বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > জয়ে ফিরতে কোন একাদশ নামাবে SRH, দেখে নিন RCB -র সম্ভাব্য একাদশ

জয়ে ফিরতে কোন একাদশ নামাবে SRH, দেখে নিন RCB -র সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার ভক্তরা ডবল হেডার ম্যাচ দেখতে পাবেন। বিকেলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচটি আয়োজিত হবে। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই ম্যাচটি হল লিগের ৫৪তম ম্যাচ।

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার ভক্তরা ডবল হেডার ম্যাচ দেখতে পাবেন। বিকেলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচটি আয়োজিত হবে। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই ম্যাচটি হল লিগের ৫৪তম ম্যাচ। হায়দরাবাদ এই মুহূর্তে পরাজয়ের হ্যাটট্রিক করেছে। এবার কেন উইলিয়ামসনরা জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া। শেষ তিন ম্যাচে হারের পরে হায়দরাবাদ এখন তালিকার ছয় নম্বরে রয়েছে। কেন উইলিয়ামসনরা এখনও পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে এবং পাঁচটিতে জিতেছে। তাদের পয়েন্ট হল ১০ ম্য়াচে ১০ পয়েন্ট। হায়দরাবাদকে প্লে-অপে উঠতে হলে এদিনের ম্যাচ জিততেই হবে।

অন্যদিকে, ১১ ম্যাচের মধ্যে ছয়টিতে জিতে ব্যাঙ্গালোর তাদের অবস্থান মজবুত করেছে। দলটি বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চার নম্বরে রয়েছে। ব্যাঙ্গালোরের দল চলতি মরশুমে ভাল করলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি। কোহলি ১১ ম্যাচে ২১.৬০ গড়ে মাত্র ২১৬ রান করেছেন।তবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিনি হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এদিনের ম্যাচে আরও এক রান করার পর আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৬৫০০ রান পূর্ণ করবেন কোহলি। আগের ম্যাচে হারের হ্যাটট্রিক করার পর ব্যাঙ্গালুরু জিতেছিল এবং তারা নিজেদের দয়ের ধারা ধরে রাখতে চাইবে।

দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ:

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, শ্রেয়স গোপাল, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, ফ্যাফ ডু’প্লেসি (সি), ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীনেশ কার্তিক, জোস হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, সুয়াশ প্রভুদেশাই।

বন্ধ করুন