬২ বলে ১২৪ রান করে আউট হন। ছবি- পিটিআই।
5/8ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান সানরাইজার্স হায়দরাবাদের হ্যারি ব্রুক। সেই ম্যাচে তিনি ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। ছবি- পিটিআই।
6/8আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন গুজরাট টাইটানসের তারকা ওপেনার শুভমন গিল। তিনি সেই ম্যাচে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ১০১ রান করে আউট হন। ছবি- এএফপি।
7/8অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬১ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান পঞ্জাব কিংসের প্রভসিমরন সিং। তিনি সেই ম্য়াচে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১০৩ রান করে আউট হন। ছবি- এএফপি।
8/8উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। তিনি ১২টি টার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১০০ রান করে আউট হন। ছবি আইপিএল টুইটার।