বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs RCB: খুব বেশি অভিনব শট খেলি না.. টেকনিক ঠিক রাখতে হবে- IPL-এর মাঝেই WTC ফাইনালের ভাবনায় ডুবে কোহলি

SRH vs RCB: খুব বেশি অভিনব শট খেলি না.. টেকনিক ঠিক রাখতে হবে- IPL-এর মাঝেই WTC ফাইনালের ভাবনায় ডুবে কোহলি

বিরাট কোহলি।

আরসিবি-কে ম্যাচ জেতানোর পরে কোহলি বলেছেন যে, তিনি ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাথায় রেখেছেন। পাশাপাশি কেন তিনি খুব বেশি অভিনব শট খেলেন না, তারও কারণ ব্যাখ্যা করেছেন।

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। সেই সঙ্গে তিনি স্পর্শ করলেন ক্রিস গেইলের নজিরও। আইপিএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডের তালিকায় গেইলের পাশাপাশি নাম তুললেন বিরাট। প্রসঙ্গত, চার বছর বাদে কোহলি ফের আইপিএলে শতরান হাঁকালেন।

কোহলি ৬২ বলে শতরান করে সনারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটি গুরুত্বপূর্ণ জয় পেতে সাহায্য করে। যার জেরে ২০২৩ আইপিএলের প্লে-অফের দৌড়ে বড় দাবীদার হয়ে উঠল আরসিবি।

আরসিবি-কে ম্যাচ জেতানোর পরে কোহলি বলেছেন যে, তিনি ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাথায় রেখেছেন। পাশাপাশি কেন তিনি খুব বেশি অভিনব শট খেলেন না, তারও কারণ ব্যাখ্যা করেছেন।

দুরন্ত সেঞ্চুরির জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার পরে কোহলি বলেন, ‘আমি খুব বেশি ফ্যান্সি শট খেলি না। আসলে আইপিএলের পর টেস্ট ক্রিকেট (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) রয়েছে। আমার টেকনিক ঠিক রাখতে হবে।’ ৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ।

সেঞ্চুরির পর ৩৪ বছরের তারকা বেশ সন্তুষ্ট। পাশাপাশি তিনি নিন্দুকদেরও এক হাত নিয়েছেন। সম্প্রতি তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। আগের কিছু ম্যাচে রানও পাননি তিনি। সব মিলিয়ে নিন্দুকেরা খর্গহস্ত ছিলেন। ৬২ বলে শতরান হাঁকিয়ে কোহলি সেই নিন্দুকদেরই ব্যাট হাতে জবাব দিয়েছেন।

শুধু তাই নয়, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও কোহলির পরিসংখ্যান বেশ খারাপ। বৃহস্পতিবার ম্যাচের আগে এসআরএইচের বিরুদ্ধে কোহলি মোট ২০ ম্যাচে ৩১.৬১ গড়ে ৫৬৯ রান করেছিলেন। সে সম্পর্কেও ছিল জোর চর্কা। কোহলি তাই বলেছেন, ‘ভেবেছিলাম এসআরএইচ খুব ভালো স্কোর করেছে। বলও গ্রিপ করছিল। ফ্যাফ একেবারে আলাদা মেজাজে ছিল। আমি কিছু ম্যাচে রান পাইনি। আমি যে ভাবে নেটে খেলেছিলাম, মাঝে মাঠে নেমে সেটা খেলতে পারছিলাম না। তবে অতীতের রেকর্ডের দিকে তাকাবেন না। আমি ইতিমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে রেখেছি। বাইরের কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না।’

কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড বইয়ে নাম তুলেছেন। দক্ষিণ আফ্রিকার তারকার সঙ্গে তাঁর দুরন্ত মেলবন্ধন নিয়ে বিরাট মজা করে বলেছেন যে, ট্যাটুগুলি তাঁদের একসঙ্গে ভালো পারফর্ম করার অন্যতম কারণ।

মজা করেই আরসিবি-র প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, এই ট্যাটুগুলিই আমাদের দু'জনের একসঙ্গে ভালো খেলার আসল কারণ। আরসিবি-র হয়ে একসঙ্গে ওপেন করাটা একটা ভালো পরিবর্তন হয়েছে এবং এটা ভালো প্রভাব ফেলেছে।’

হায়দরাবাদে খেলতে গিয়ে যে ভাবে কোহলি এবং আরসিবি-র হয়ে গলা ফাটিয়েছে পুরো স্টেডিয়ামে, তাতে উচ্ছ্বসিত বিরাট। তিনি বলেছেন, ‘এখানে সমর্থকেরা দারুণ ছিল। ফ্যাফও সে কথা বলেছে। মনে হচ্ছিল, ঘরের মাঠে খেলছি। ভক্তরা আমাদের জন্য উল্লাস করছিল, আমার নামও নিচ্ছিল। আমি মনে করি, এটা তৈরি করা সম্ভব নয়। আমি কাউকে আমাকে সমর্থন করতে বাধ্য করিনি। অনেক লোককে খুশি করতে পারাটাও একটা দারুণ বিষয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.