প্রায় এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেখানে পৌঁছাতে পারেননি শুভমন গিল। বাবা এবং তাঁর জীবনের শুরুর কোচ লখবিন্দর সিং এতে অসন্তুষ্ট ছিলেন। শুভমন গত বছর জিম্বাবোয়ের বিপক্ষে ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন এবং তারপরে তিনি এটিতে অভ্যস্ত হয়েছিলেন। শুভমন, যিনি তিনটি ফর্ম্যাটে আন্তর্জাতিক সেঞ্চুরি করা কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন। আইপিএল ২০২৩ তে তিনি যে ফর্মে রয়েছেন তার ফলে তাঁকে এখন ‘শো-ম্যান’ গিল বলা হয়। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২ তে সেঞ্চুরি করেছিলেন, যা এই মরশুমে তার তৃতীয় শতরান। এই সেঞ্চুরির সাহায্যে টাইটানস তিন উইকেটে ২৩৩ রান তুলেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে।
আরও পড়ুন… শুভমন গিলের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরির পরে ভাইরাল হচ্ছে বিরাট কোহলির বিস্ফোরক প্রতিক্রিয়া
শুভমান গিল এই আইপিএলে ১৫৬ স্ট্রাইক রেটে রান করছেন। গত মরশুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩২ এবং তার আগে ছিল ১১৯। এই মরশুমের আগে আইপিএলের একটিও সেঞ্চুরি নেই তাঁর। তাহলে কিভাবে গিলের পারফরম্যান্সে এমন পরিবর্তন এল? ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার ২৩ বছরের গিল বলেছেন, গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাঁর মনে হয় তিনি গিয়ার বদলাতে শুরু করেছেন। গত আইপিএলের আগে তিনি ইনজুরিতে পড়েছিলাম কিন্তু তিনি তাঁর খেলা নিয়ে কাজ করে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজের আগে তিনি কিছু ক্ষেত্রে কাজ করেছিলেন এবং প্রযুক্তিগত নিজের টেকনিক পরিবর্তন করেছিলেন।
আরও পড়ুন… গিলকে কীভাবে গাইড করেন, ফাইনালে উঠ জানালেন হার্দিক
আইপিএল ২০১৮-এ তার অভিষেক হয়। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে গিলের ব্যাট থেকে মোট ৪৭টি ছক্কা এসেছে। এই মরশুমে একাই ৩৩টি মেরেছেন তিনি। এর আগে একটি মরশুমে, তিনি ২০২১ সালে কেকেআরের হয়ে সর্বোচ্চ ১২টি ছক্কা মেরেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ১০টি ছক্কা হাঁকান গিল। শুভমান গিল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে বলেন, ‘আমার কাছে এটা প্রতিটা বল খেলা, ওভার টু ওভার খেলা। যে ওভারে আমি তিনটি ছক্কা মেরেছি সেই ওভারটি আমাকে বড় খেলার গতি দিয়েছে। তখনই বুঝলাম এটা আমার দিন হতে পারে। ব্যাট করার জন্যও এটি একটি ভালো উইকেট ছিল।’
আরও পড়ুন… তরুণদের ছড়াছড়ি, তবুও পরের বছরের টি২০ বিশ্বকাপে কোহলিকে চান গাভাসকর
গিল আরও বলেন, ‘সচেতন সিদ্ধান্ত নয়, আপনি ব্যাটার হিসাবে আবিষ্কার করতে থাকেন তবে আমার কাছে বিশ্বাসটি আরও গুরুত্বপূর্ণ। আমি একটি ভালো আন্তর্জাতিক মরশুমও খেলেছি। গতবারও ভালো মরশুম কেটেছে। আমি যখন ভালো শুরু করি, তখন আমি আত্মবিশ্বাস বোধ করি যে আমি ভালো স্কোর করতে পারব।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
কবে থেকে নিজেকে পরিবর্তন করলেন এই বিষয়ে গিল জানান,‘গত WI সফর থেকে, আমি মনে করি আমি একটি গিয়ার পরিবর্তন করেছি, আমি শেষ আইপিএলের আগে ইনজুরিতে পড়েছিলাম কিন্তু আমি আমার খেলা নিয়ে কাজ করছি। আমি কয়েকটি ক্ষেত্রে কাজ করেছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজের আগে প্রযুক্তিগত পরিবর্তন করেছি। আমি মনে করি আইপিএলে সম্ভবত এটাই আমার সেরা ইনিংস।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।