বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > নিজেদের দেশে IPL 2022-এর আয়োজন করতে মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

নিজেদের দেশে IPL 2022-এর আয়োজন করতে মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

২০২২ সালের আইপিএল করতে মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে ভাবছে। এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, এবং তা সফল ভাবে আয়োজিত হয়েছিল। গত

আইপিএল ২০২২ নিজেদের দেশে করতে মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।   নিয়ে জোর প্রস্তুতি চলছে ভারতীয় ক্রিকেটে। এই মুহূর্তে দেশে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। রীতিমতো হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের দাপটে ভারত একেবারে কাঁপছে। এই পরিস্থিতি বিসিসিআই আইপিএল ২০২২-এর জন্য দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে তৈরি রাখতে চাইছে। তবে শ্রীলঙ্কা আইপিএলের আয়োজন করতে একেবারে মরিয়া। 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি'লিসভা ক্রিকবাজকে জানিয়েছে, ‘শ্রীলঙ্কায় আইপিএল করতে আমরা খুবই আগ্রহী। এই বিষয়ে আমরা বিসিসিআই-এর সঙ্গে খুব শীঘ্রই কথা বলব। শ্রীলঙ্কায় কোভিডের পরিস্থিতি খুব একটা খারাপ নয়। এবং আমরা খুব ভালো ভাবেই এই টুর্নামেন্টের আয়োজন করব।’

এ দিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে ভাবছে। এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, এবং তা সফল ভাবে আয়োজিত হয়েছিল। গত বছর আবার সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি শ্রীলঙ্কাও আইপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছিল।

এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা সব সময় সংযুক্ত আরব আমিরশাহির উপর ভরসা করতে পারি না, তাই আমরা অন্যান্য বিকল্পের কথাও ভাবছি। দক্ষিণ আফ্রিকার সময়ের পার্থক্যও খেলোয়াড়দের জন্য সুবিধাজনক হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন